AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC Meeting: ভারতে আপাতত নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এক দেশেই

World Test Championship Final: গত সংস্করণের ফাইনাল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অবশেষে আইসিসি ট্রফিতে চোকার্স তকমা ঘুঁচিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এখনও অবধি হওয়া তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের মাটিতে।

ICC Meeting: ভারতে আপাতত নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এক দেশেই
Image Credit: PTI FILE
| Updated on: Jul 20, 2025 | 9:16 PM
Share

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ সংস্করণ চলছে। ২০১৯ সালে শুরু হয়েছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত ও নিউজিল্যান্ড। দ্বিতীয় সংস্করণে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া। পরপর দু-বার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় দলকে। গত সংস্করণের ফাইনাল মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। অবশেষে আইসিসি ট্রফিতে চোকার্স তকমা ঘুঁচিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এখনও অবধি হওয়া তিনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের মাটিতে। আলোচনা চলছিল ভেনু বদলের।

আইসিসির অন্যান্য টুর্নামেন্টের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও ঘুরিয়ে ফিরিয়ে অন্য দেশে হোক, এমনটাই চাইছিলেন ক্রিকেট প্রেমীরাও। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে যেমন আক্ষেপ, ফাইনাল অন্য ভেনুতে হলে হয়তো রেজাল্ট ভারতের পক্ষে যেতেই পারত। পরবর্তীতে অন্য ভেনুতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সরবে কি না নিশ্চিত নয়। আগামী তিন সংস্করণের জন্য ফাইনাল আয়োজনের দায়িত্ব পেল ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চারদিনের সভা চলছে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে ২০৩১ সাল অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হবে ইংল্যান্ডেই। গত তিন সংস্করণের ফাইনাল সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। পরবর্তী তিন সংস্করণের ফাইনাল অর্থাৎ ২০২৭, ২০২৯ এবং ২০৩১ সালে ফাইনালও ইংল্যান্ডেই হবে। ভারতীয় বোর্ড যে ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল, আপাতত তা হচ্ছে না।