India vs South Africa T20 2024: তরুণ ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন উঠতেই স্কাই বললেন, ‘আপনা টাইম আয়েগা’
IND vs SA T20I 2024, Suryakumar Yadav: টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়েছিল ভারতের তরুণ ব্রিগেডকে। সেই স্কোয়াডে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়ও। ভালো পারফর্মও করেছিলেন। তারপরও দল থেকে বাদ পড়েন। এই নিয়েই ফের প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডে একঝাঁক তরুণ ক্রিকেটার। নিজেকেও অবশ্য সেই তালিকাতেই রাখছেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ভারতের এই তরুণ স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি ঋতুরাজ গায়কোয়াড়ের। তাঁকে ভারত এ দলের ক্যাপ্টেন করে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে। জাতীয় দলে তাঁর আসা-যাওয়া লেগেই রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর জিম্বাবোয়ে সফরে পাঠানো হয়েছিল ভারতের তরুণ ব্রিগেডকে। সেই স্কোয়াডে ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়ও। ভালো পারফর্মও করেছিলেন। তারপরও দল থেকে বাদ পড়েন। এই নিয়েই ফের প্রশ্নের মুখে টিম ম্যানেজমেন্ট।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। মনে করা হয়েছিল, এ বার নিয়মিত সুযোগ পাবেন ঋতুরাজ গায়কোয়াড়। তা যদিও হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরেও ঋতুরাজ সুযোগ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাঁর সঙ্গে রাজনীতি হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঋতুরাজ গায়কোয়াড় ধারাবাহিক পারফর্ম করেছেন। জাতীয় দলেও সীমিত সুযোগে পারফর্ম করেছেন। টি-টোয়েন্টি দলে তাঁর ভবিষ্যৎ কী? এই নিয়ে প্রশ্নের সামনে পড়লেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও।
প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে ঋতুরাজ প্রসঙ্গ উঠতেই স্কাই বলেন, ‘দেখুন ও ফ্যান্টাস্টিক প্লেয়ার, যে ফরম্যাটেই সুযোগ পাচ্ছে, পারফর্ম করেছে। তবে একটা বিষয় বুঝতে হবে। ওর আগে থেকেও অনেকে খেলছে, পারফর্ম করেছে। ম্যানেজমেন্ট সেটাকেই হয়তো প্রেফার করেছে। ওই যে বলে না, আপনা টাইম আয়েগা! ওর টাইমও আসবে, এখন যখন আসবে, ধারাবাহিক সুযোগ পাবে।’
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজে ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক ভার্মা, জীতেশ শর্মা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার বিশাখ, আবেশ খান, যশ দয়াল।