ইন্দোর:বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে প্রথম দিনের শেষে ব্যাকফুটে ছিল ভারতীয় দল। সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারল না ভারত। মাত্র আড়াই দিনেই ইন্দোর টেস্টে ৯ উইকেটে হার ভারতের। নাথান লিয়ঁ, ম্যাথু কুহনেম্যানদের দাপটে দুই ইনিংসেই স্কোর বোর্ডে তেমন রান তুলতে পারেনি ভারত। সেটাই কাল হল। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একমাত্র অর্ধশতরান চেতেশ্বর পূজারার। ব্যাটে-বলে টিম ইন্ডিয়াকে টেক্কা দিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ এখন ২-১।
১. তৃতীয় দিনের অস্ট্রেলিয়ার ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন
২. শূন্য রানে আউট হন উসমান খোয়াজা
৩. তাতে অস্ট্রেলিয়ার জিততে সমস্যা হল না
৪. ট্রাভিস হেড অপরাজিত ৫৩ বলে ৪৯ রান করেন
৫. ৫৮ বলে অপারজিত ২৮ রান মার্নাস লাবুশেনের
৬. ভারত ইন্দোর টেস্ট হারল ৯ উইকেটে
৭. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করল অস্ট্রেলিয়া
ইন্দোর টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। ভারতের অপেক্ষা বাড়ল।
৯ উইকেটে ইন্দোর টেস্ট জিতল অস্ট্রেলিয়া। অজি শিবিরে খুশির হাওয়া।
১৬ ওভারে ৬১ রান অস্ট্রেলিয়ার। জয়ের জন্য মাত্র ১৫ রান প্রয়োজন।
১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার ঝুলিতে ১ উইকেট হারিয়ে ১৩ রান।
এই সূচনার প্রয়োজন ছিল ভারতের। উসমান খোয়াজাকে দ্বিতীয় বলেই ফিরিয়ে সেই সূচনা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া বিনা খাতা খুলেই হারাল ১ উইকেট।
তৃতীয় দিনের খেলা শুরু। ক্রিজে উসমান খোয়াজা এবং ট্র্যাভিস হেড। বোলিং শুরু অশ্বিনের।
বিস্তারিত পড়ুন: রোহিতের ‘কড়া’ বার্তা পৌঁছল মাঠে, পরের বলেই ছক্কা পূজারার!
রোহিতদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি।
পড়ুন বিস্তারিত: পুঁজি ৭৬ রান, ১৪১ বছরের রেকর্ড ভাঙতে পারবেন রোহিতরা?
অস্ট্রেলিয়ার চাই মাত্র ৭৬ রান। ভারতের চাই ১০ উইকেট। কাজটা ভীষণ কঠিন। তবু লড়াই করার বার্তা দিয়ে রেখেছে ভারতীয় শিবির।