Asian Games: এশিয়ান গেমসে ক্রিকেটে কি অংশ নেবে না ভারত?
চলতি বছরের সেপ্টেম্বরে চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের (Asian Games) আসর। এবং দীর্ঘ ১১ বছর পর এশিয়ান গেমসের মঞ্চে কামব্যাক হচ্ছে ক্রিকেটের (Cricket)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে তৈরি হল সংশয়।
নয়াদিল্লি: চলতি বছরের সেপ্টেম্বরে চিনের হাংঝাউতে বসবে এশিয়ান গেমসের (Asian Games) আসর। এবং দীর্ঘ ১১ বছর পর এশিয়ান গেমসের মঞ্চে কামব্যাক হচ্ছে ক্রিকেটের (Cricket)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে তৈরি হল সংশয়। এশিয়ান গেমসের আগে টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলবে ভারত (India)। অস্ট্রেলিয়ার মাটিতে ১৬ অক্টোবর থেকে শুরু হবে কুড়ি-বিশের বিশ্বকাপ। তার আগে ঝুঁকি নিয়ে এশিয়ান গেমসে অংশ নেবেন কিনা রোহিতরা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি জুলাই-অগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় মহিলা দলের এশিয়ান গেমসে অংশগ্রহণেরও সম্ভাবনা নিশ্চিত নয়।
ক্রিকেটারদের চোট-আঘাতের কথা মাথায় রেখেই সম্ভবত ঝুঁকি নিতে চাইবে না বোর্ড। সংবাদ সংস্থা রয়টার্সকে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বলেন, “হাংঝাউতে হতে চলা এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা উভয় দলকে পাঠানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, আমাদের যা বর্তমান প্রতিশ্রুতি রয়েছে তার ভিত্তিতে।”
এশিয়ান গেমসের সময় ভারতের মেয়েদের ইংল্যান্ডের মহিলা দলের সঙ্গে সীমিত ওভারের সিরিজ রয়েছে। ১০ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে শুরু হওয়ার কথা ভারতের মেয়েদের তিন ম্যাচের টি-২০ সিরিজ। তার পর ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা তিন ম্যাচের একদিনের সিরিজ। করোনা পরিস্থিতিতেও যে কোনও বোর্ডই চায় ভারতের বিরুদ্ধে খেলতে। জয় শাহ বলেন, “বিসিসিআই সব সময় বোর্ডের সদস্যদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কঠিন সময় তাদের পাশে দাঁড়িয়েছে। বোর্ড দৃঢ়ভাবে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতিকে সম্মান জানানোতে বিশ্বাস করে। আমরা এখানে ভারতে আমাদের অনুরাগীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের ঘরোয়া মরসুমকেও সুরক্ষিত করা খুবই গুরুত্বপূর্ণ।”
গেমের ফিউচার ট্যুর প্রোগ্রাম ক্যালেন্ডারের ব্যাপারে উল্লেখ করে তিনি আরও বলেন, “যে এফটিপি তৈরি করা হয়েছে তা মেনে চলতে হবে।” এশিয়ান গেমসে ভারতের উপস্থিতি দেখতে পাওয়া যাবে কিনা এ ব্যাপারে জয় শাহর কথা খুব একটা আশা কিন্তু জাগাচ্ছে না।
আরও পড়ুন: India vs West Indies Live Score, 2nd T20 2022: টার্গেট ১৮৭, মেয়ার্সকে ফেরালেন চাহাল