IND vs BAN: উইকেট উড়ল, লাঞ্চের আগেই গম্ভীর মুখে হাসি ফোটালেন আকাশ দীপ
India vs Bangladesh 1st Test: ডিআরএস নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস দেখাতে পারেননি সিরাজ কিংবা কিপার ঋষভ পন্থ। কিন্তু আকাশ দীপ বোলিংয়ে আসতেই গম্ভীর মুখে হাসি ফুটল। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। দুটি অবিশ্বাস্য ডেলিভারিতে লাঞ্চের আগে মন ভরিয়ে নিলেন আকাশ দীপ।
প্রচণ্ড গরম। স্বাভাবিক ভাবেই পেসারদের ছোট ছোট স্পেলে বোলিং করানো প্রয়োজন। জসপ্রীত বুমরা প্রথম স্পেলেই উইকেট নিয়েছেন। সিরাজের ঝুলিতেও থাকতে পারত উইকেট। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। ডিআরএস নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস দেখাতে পারেননি সিরাজ কিংবা কিপার ঋষভ পন্থ। কিন্তু আকাশ দীপ বোলিংয়ে আসতেই গম্ভীর মুখে হাসি ফুটল। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলছেন। দুটি অবিশ্বাস্য ডেলিভারিতে লাঞ্চের আগে মন ভরিয়ে নিলেন আকাশ দীপ।
লাঞ্চের আর এক ওভার বাকি। আকাশ দীপকে কেন একাদশে জায়গা দেওয়া হয়েছে, তাঁর মধ্যে কী বিশেষত্ব রয়েছে, এ নিয়ে জানতে চান তামিম ইকবাল। ধারাভাষ্যকার হিসেবে চেন্নাইতে রয়েছেন বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার। সহ ধারাভাষ্যকার রবি শাস্ত্রী তাঁকে বোঝান, আকাশ দীপ প্রথম শ্রেনির ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। শুধু তাই নয়, সদ্য দলীপ ট্রফিতে অনবদ্য পারফর্ম করেছেন। বাঁ হাতি ব্যাটারদের বিরুদ্ধে বেশি ভয়ঙ্কর। আর এক ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলেন, ‘মজার বিষয়, ইংল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্টে উইকেট নিয়ে আকাশ সেলিব্রেট করার পর দেখা যায় নো-বল। এরপর অবশ্য় তিন উইকেট নিয়েছিল।’
এই খবরটিও পড়ুন
তামিম-হর্ষ-শাস্ত্রীদের কথার মাঝেই জায়ান্ট স্ক্রিনে দেখানো নয় দলীপ ট্রফিতে আকাশ দীপের বোলিং হাইলাইট। কিছুক্ষণের মধ্যেই হাইলাইট বদলে যায় রিয়েলিটিতে। রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন আকাশ দীপ। অফস্টাম্পের অনেকটা বাইরে। হঠাৎই একটি পঞ্চম উইকেট থেকে ডেলিভারি জাকির হাসানের উইকেট ছিটকে দেয়। ক্রিজে আসেন বাংলাদেশের প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন মোমিনুল হক সৌরভ। তাঁকেও কার্যত একই ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরান আকাশ দীপ।
হ্যাটট্রিকের স্বপ্ন দেখছিলেন আকাশ দীপ। ভারতীয় শিবিরও। তবে এ বার ডান হাতি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কোনওরকমে তা সামলে দেন। লাঞ্চের আগেই ভারতের ঝুলিতে ৩ উইকেট। এর মধ্যে ২ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট আকাশ দীপের ঝুলিতে।
What a sight for a fast bowler!
Akash Deep rattles stumps twice, giving #TeamIndia a great start into the second innings.
Watch the two wickets here 👇👇#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/TR8VznWlKU
— BCCI (@BCCI) September 20, 2024