India Women vs Sri Lanka Women: ক্রিকেটে আজ শুরু দেবীপক্ষ, গুয়াহাটিতে ভারতের সামনে শ্রীলঙ্কা
ICC Women’s ODI World Cup: মেয়েদের ক্রিকেটে ভারতের একমাত্র আইসিসি ট্রফি বলা যায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। সিনিয়র স্তরে বিশ্বকাপ ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফির ম্যাচে অল্পের জন্য সীমানা পেরোতে পারেনি ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার দুর্দান্ত সুযোগ ভারতের সামনে।

সদ্য এশিয়া কাপ জিতেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। এই আনন্দ কয়েকগুণ বাড়তে পারে দ্রুতই। ঘরের মাঠে আজ শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। পুরুষদের ক্রিকেটে দুটি ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে ভারত। তেমনই টি-টোয়েন্টিতে দু-বার। মেয়েদের ক্রিকেট উন্নতি করলেও ট্রফি অধরা রয়েছে। মেয়েদের ক্রিকেটে ভারতের একমাত্র আইসিসি ট্রফি বলা যায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে। সিনিয়র স্তরে বিশ্বকাপ ফাইনাল অবধি পৌঁছলেও ট্রফির ম্যাচে অল্পের জন্য সীমানা পেরোতে পারেনি ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দেশের মাটিতে বিশ্বকাপ জেতার দুর্দান্ত সুযোগ ভারতের সামনে।
গত কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করছে ভারতীয় দল। সদ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে। যার মধ্যে একটি ম্যাচে ৪০০ প্লাস তাড়া করে দুর্দান্ত লড়াই করেছিল ভারত। বিশ্বকাপের প্রস্তুতিও বলা যায় এই সিরিজকে। আর বড় প্রাপ্তি স্মৃতি মান্ধানার দুরন্ত ফর্ম। ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন তথা ওপেনার স্মৃতি মান্ধানা জোড়া সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি করেছিলেন।
ভারতীয় শিবিরে বাড়তি নজর থাকবে জেমিমা রডরিগেজের দিকে। ওয়ান ডে ক্রিকেটে একটা সময় জাতীয় দলে জায়গা হারিয়েছিলেন। দুরন্ত ভাবে কামব্যাক করেন। এরপর ধারাবাহিক ভালো পারফর্ম করে চলেছেন জেমাইমা। টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় শিবিরে কিছুটা অস্বস্তি অরুন্ধতী রেড্ডির চোট নিয়ে। ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড ব্যাটার হেদার নাইটের স্ট্রেট ড্রাইভ লেগেছিল। তেমনই অভিজ্ঞদের পাশাপাশি নজর থাকবে প্রথম বার ওয়ান ডে বিশ্বকাপ খেলতে নামা বাংলার কিপার ব্যাটার রিচা ঘোষ, ওপেনার প্রতিকা রাওয়ালের দিকেও। ভারতীয় শিবিরের অনেকের কাছেই এটি প্রথম বিশ্বকাপ।
গুয়াহাটিতে বিশ্বকাপের উদ্বোধনে শোকের ছায়াও রয়েছে। সদ্য প্রয়াত হয়েছেন দেশের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। তিনি অসমের। স্বাভাবিক ভাবেই সেই রাজ্যে শোকের আবহ বেশি। জুবিনকে শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে অসম ক্রিকেট সংস্থা ও ভারতীয় ক্রিকেট বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠানে শুধুমাত্র ৪০ মিনিট জুবিনকে নিয়ে অনুষ্ঠান হবে। প্রায় ৫ হাজার ম্যাচ টিকিট বিনামূল্যেও দেওয়া হয়েছে। বিশ্বকাপের ম্যাচে দেশের সমর্থনে ক্রিকেট প্রেমীরা যাতে মাঠ ভরান, এমনিতেই টিকিটের দাম কম রাখা হয়েছে।
ভারত বনাম শ্রীলঙ্কা, বিকেল ৩টে, স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার, জিওহটস্টারে স্ট্রিমিং
