AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: প্রথম বার লর্ডসে নামছেন শুভমন গিল, দেখা মিলবে রো-কো জুটির!

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডে প্রথম খেলছেন তা নয়। এই সফরের আগেও খেলেছেন। কিন্তু লর্ডসে প্রথম বার টেস্ট খেলতে চলেছেন শুভমন গিল। তাও আবার ক্যাপ্টেন হিসেবে। আর এমন সময় যদি দুই দাদা উপস্থিত থাকেন?

IND vs ENG: প্রথম বার লর্ডসে নামছেন শুভমন গিল, দেখা মিলবে রো-কো জুটির!
Image Credit: Alex Davidson/Getty Images
| Updated on: Jul 09, 2025 | 10:26 PM
Share

লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। প্রত্যেক ক্রিকেটারের কাছে এক স্বপ্নের মাঠ। ঠিক যেমনটা কলকাতার ইডেন গার্ডেন্স, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। লর্ডসে খেলার স্বপ্ন দেখেন অনেকেই। প্রত্যেকের স্বপ্ন পূরণ হয় না। ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেনের কাছে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ইংল্যান্ডে প্রথম খেলছেন তা নয়। এই সফরের আগেও খেলেছেন। কিন্তু লর্ডসে প্রথম বার টেস্ট খেলতে চলেছেন শুভমন গিল। তাও আবার ক্যাপ্টেন হিসেবে। আর এমন সময় যদি দুই দাদা উপস্থিত থাকেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝপথেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এরপরই টেস্ট ক্য়াপ্টেন বেছে নেওয়া হয় শুভমন গিলকে। সেই ভূমিকায় গত ম্যাচে সফল হয়েছেন। আর ব্যাটিংয়ে বিরাটের চার নম্বরে নেমে দুর্দান্ত ইনিংস খেলেছেন। এ বার স্বপ্নের লর্ডসে নামবেন শুভমন। ভারতীয় দল ইংল্যান্ড সফরে বেস ক্যাম্প গড়েছিল লন্ডনেই। কিং কোহলিও লন্ডনেই থাকেন। বিরাটের বাড়িতে শুভমন, ঋষভদের সঙ্গে দেখাও করেন।

সদ্য উইম্বলডনে দেখা গিয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। বিরাট যেহেতু লন্ডনে থাকেন, সুতরাং তাঁর লর্ডসে আসা আশ্চর্যের নয়। বরং জুনিয়রদের সমর্থনে সেই সম্ভাবনাই বেশি। অন্যদিকে, রোহিত শর্মাও উইম্বলডনে হাজির ছিলেন। তিনিও থাকতে পারেন। প্রথম বার লর্ডসে খেলেতে নেমে দুই দাদাকে কাছে পেতেই পারেন শুভমন গিল।