ICC World Cup: দ্রাবিড়ের স্পেশাল ক্লাসে শ্রেয়স, কীসের ইঙ্গিত?
ICC World Cup 2023, Rahul Dravid-Shreyas Iyer:হার্দিক ফিরলে শ্রেয়সকে বাদ দিয়ে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া উচিত লোকেশ রাহুলকে। পাঁচে খেলানো হোক সূর্যকে। এরপর হার্দিক, জাডেজা। শ্রীলঙ্কা ম্যাচ যেন শ্রেয়সের অগ্নিপরীক্ষা। এ বারের বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই শর্ট পিচ বলে আউট হয়েছেন শ্রেয়স। প্রতিপক্ষ তাঁর দুর্বলতা ধরে নিয়েছে। তাঁকে শর্টপিচে ফাঁদে ফেলছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টও চিন্তায় শ্রেয়সের এমন ফর্ম নিয়ে।

মুম্বই: টানা জয়েও স্বস্তি নেই ভারতীয় ব্যাটিংয়ে! বিরাট কোহলি গত ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। সমস্যা যদিও সেটা নয়। এক ম্যাচে ব্যর্থ হলেও ফর্মে রয়েছেন কিং কোহলি। ভারতের বরাবরের চিন্তা ব্যাটিং অর্ডারে চার নম্বর। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে ফেরার পর তাঁকেই চারে খেলানো হচ্ছে। এশিয়া কাপে ঈশানকেও চারে খেলানো হয়েছিল। বিশ্বকাপে শুভমনের অনুপস্থিতিতে প্রথম দু-ম্যাচে ওপেন করানো হয় ঈশানকে দিয়ে। চার নম্বরে জায়গা পাকা ছিল শ্রেয়সের। আপাতত যা টলমল। সূর্যকুমার যাদব গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন। মহম্মদ সামি বোলিংয়ে কামাল করছেন। হার্দিক পান্ডিয়া ফিরলে টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা বাড়বে। কাকে বাদ দেওয়া হবে, এই নিয়েই সুস্থ মাথাব্যাথা। এর মাঝে হেড কোচ রাহুল দ্রাবিড়ের স্পেশাল ক্লাসে শ্রেয়স আইয়ার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের টানা জয়েও দুর্বল দিক চার নম্বর। শ্রেয়স আইয়ার পর্যাপ্ত সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ। অনেকেই মনে করছেন, হার্দিক ফিরলে শ্রেয়সকে বাদ দিয়ে ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া উচিত লোকেশ রাহুলকে। পাঁচে খেলানো হোক সূর্যকে। এরপর হার্দিক, জাডেজা। শ্রীলঙ্কা ম্যাচ যেন শ্রেয়সের অগ্নিপরীক্ষা। এ বারের বিশ্বকাপে বেশির ভাগ ম্যাচেই শর্ট পিচ বলে আউট হয়েছেন শ্রেয়স। প্রতিপক্ষ তাঁর দুর্বলতা ধরে নিয়েছে। তাঁকে শর্টপিচে ফাঁদে ফেলছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টও চিন্তায় শ্রেয়সের এমন ফর্ম নিয়ে।
বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপ ফাইনালের রি-ম্যাচ। একই ভেনু। মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচের দু-দিন আগে ওয়াংখেড়েতে জোরকদমে অনুশীলন সারল ভারতীয় ক্রিকেট দল। বাড়তি নজর ছিল একটা নেটে। ব্যাটিং করছিলেন শ্রেয়স আইয়ার। সামনে হেড কোচ রাহুল দ্রাবিড়। দলে ব্যাটিং কোচ রয়েছে। তবে দ্রাবিড়ের স্পেশাল ক্লাসে উপস্থিতি এটাই ইঙ্গিত দেয়, চাপে রয়েছেন শ্রেয়স। তাঁকে লাগাতার শর্টপিচ ডেলিভারি করা হয়। কখনও পুলশট মারেন। মূলত বল নীচে রাখার চেষ্টা। কিছুক্ষেত্রে মাথা সরিয়ে নিয়েছেন শ্রেয়স।





