IND vs ENG, ICC World Cup 2023 Highlights: ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতে সিংহাসন ফিরে পেল ভারত

| Edited By: | Updated on: Oct 29, 2023 | 9:40 PM

India vs England, ICC world Cup 2023 Live Score Updates: আজ বিরাট কোহলিকে (Virat Kohli)কাছে সুষোগ থাকবে ২ পয়েন্ট বাড়িয়ে, ১২ পয়েন্ট নিয়ে ফের প্রথম স্থান ফিরে পাওয়ার। অন্যদিকে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। বিশ্বকাপ ইংল্যান্ড এক কথায় এ বার হতশ্রী ভাগ্য় নিয়ে বিশ্বকাপে এসেছে। পাঁচ ম্যাচের মাত্র একটিতে সাফল্য বেন স্টোকসদের (Ben Stokes)।

IND vs ENG, ICC World Cup 2023 Highlights: ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতে সিংহাসন ফিরে পেল ভারত
ভারত বনাম ইংল্য়ান্ড

লখনউ: বিশ্বকাপে হাফডজন ম্যাচ জিতল রোহিত শর্মার ভারত। টস জিতে লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে টিম ইন্ডিয়া। মাত্র ২৩০ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডকে থামাতে নামে ভারত। তাতে জ্বলে ওঠেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরারা। ৩৪.৫ ওভারে ১২৯ রান তুলে গুটিয়ে যায় ইংল্যান্ড। যার ফলে ১০০ রানে এই ম্যাচ জিতে নিলেন রোহিত-বিরাটরা। ৪টি উইকেট নেন সামি, ৩টি উইকেট বুমরার, ২টি উইকেট নেন কুলদীপ আর একটি উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ইংল্যান্ডকে হারানোর ফলে ফের বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষস্থান ফিরে পেল ভারত। এই ম্যাচের হাইলাইটসের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Oct 2023 09:29 PM (IST)

    ICC World Cup: ভারতের হাফডজন জয়

    বোর্ডে মাত্র ২২৯ রান। সামনে গত বারের চ্যাম্পিয়ন। ফর্মে না থাকলেও ইংল্য়ান্ড যে কোনও সময়ই ভয়ঙ্কর। আর এত কম রানের পুঁজি নিয়ে তাদের আটকানো সহজ নয়। কিন্তু সেটাই এত সহজ হবে, বুমরা-সামি জুটিতে বোলিংয়ের আগে বোঝা যাচ্ছিল না। রান তাড়ায় দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। মনে হচ্ছিল, লখনউয়ে অবশেষে ‘হাসি’ ফিরবে ইংল্যান্ড প্লেয়ারদের মুখে। তবে মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরা জুটির হাড়হিম করা বোলিং, মাঝের ওভারে কুলদীপ-জাডেজার ধারাবাহিকতা, ভারতকে ১০০ রানের বিশাল জয় এনে দিল।

    পড়ুন বিস্তারিত: IND vs ENG Match Report: সামি-বুমরা জুটিতে হাড়হিম করা বোলিং, সেমিফাইনালে এক পা ভারতের

  • 29 Oct 2023 09:22 PM (IST)

    ICC World Cup: ১০০ রানে জয়ী ভারত

    ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতল রোহিত শর্মার ভারত। একইসঙ্গে পয়েন্ট টেবলে শীর্ষস্থান ফিরে পেল মেন ইন ব্লু।

  • 29 Oct 2023 09:16 PM (IST)

    ICC World Cup: সামির চতুর্থ সাফল্য

    আজ লখনউয়ে এই নিয়ে চতুর্থ উইকেট নিলেন মহম্মদ সামি। ৩৪তম ওভারের শেষ বলে সামি তুলে নিলেন আদিল রশিদের উইকেট। একেবারে স্টাম্প ছিটকে দেন সামি।

  • 29 Oct 2023 08:55 PM (IST)

    ICC World Cup: লিভিংস্টোনকে ফেরালেন কুলদীপ

    ইংল্যান্ড শিবিরে পরপর ধাক্কা দিচ্ছেন ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব তুলে নিলেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। ২৭ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 29 Oct 2023 08:26 PM (IST)

    ICC World Cup: মইন আউট

    ২৩.১ ওভারে মইন আলির উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ৩১ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন মইন আলি।

  • 29 Oct 2023 07:56 PM (IST)

    ICC World Cup: বাটলারকে ফেরালেন কুলদীপ

    ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারকে ফেরালেন কুলদীপ যাদব। মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরলেন বাটলার। ১৬ ওভারের প্রথম বলে পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডের এখনও প্রয়োজন ১৭৮ রান।

  • 29 Oct 2023 07:25 PM (IST)

    ICC World Cup: জ্বলে উঠলেন সামি

    অষ্টম ওভারের শেষ বলে বেন স্টোকসের উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সামি। এ বার দশম ওভারের প্রথম বলে সামি তুলে নিলেন জনি বেয়ারস্টোর উইকেট। ১৪ রান করে মাঠ ছাড়লেন বেয়ারস্টো।

