AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ইংল্যান্ডের নরক যন্ত্রণা! বুমরা-বাণে বিধ্বস্ত বেন স্টোকসরা

IND vs ENG 3rd Test: তৎকালীন ক্যাপ্টেন বিরাট কোহলির পেপ টক এখনও প্রত্যেক ক্রিকেট প্রেমীর মুখে ঘোরে। এ বার সেই নরক যন্ত্রণা দিলেন জসপ্রীত বুমরা। দু-ওভারের মধ্যে বেন স্টোকস, জো রুট সহ তিন উইকেট।

IND vs ENG: ইংল্যান্ডের নরক যন্ত্রণা! বুমরা-বাণে বিধ্বস্ত বেন স্টোকসরা
Image Credit: PTI
| Updated on: Jul 11, 2025 | 4:52 PM
Share

টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর বোলার। তাঁর পারফরম্যান্স সবসময়ই আলাদা নজরে থাকে। লিডস টেস্টের পর এজবাস্টনে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে। ওয়ার্কলোড ম্যানেজের জন্যই এমন সিদ্ধান্ত। লর্ডসে ফিরেছেন আরও তরতাজা হয়ে। মন্থর পিচে প্রথম দিন নিয়েছিলেন একটি উইকেট। ম্যাচের দ্বিতীয় দিন সকাল সকাল বুমরার একের পর এক বিউটি। এর আগের বার লর্ডসে যখন নেমেছিল ভারত, নরক যন্ত্রণা দিয়েছিল বিরাট কোহলির টিম। তৎকালীন ক্যাপ্টেন বিরাট কোহলির পেপ টক এখনও প্রত্যেক ক্রিকেট প্রেমীর মুখে ঘোরে। এ বার সেই নরক যন্ত্রণা দিলেন জসপ্রীত বুমরা। দু-ওভারের মধ্যে বেন স্টোকস, জো রুট সহ তিন উইকেট।

মন্থর পিচ। বাউন্সও কম। ম্যাচের প্রথম দিন দুর্দান্ত ব্যাটিং করেন জো রুট। দিনের শেষে বেন স্টোকসকে নিয়ে একটা ভালো জুটি গড়েছিলেন। দ্বিতীয় শুরু থেকেই বেশ কিছু বল ব্যাটের কানায় লাগে। বেশ কিছু হাফচান্সও মিস হয়। কেরিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন জো রুট। টেস্ট সেঞ্চুরিতে ছাপিয়ে গেলেন রাহুল দ্রাবিড়, স্টিভ স্মিথকে। কিন্তু বড় সেঞ্চুরি এল না। ফিরলেন ১০৪ রানে।

প্রথম ধাক্কা দেন বেন স্টোকসকে। দু-বছর হয়ে গেল টেস্টে সেঞ্চুরি নেই ইংল্যান্ড ক্যাপ্টেনের ব্যাটে। এ দিন দুর্দান্ত খেলছিলেন। কিন্তু বুমরা রাউন্ড দ্য উইকেট ডেলিভারিতে বেন স্টোকসের উইকেট ছিটকে দেন। ৪৪ রানেই থামতে হয় ইংল্যান্ড ক্যাপ্টেনকে। এর পরের ওভারে বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই সেঞ্চুরিয়ন জো রুটকে বোল্ড করেন জসপ্রীত বুমরা। পরের ডেলিভারিতে কট বিহাইন্ড ক্রিস ওকস।

ইংল্যান্ড ২৭১ রানে ৭ উইকেট হারালেও ভারতের অস্বস্তি বাড়ে বল বদল করায়। জেমি স্মিথ ও ব্রাইডন কার্স পার্টনারশিপ গড়ার চেষ্টায়। অনেকাংশে সফলও তাঁরা। বল বদল নিয়ে বেজায় ক্ষুব্ধ ভারতীয় শিবির।