IND vs ENG: ভারতীয় ব্যাটারদের পরিকল্পনা প্রস্তুত! প্র্যাক্টিসে যা দেখা গেল

India vs England Test Series: ভারতীয় স্পিনাররা যাতে লাইন লেন্থ ঠিক রাখতে না পারেন, ইংল্যান্ড ব্যাটাররা অন্য পন্থা নিয়েছিলেন। সব ক্ষেত্রেই সফল হয়েছে তা নয়। তবে সুইপ এবং রিভার্স সুইপ প্রচুর খেলেছে তারা। বেন স্টোকস, ওলি পোপরা সুইপ-রিভার্স সুইপে বিরক্ত করেছেন স্পিনারদের। বিশাখাপত্তনমে একই পরিকল্পনা ভারতীয় ব্যাটারদেরও! শুধু হায়দরাবাদ টেস্টের কথা বললে ভুল হবে, এখন আর ভারতীয় ব্যাটারদের সেই অর্থে সুইপ খেলতে দেখা যায় না।

IND vs ENG: ভারতীয় ব্যাটারদের পরিকল্পনা প্রস্তুত! প্র্যাক্টিসে যা দেখা গেল
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 01, 2024 | 7:00 AM

কলকাতা: ‘হোম অ্যাডভান্টেজ’ প্রতিটি দলই নিয়ে থাকে। সব সময় সেটা তাদের পক্ষে যায়, তা নয়। কেপটাউন টেস্টের কথাই ধরা যাক। পেস বাউন্সি উইকেট বানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে অনবদ্য বোলিং জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মুকেশ কুমারের। এশিয়ার প্রথম দল হিসেবে কেপটাউনে জয়ের নজির গড়ে ভারত। আর ঘরের মাঠেই লজ্জার নজির। হায়দরাবাদে প্রথম বার টেস্ট হেরেছে ভারত। ঘরের মাঠে প্রথম ইনিংসে একশোর ওপর লিড নিয়ে এর আগে কোনও দিন হারেনি। সেই নজিরও তৈরি হয়েছে। হায়দরাবাদের পিচে নজর কেড়েছেন ইংল্যান্ডের অভিষেককারী বাঁ হাতি স্পিনার টম হার্টলি। দ্বিতীয় ম্যাচের জন্য বিশেষ পরিকল্পনা প্রস্তুত ভারতের! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতীয় স্পিনাররা যাতে লাইন লেন্থ ঠিক রাখতে না পারেন, ইংল্যান্ড ব্যাটাররা অন্য পন্থা নিয়েছিলেন। সব ক্ষেত্রেই সফল হয়েছে তা নয়। তবে সুইপ এবং রিভার্স সুইপ প্রচুর খেলেছে তারা। বেন স্টোকস, ওলি পোপরা সুইপ-রিভার্স সুইপে বিরক্ত করেছেন স্পিনারদের। বিশাখাপত্তনমে একই পরিকল্পনা ভারতীয় ব্যাটারদেরও! শুধু হায়দরাবাদ টেস্টের কথা বললে ভুল হবে, এখন আর ভারতীয় ব্যাটারদের সেই অর্থে সুইপ খেলতে দেখা যায় না। টি-টোয়েন্টি জমানায় ইনসাইড আউট, ভিতরে থাকা ফিল্ডারের ওপর দিয়ে শট খেলাই বেশি পছন্দের। সব সময় তা সাফল্য পায় এমন নয়। মিসটাইম শটে ক্যাচও ওঠে।

দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত-ইংল্য়ান্ড দু-দলই। বিশাখাপত্তনমে দেখা গেল, লাগাতার সুইপ এবং রিভার্স সুইপ খেলছেন ভারতীয় ব্যাটাররা। ইংল্যান্ড বোলিং লাইন আপে টম হার্টলি, রেহান আহমেদ, জ্যাক লিচ রয়েইছেন। সঙ্গে বাড়তি পাওনা জো রুট। দ্বিতীয় টেস্টে পুরোপুরি স্পিন আক্রমণ বোলিং কম্বিনেশনও সাজাতে পারে। অর্থাৎ গত ম্যাচে একমাত্র পেসার হিসেবে খেলানো মার্ক উডের পরিবর্তে বশির! ইংল্যান্ড স্পিন আক্রমণকে ছন্নছাড়া করতে বড় অস্ত্র হয়ে উঠতে পারে সুইপ, সুইপ এবং সুইপ!