Jay Shah: ICC-র ‘কুর্সি’ পেতেই বড় চ্যালেঞ্জ, চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য জানতে জয় শাহর দরজায় পাকিস্তান
Champions Trophy 2025: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সে দেশে যাবে না ভারতীয় টিম। যে সময় পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু হিসেবে পাকিস্তানের নাম ঘোষণা হয়, তার পর থেকে এমনটাই শোনা গিয়েছে। আর এই পরিস্থিতিতে আইসিসির নতুন চেয়ারম্যানের প্রথম দায়িত্ব পাকিস্তানে সুষ্ঠুভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করানো।

দিন বদলায়, সময় বদলায়, বদলায় কুর্সিতে বসা মানুষ… এ তো দুনিয়ার নিয়ম। জনপ্রিয়তার দিক থেকে শিখর ছুঁয়েছেন। তাঁকে নিয়ে অহরহ আলোচনা। রক্তে বইছে রাজনীতি। আর তিনি জড়িয়ে ক্রিকেট প্রশাসনে। কথা হচ্ছে বছর ৩৫ বছরের জয় শাহকে (Jay Shah) নিয়ে। এই সেপ্টেম্বরেই তাঁর জন্মদিন। কয়েকদিন আগে আইসিসির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ভারতীয় ক্রিকেট মহলে তিনি আলোচনার কেন্দ্রে। সম্প্রতি আইসিসির (ICC) সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছেন জয়। আর তারপর আরও বেশি আলোচনায় গুজরাটের ছেলে। বিশেষ করে এমন পরিস্থিতিতে তিনি আলোচনায়, যেখানে রয়েছে খানিক পাকিস্তান যোগ। অনেকেই অবাক হতে পারেন এ কথা শুনে। মনে হতেই পারে গুজরাটের ছেলে জয়ের আবার পাকিস্তানের (Pakistan) সঙ্গে যোগ ঠিক কি ভাবে? ...