  • 29 Oct 2023 07:16 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন স্টোকস

    বেন স্টোকসকে ফেরালেন মহম্মদ শামি। শূন্য় হাতেই ফিরলেন তিনি।

  • 29 Oct 2023 06:59 PM (IST)

    ICC ODI World Cup 2023: পর-পর উইকেটের দেখা পেলেন বুমরা

    প্রথমে মালান ও পরে জো রুটকে ফেরালেন বুমরা।

  • 29 Oct 2023 06:56 PM (IST)

    ICC ODI World Cup 2023: উইকেট হারাল ইংল্যান্ড

    ১৬ রানের মাথায় ডেভিড মালানকে ফেরালেন বুমরা।

  • 29 Oct 2023 06:26 PM (IST)

    ICC ODI World Cup 2023: ইংল্যান্ডের ইনিংস শুরু

    রান তাড়া করতে নামল জস বাটলার, বেন স্টোকসরা।

  • 29 Oct 2023 05:58 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শেষ

    জিততে হলে বাটলারদের চাই ২৩০ রান।

  • 29 Oct 2023 05:39 PM (IST)

    ICC ODI World Cup 2023: ব্যর্থ সূর্য্য

    হাল ধরতে নেমে ফিরলেন সূর্য্যকুমার যাদব।

  • 29 Oct 2023 05:08 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন জাডেজা

    হাল ধরতে এসে মাতের ৮ রান করেই ফিরলেন জাডেজা।

  • 29 Oct 2023 04:52 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন রোহিত!

    লিভিংস্টোনের অনবদ্য ক্যাচ। শতরানের মুখ থেকে ফিরলেন রোহিত। ১০১ বলে ৮৭ করেই প্যাভিলিয়নের দিকে এগিয়ে যান হিট ম্যান।

  • 29 Oct 2023 04:20 PM (IST)

    ICC ODI World Cup 2023: চাপে ভারত!

    ফের উইকেট। এ বার ফিরলেন লোকেশ রাহুল। তাঁকে ফেরালেন উইলি।

  • 29 Oct 2023 03:55 PM (IST)

    ICC ODI World Cup 2023: হাফ সেঞ্চুরি রোহিতের

    ৬৬ বলে হাফ সেঞ্চুরি এল রোহিত শর্মার ব্যাটে।

  • 29 Oct 2023 02:56 PM (IST)

    ICC ODI World Cup 2023: ফিরলেন শ্রেয়স

    ফের ধাক্কা ভারতীয় শিবিরে। এ বার ফিরলেন  শ্রেয়স আইয়ার। তাঁকে ফেরালেন ক্রিস ওকস।

  • 29 Oct 2023 02:34 PM (IST)

    ICC World Cup: শূন্যে ফিরলেন বিরাট

    ডেভিড উইলি তুলে নিলেন বিরাট কোহলির উইকেট। সহজ ক্যাচ বেন স্টোকসের। কোহলিকে ফিরিয়ে বিরাট উচ্ছ্বসিত দেখায় উইলিকে। তিনি জানেন কত বড় উইকেট তুলে নিলেন তিনি। শূন্যে ফিরলেন বিরাট।

  • 29 Oct 2023 02:20 PM (IST)

    ICC World Cup: শুভমন আউট

    চতুর্থ ওভারের শেষ বলে ভারতীয় ওপেনার শুভমন গিলকে ফেরালেন ক্রিস ওকস। ৯ রান করে ফিরলেন শুভমন।

  • 29 Oct 2023 02:01 PM (IST)

    ICC ODI World Cup 2023: ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে   শুভমন গিল ও রোহিত শর্মা।

  • 29 Oct 2023 02:00 PM (IST)

    ICC ODI World Cup 2023: দুই দলের একাদশ

    বিস্তারিত পড়ুন: টসের পর কী বলছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা?

  • 29 Oct 2023 01:34 PM (IST)

    ICC ODI World Cup 2023: টস আপডেট

    টস জিতে রোহিতদের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংলিশ অধিনায়ক জস বাটলারের।

  • 29 Oct 2023 01:16 PM (IST)

    ICC ODI World Cup 2023: চাপে ভারত!

    বিস্তারিত পড়ুন: ফের চোট আতঙ্ক ভারতীয় শিবিরে, ইংল্যান্ডের বিরুদ্ধে কি নেই রোহিত শর্মা?

  • 29 Oct 2023 01:02 PM (IST)

    ICC ODI World Cup 2023: কেমন হবে আজ ভারতের লড়াই?

    বিস্তারিত পড়ুন: নবাবের শহরে ছয়ে ছয় করার লক্ষ্যে ভারত, মরণ-বাঁচন ম্যাচ ইংল্যান্ডের

Published On - Oct 29,2023 1:00 PM

Follow Us: