India vs South Africa 3rd T20 2024 Toss: তরুণ কেকেআর অলরাউন্ডার রমনদীপের অভিষেক, স্কাইয়ের টস হারের হ্যাটট্রিক
IND vs SA 3rd T20I 2024, Confirmed XI: একাদশে কেকেআরের তরুণ পেস বোলিং অলরাউন্ডার রমনদীপ সিং। এই সফরেই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথম ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও।
সেঞ্চুরিয়নের পিচ রিপোর্ট শুনে বোলারদের মুখের হাসি উড়তে বাধ্য। প্রোটিয়া কিংবদন্তি শন পোলক পরিষ্কার করে দিয়েছেন, এখানে ব্যাটারদের স্বর্গ। হাইস্কোরিং ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা। গত দু-ম্যাচের মতো স্পিনারদের সেই অর্থে ভূমিকা কমতে পারে। ভারতীয় শিবিরে প্রত্যাশিত ভাবেই পরিবর্তন। একাদশে কেকেআরের তরুণ পেস বোলিং অলরাউন্ডার রমনদীপ সিং। এই সফরেই প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন। প্রথম ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও।
গত দু-ম্যাচের মতো সেঞ্চুরিয়নেও! টস হারের হ্যাটট্রিক ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। এই ম্যাচেও প্রথমে ব্যাট করবে ভারত। পিচ রিপোর্ট যাই বলুক, তিন স্পেশালিস্ট স্পিনারই খেলাচ্ছেন সূর্য। অর্শদীপের সঙ্গে পেস বোলিং অপশন হার্দিক পান্ডিয়া ও ডেবিউ ম্যাচে নামা রমনদীপ সিং। একাদশ থেকে বাদ পড়লেন আবেশ খান। সূর্যকুমার যাদব অবশ্য আবেশের প্রশংসাই করেছেন। যদিও গত ম্যাচে স্লগ ওভারে তাঁর বোলিং চূড়ান্ত হতাশ করেছিল।
Say hello 👋 to the Debutant 😎
A special moment for Ramandeep Singh as he receives his #TeamIndia Cap 🧢 from @hardikpandya7 👏👏
Live – https://t.co/JBwOUChxmG#SAvIND pic.twitter.com/3TLzxQ16xu
— BCCI (@BCCI) November 13, 2024
ডারবানে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। গত ম্যাচে বেরহায় জয়ের পরিস্থিতি তৈরি করেও হার। স্লগ ওভারে ভারতের ব্যাটিং অস্বস্তিতে ফেলেছে গত দু-ম্যাচেই। ব্যাটিং গভীরতা বাড়াতেই রমনদীপকে একাদশে আনার সম্ভাবনা চলছিল। আইপিএলে কেকেআর জার্সিতে অনবদ্য পারফর্ম করেছেন। তাঁকে এ বার রিটেনও করেছে কেকেআর। সম্প্রতি এমার্জিং এশিয়া কাপে নজর কেড়েছেন। এ বার সিনিয়র টিমে দক্ষতা প্রমাণের পালা।
ভারতের একাদশ: সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, রমনদীপ সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রায়ান রিকেলটন, এইডেন মার্কব়্যাম, ত্রিস্তান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, আন্দিলে সিমেলেনে, জেরাল্ড কোৎজে, কেশব মহারাজ, লুথো সিপামলা।