AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Most Catch Joe Root: ছাপিয়ে গেলেন রাহুল দ্রাবিড়কে! জো রুটের সুরক্ষিত হাতের রেকর্ড

IND vs ENG 3rd Test: সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে ৩৭টি সেঞ্চুরি হয়ে গেল জো রুটের। সচিন তেন্ডুলকরের ৫১ সেঞ্চুরির ধারেকাছে যদি কেউ যেতে পারেন, সেটা যে জো রুট, অনেকেই তা বিশ্বাস করেন। এ বার ফিল্ডিংয়েও ছাপিয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়কে।

Most Catch Joe Root: ছাপিয়ে গেলেন রাহুল দ্রাবিড়কে! জো রুটের সুরক্ষিত হাতের রেকর্ড
Image Credit: Bradley Collyer/PA Images via Getty Images
| Updated on: Jul 11, 2025 | 10:30 PM
Share

ব্যাট হাতে সেঞ্চুরি, ফিল্ডিংয়েও কীর্তি। লর্ডসে জোড়া রেকর্ড জো রুটের। প্রথমে ব্যাট হাতে। টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় এবং ফ্যাব ফোরের অন্যতম সদস্য স্টিভ স্মিথকে। লর্ডসে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের আরও একটা সেঞ্চুরি। সব মিলিয়ে টেস্ট কেরিয়ারে ৩৭টি সেঞ্চুরি হয়ে গেল জো রুটের। সচিন তেন্ডুলকরের ৫১ সেঞ্চুরির ধারেকাছে যদি কেউ যেতে পারেন, সেটা যে জো রুট, অনেকেই তা বিশ্বাস করেন। এ বার ফিল্ডিংয়েও ছাপিয়ে গিয়েছেন রাহুল দ্রাবিড়কে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল রাহুল দ্রাবিড়ের দখলে। বর্ণময় টেস্ট কেরিয়ারে ২১০টি ক্যাচ নিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। তাঁকে ছুঁয়েছিলেন জো রুট। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন একটা দুর্দান্ত ক্যাচ নেন রুট। দীর্ঘ আট বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করা করুণ নায়ারকে এক হাতের অবিশ্বাস্য ক্যাচে ফেরান জো রুট। আর এই ক্যাচেই রাহুল দ্রাবিড়কে ছাপিয়ে যান।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্টের নিরিখে বর্তমানে শীর্ষে জো রুট (২১১*)। এরপর রয়েছেন রাহুল দ্রাবিড় (২১০), শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্ধনে (২০৫), স্টিভ স্মিথ এবং জ্যাক কালিসের রয়েছে ২০০টি করে ক্যাচ। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে আপাতত রুটের কাছাকাছি শুধুমাত্র স্টিভ স্মিথই রয়েছেন।