IND vs AUS Highlights, BGT 2023: দেড় ঘণ্টাও লাগল না, ইন্দোর টেস্টে ৯ উইকেটে হার ভারতের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 03, 2023 | 11:22 AM

বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট চলছে ইন্দোরে। ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিনের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs AUS Highlights, BGT 2023: দেড় ঘণ্টাও লাগল না, ইন্দোর টেস্টে ৯ উইকেটে হার ভারতের
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

ইন্দোর:বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রথম দিনের শেষে ব্যাকফুটে ছিল ভারতীয় দল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারল না ভারত। মাত্র আড়াই দিনেই ইন্দোর টেস্টে ৯ উইকেটে হার ভারতের। নাথান লিয়ঁ, ম্যাথু কুহনেম্যানদের দাপটে দুই ইনিংসেই স্কোর বোর্ডে তেমন রান তুলতে পারেনি ভারত। সেটাই কাল হল। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একমাত্র অর্ধশতরান চেতেশ্বর পূজারার। ব্যাটে-বলে টিম ইন্ডিয়াকে টেক্কা দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ এখন ২-১।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 03 Mar 2023 11:04 AM (IST)

    এক নজরে

    ১. তৃতীয় দিনের অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন

    ২. শূন্য রানে আউট হন উসমান খোয়াজা

    ৩. তাতে অস্ট্রেলিয়ার জিততে সমস্যা হল না

    ৪.  ট্রাভিস হেড অপরাজিত ৫৩ বলে ৪৯ রান করেন

    ৫. ৫৮ বলে অপারজিত ২৮ রান মার্নাস লাবুশেনের

    ৬. ভারত ইন্দোর টেস্ট হারল ৯ উইকেটে

    ৭. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করল অস্ট্রেলিয়া

  • 03 Mar 2023 10:54 AM (IST)

    WTC ফাইনালে অস্ট্রেলিয়া

    ইন্দোর টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। ভারতের অপেক্ষা বাড়ল।

  • 03 Mar 2023 10:49 AM (IST)

    ইন্দোর টেস্ট জিতল অস্ট্রেলিয়ার

    ৯ উইকেটে ইন্দোর টেস্ট জিতল অস্ট্রেলিয়া। অজি শিবিরে খুশির হাওয়া।

  • 03 Mar 2023 10:39 AM (IST)

    ১৬ ওভারে ৬১ রান

    ১৬ ওভারে ৬১ রান অস্ট্রেলিয়ার। জয়ের জন্য মাত্র ১৫ রান প্রয়োজন।

  • 03 Mar 2023 10:17 AM (IST)

    ১০ ওভারে অস্ট্রেলিয়া ১৩-১

    ১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার ঝুলিতে ১ উইকেট হারিয়ে ১৩ রান।

  • 03 Mar 2023 09:37 AM (IST)

    শুরুতেই উইকেট

    এই সূচনার প্রয়োজন ছিল ভারতের। উসমান খোয়াজাকে দ্বিতীয় বলেই ফিরিয়ে সেই সূচনা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া বিনা খাতা খুলেই হারাল ১ উইকেট।

  • 03 Mar 2023 09:35 AM (IST)

    শুরু তৃতীয় দিনের খেলা

    তৃতীয় দিনের খেলা শুরু। ক্রিজে উসমান খোয়াজা এবং ট্র্যাভিস হেড। বোলিং শুরু অশ্বিনের।

  • 03 Mar 2023 09:02 AM (IST)

    কী বার্তা ছিল?

  • 03 Mar 2023 09:00 AM (IST)

    শতবর্ষ পুরনো রেকর্ড ভাঙার সুযোগ

    রোহিতদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি।

    পড়ুন বিস্তারিত: পুঁজি ৭৬ রান, ১৪১ বছরের রেকর্ড ভাঙতে পারবেন রোহিতরা?

  • 03 Mar 2023 08:31 AM (IST)

    মিরাকল কি ঘটবে?

    অস্ট্রেলিয়ার চাই মাত্র ৭৬ রান। ভারতের চাই ১০ উইকেট। কাজটা ভীষণ কঠিন। তবু লড়াই করার বার্তা দিয়ে রেখেছে ভারতীয় শিবির।