ICC World Cup: অঘটন নয়, আফগানদের দেখা শেখা উচিত, সাকিবের বাংলাদেশকে বিঁধলেন বীরু-ডিকে!
এক ঘটনা যখন প্রথম হয়, তা অঘটন বলা যেতে পারে। কিন্তু সেই ঘটনা বার বার ঘটলে তা অঘটন বলা যায় না। চলতি বিশ্বকাপে আফগানরা প্রতি ম্যাচে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। একটা দল ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা তিন তিনটে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে। আর সেটা হল আফগানিস্তান। আর বিশ্বকাপে বাংলাদেশের যা অবস্থা, তাতে ক্রিকেট মহলে অনেকেই আশঙ্কা করছেন, অচিরেই বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাবে না তো!
নয়াদিল্লি: বিশ্বকাপে আফগানদের (Afghanistan) সাফল্য নিয়ে বিরাট আলোচনা চলছে। তেমনই বাংলাদেশের (Bangladesh) ব্যর্থতা নিয়ে কাঁটাছেঁড়া চলছে। এক ঘটনা যখন প্রথম হয়, তা অঘটন বলা যেতে পারে। কিন্তু সেই ঘটনা বার বার ঘটলে তা অঘটন বলা যায় না। চলতি বিশ্বকাপে আফগানরা প্রতি ম্যাচে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। একটা দল ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা তিন তিনটে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে। আর সেটা হল আফগানিস্তান। আর বিশ্বকাপে বাংলাদেশের যা অবস্থা, তাতে ক্রিকেট মহলে অনেকেই আশঙ্কা করছেন, অচিরেই বাংলাদেশ ক্রিকেট হারিয়ে যাবে না তো! বিশ্বকাপে শুরুটা সেই আফগানদের হারিয়ে করেছিল বাংলাদেশ। কিন্তু আর জয়ের দেখা পাননি সাকিবরা। টানা ছয় ম্যাচে হেরেছে টাইগার্সরা। যে কারণে এ বার বাংলাদেশকে এ বার বিঁধলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ। এবং সিনিয়র উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকও। কী বললেন তাঁরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ইডেনে বিশ্বকাপের জোড়া ম্যাচ হারলেন সাকিব আল হাসানরা। অন্যদিকে আফগানরা বিশ্বকাপে একের পর এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিচ্ছে। এই প্রসঙ্গে বীরু সোশ্যাল মিডিয়া সাইট X এ লেখেন, ‘অসাধারণ আফগানিস্তান, দুর্দান্ত পারফরম্যান্স। ওদের থেকে অনেক কিছু শেখার আছে। বাংলাদেশ প্রায় ২৫ বছর ধরে ক্রিকেট খেলছে, কিন্তু ওরা এত কম সময়ে আফগান ছেলেদের মতো বড় দলগুলির বিরুদ্ধে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেনি। অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে আফগানিস্তান। এটা মানতে হবে।’
Wow Afghanistan, what a performance. So much to learn from the spirit @ACBofficials have shown . Bangladesh has been around for 25 years and they haven’t beaten the big teams in a row so often as the Afghan boys have done in a much shorter span of time. The most improved side in…
— Virender Sehwag (@virendersehwag) October 30, 2023
বীরুর মতো দীনেশ কার্তিকও আফগানদের পারফরম্যান্সে মুগ্ধ। ডিকে এক ক্রীড়া ওয়েবসাইটে বলেছেন, ‘আফগানদের জয়কে আমাদের কোনও মতেই অঘটন বলা চলে না। ওরা শুরু থেকেই অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে। ওরা দুটো দারুণ দলকে হারাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা খুব ক্লোজ ছিল। ওরা দারুণ লড়েছে। এশিয়া কাপের সময়ও আমরা এমনটা দেখছিলাম। কিন্তু ওরা তখন পরিকল্পনা কাজে লাগাতে পারেনি। কিন্তু বিশ্বকাপে শেষ দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওরা যেভাবে রান তাড়া করে জিতেছে, তা এক কথায় অসাধারণ।’
চলতি বিশ্বকাপে এখনও অবধি আফগানরা ৬টি ম্যাচ খেলেছে। তাতে জয় ৩টি, হার ৩টি। হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তানের পয়েন্ট ৬। রশিদ খান-রহমানুল্লা গুরবাজদের জন্য এখনও বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা খোলা রয়েছে।