AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND U19 vs AUS U19: বৈভবের ছয় ছক্কায় রেকর্ড, অস্ট্রেলিয়ায় সিরিজ জয় যুবদের

India vs Australia Youth ODI cricket: সিরিজ জয়ের ম্যাচে আলাদা করে শিরোনামে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স। ১৪ বছরের বৈভব এখন শুধু আর আইপিএলের সৌজন্যেই পরিচিত নন। উঠতি তারকা হিসেবে বিশ্ব ক্রিকেটের মঞ্চেও ক্রমশ তুলে ধরছেন নিজেকে। যেমনটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে করলেন।

IND U19 vs AUS U19: বৈভবের ছয় ছক্কায় রেকর্ড, অস্ট্রেলিয়ায় সিরিজ জয় যুবদের
Image Credit: PTI
| Updated on: Sep 24, 2025 | 7:06 PM
Share

অস্ট্রেলিয়া সফরে প্রথম হাফসেঞ্চুরি। বৈভব সূর্যবংশীর ডানপিটে ব্যাটিং। হারাল বল। ছক্কার রেকর্ড। সব মিলিয়ে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের যুব দলের। টানা দু-ম্যাচে দাপুটে জয়। তিন ম্যাচের সিরিজও নিশ্চিত করে ফেলল অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল। ক্যাপ্টেন আয়ুষ মাহত্রে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও নজর কাড়লেন বোলিংয়ে। সিরিজ জয়ের ম্যাচে আলাদা করে শিরোনামে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স। ১৪ বছরের বৈভব এখন শুধু আর আইপিএলের সৌজন্যেই পরিচিত নন। উঠতি তারকা হিসেবে বিশ্ব ক্রিকেটের মঞ্চেও ক্রমশ তুলে ধরছেন নিজেকে। যেমনটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে করলেন।

অনূর্ধ্ব ১৯ দলের হয়ে দেশের জার্সিতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ভেঙে ফেললেন বৈভব সূর্যবংশী। বিশ্ব ক্রিকেটে এত দিন এই রেকর্ড ছিল আর এক ভারতীয়র দখলে। ক্যাপ্টেন হিসেবে ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতানো উনমুক্ত চাঁদ ৩৮টি ছয় মেরেছিলেন। যুব ওয়ান ডে-তে দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশের জাওয়াদ আবরার। সকলের রেকর্ড ভেঙে শীর্ষে এখন বৈভব সূর্যবংশী। যুবদের ওয়ান ডে-তে মাত্র ১০ ম্যাচেই ৪০-এর বেশি ছয় মেরেছেন বৈভব।

দ্বিতীয় ওয়ান ডে-তে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই আয়ুষ মাহত্রের উইকেট পড়ে। স্বভাব বিরুদ্ধে ভাবে ধীরস্থির ব্যাটিং করেন বৈভব। প্রথম ৪০ ডেলিভারিতে স্ট্রাইকরেট ছিল ৫০-এর আশেপাশে। এরপরই অবশ্য ঝড় তোলেন। একটি পুল শটে এমন ছয় মারেন যে বলই আর খুঁজে পাওয়া যায়নি। শেষ অবধি ৬৮ বলে ৭০ রানে ফেরেন বৈভব। ৫টি বাউন্ডারি এবং আধডজন ছয় মারেন। বৈভবের পাশাপাশি বিহান মালহোত্রা এবং অভিজ্ঞান কুন্ডুর ৭০ প্লাস স্কোর। শেষ অবধি ৩০০ রানে অলআউট ভারত।

রান তাড়ায় সেঞ্চুরি অজি ব্যাটার জেডেন ড্রেপারের। কিন্তু বাকিরা কেউ ভরসা দিতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকে ভারত। ক্যাপ্টেন আয়ুষ মাহত্রে নেন তিন উইকেট। মাত্র ২৪৯ রানেই অলআউট অজিরা।