India vs Australia 1st Test Toss: টস জিতলেন বুমরা, অশ্বিন-জাডেজা বেঞ্চে; জোড়া অভিষেক

Nov 22, 2024 | 7:53 AM

IND vs AUS 1st Test, Confirmed XI: এক টেস্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ধরমশালায় শেষ ম্যাচে খেলেছিলেন। ফের একবার টেস্টে সুযোগ। তেমনই ভারতীয় শিবিরে জোড়া অভিষেক। পেস বোলিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা।

India vs Australia 1st Test Toss: টস জিতলেন বুমরা, অশ্বিন-জাডেজা বেঞ্চে; জোড়া অভিষেক
Image Credit source: Cricket Australia

Follow Us

বর্ডার-গাভাসকর ট্রফির ঢাকে কাঠি পড়ে গেল। পারথে প্রথম টেস্ট। ভারতীয় শিবিরে জোড়া অভিষেক। প্রত্যাশামতোই খেলছেন দেবদত্ত পাড়িক্কল। এক টেস্টের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজে ধরমশালায় শেষ ম্যাচে খেলেছিলেন। ফের একবার টেস্টে সুযোগ। তেমনই ভারতীয় শিবিরে জোড়া অভিষেক। পেস বোলিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি এবং হর্ষিত রানা। মূলত পেসার হলেও হর্ষিতের ব্যাটিংয়ের হাতও ভালো।

রোহিতের অনুপস্থিতিতে পারথে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। টসও জিতলেন ক্যাপ্টেন। ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়কের। সাহসী সিদ্ধান্তও বলা যায়। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপের পর এই সিরিজে ভারত প্রবল চাপে। তবে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে জসপ্রীত বুমরা বুঝিয়ে দিলেন, এই সিরিজ পুরোপুরি আলাদা।

ভারতের ব্যাটিং অর্ডারে অবশ্য় অভিজ্ঞতার অভাব বলা যায়। তবে আনপ্রেডিক্টেবলও। যশস্বী, দেবদত্তরা অনভিজ্ঞ হলেও তারা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারেন। ওপেনিংয়েই রাখা হয়েছে রাহুলকে। তিনে খেলবেন দেবদত্ত। তবে স্পিন বোলিং অলরাউন্ডারে চমক। রবিচন্দ্রন অশ্বিন কিংবা রবীন্দ্র জাডেজা। দুই অভিজ্ঞ স্পিনার নয়, সুযোগ সরাসরি ওয়াশিংটন সুন্দরকে। নিউজিল্যান্ড সিরিজে হঠাৎই সুযোগ পেয়েছিলেন। দুর্দান্ত পারফর্ম করেছেন। গত অস্ট্রেলিয়া সফরেও খেলেছিলেন ওয়াশিংটন।

এই খবরটিও পড়ুন

ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, নীতীশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা

অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, নাথান ম্যাকসোয়েনি, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, নাথান লিয়ঁ, জশ হ্যাজলউড

Next Article