পরিবর্তন। ভারতীয় ক্রিকেটে পালা-বদল। কিন্তু খেলার স্টাইল? সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। জার্সিতে দ্বিতীয় তারা যোগ হয়েছে। কিন্তু একটা প্রশ্ন থাকছেই। টিম ইন্ডিয়ার খেলার স্টাইল কী হবে! রোহিত শর্মার টিমের ট্রেড মার্ক ছিল আগ্রাসী ক্রিকেট। শুরু থেকেই আক্রমণ। পাওয়ার প্লে-তে পাওয়ার ফুল ক্রিকেট। এ বার পালা বদল। রোহিত আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলবেন না। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। কোচও বদল হয়েছে। ভারতীয় দলের কোচ হিসেবে আজ অভিষেক হতে চলেছে গৌতম গম্ভীরের। খেলার স্টাইল কি একই থাকবে? কী হতে পারে একাদশ? উত্তরের খোঁজ।
শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। আজ প্রথম টি-টোয়েন্টি। ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে গম্ভীর অধ্যায়। আসা যাক খেলার স্টাইল প্রসঙ্গে। জাতীয় দলের কোচ হিসেবে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হলেও আইপিএলের স্টাইল সকলেরই কার্যত জানা। ২০২২ সাল থেকে দু-মরসুম লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ছিলেন। কেকেআরের খেলার স্টাইল কতটা আক্রমণাত্মক ছিল সকলেই দেখেছেন। জাতীয় দলেও এমনই প্রত্যাশা।
টিম কম্বিনেশন প্রসঙ্গে আসা যাক। ওপেনিংয়ে শুভমন গিল ও যশস্বী জয়সওয়াল। তিনে ঋষভ অথবা সঞ্জুর মধ্যে একজন। দু-জন একসঙ্গে খেললে, অঙ্কটা হতে পারে, যশস্বী আউট হলে বাঁ হাতি ঋষভ, শুভমন আউট হলে ডানহাতি সঞ্জু। বাকি একজন পাঁচে। চারে ক্য়াপ্টেন সূর্যকুমার যাদব। ছয়ে রিঙ্কু সিং। এরপর হার্দিক পান্ডিয়া কিংবা শিবম দুবে। তবে প্রশ্ন থাকছে, অক্ষর প্যাটেল কোন পজিশনে ব্যাট করবেন। সঞ্জু-ঋষভকে একসঙ্গে খেলানো হবে কিনা সেটা যেমন প্রশ্ন, তেমনই হার্দি-শিবমকেও একসঙ্গে খেলানো হবে কিনা, প্রশ্ন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একাদশ যা হতে পারে: শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ/সঞ্জু, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর/শিবম দুবে/রিয়ান পরাগ, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।
ভারত বনাম শ্রীলঙ্কা, প্রথম টি-টোয়েন্টি, সন্ধে ৭টা, সোনি স্পোর্টস চ্যানেলে সম্প্রচার, সোনি লিভ অ্যাপে স্ট্রিমিং