AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs New Zealand, ODI WC Semi Final Highlights: সুপার সেভেন সামি, অপরাজিত ভারত ফাইনালে

| Edited By: | Updated on: Nov 15, 2023 | 11:41 PM
Share

IND vs NZ, ICC Men’s ODI world cup live updates:২০ বছরের খরা কাটিয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। এ বার লক্ষ্য সেমিফাইনাল। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালের ক্ষত এখনও দগদগে ভারতের। সে বার সেমিফাইনালে কিউয়িদের কাছে হেরে শেষ হয় টিম ইন্ডিয়ার বিশ্বকাপ সফর। এ বার সেই অতীতের বদলা নিতে মরিয়া মেন ইন ব্লু। চলতি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত হলেও, প্রতিপক্ষ নিউজিল্যান্ড কোনও দিক থেকেই কম যায় না। তাই কিউয়িদের বিরুদ্ধে লড়াইটা যে কঠিন হতে চলেছে তা ভালোই জানেন রোহিত শর্মারা।

India vs New Zealand, ODI WC Semi Final Highlights: সুপার সেভেন সামি, অপরাজিত ভারত ফাইনালে
ভারত বনাম নিউজিল্যান্ড

মুম্বই: অন্তিম লগ্নে তেইশের বিশ্বকাপ। ট্রফি থেকে আর এক ধাপ দূরে ভারত। এক যুগ আগে ওয়াংখেড়েতে দ্বিতীয় বার ওডিআই বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারত। সেই মাঠেই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। ২০ বছরের খরা কাটিয়ে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত। সাময়িক চাপে পড়লেও ৭০ রানের বড় জয়ে ফাইনালও নিশ্চিত করলেন রোহিতরা। ২০১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল বিরাটের ভারত। ওয়াংখেড়েতে বিরাট কোহলির রেকর্ড সেঞ্চুরি, সামির সাত উইকেটে অনবদ্য জয় টিম ইন্ডিয়ার। তেইশের বিশ্বকাপে প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিল ভারত। এ বার অপেক্ষা প্রতিপক্ষর। পরবর্তী লক্ষ্য অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া। সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের লাইভ আপডেট TV9 Bangla Sports-এর এই এই লিঙ্কে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Nov 2023 11:13 PM (IST)

    ICC World Cup: সুপার সামি

    দ্রুততম হাফসেঞ্চুরিতে সামি। বিশ্বকাপে মাত্র ১৭ ইনিংসেই পেরিয়ে গেলেন ৫০ উইকেটের মাইলফলক। বিস্তারিত পড়ুনবিশ্বকাপে দ্রুততম ‘হাফসেঞ্চুরি’ মহম্মদ সামির

  • 15 Nov 2023 10:36 PM (IST)

    ICC World Cup: সবার ওপরে সামি!

    তেইশের বিশ্বকাপে ইতিমধ্যেই ২৩! উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে সামি। এক যুগ পর ফাইনালে ভারত। বিস্তারিত পড়ুন: সামির সাত, ম্যাচ ‘টার্ন’ করালেন কুলদীপ; এক যুগ পর ফাইনালে ভারত

  • 15 Nov 2023 10:26 PM (IST)

    ICC World Cup: সামির ছয়

    ভারতের দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে ৬ উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ সামি। ভারতের চাই এক উইকেট।

  • 15 Nov 2023 10:11 PM (IST)

    ICC World Cup: সামির ফাইফার

    একের পর এক ক্যাচ নিয়ে মুগ্ধ করছেন জাড্ডু। ফাইফার মহম্মদ সামির। ১৩৪ রানের দুরন্ত ইনিংসের পর মাঠ ছাড়লেন ড্যারেল মিচেল।

  • 15 Nov 2023 10:02 PM (IST)

    ICC World Cup: চ্যাপম্যান আউট

    মার্ক চ্যাপম্যানের উইকেট তুলে নিলেন কুলদীপ যাদব। বাউন্ডারি লাইনের সামনে ফের দুরন্ত ক্যাচ রবীন্দ্র জাডেজা।

  • 15 Nov 2023 09:56 PM (IST)

    ICC World Cup: ফিলিপস আউট

    গ্লেন ফিলিপসের উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। বাউন্ডারি লাইনের সামনে দুরন্ত ক্যাচ রবীন্দ্র জাডেজার। ৪১ রান করে মাঠ ছাড়লেন গ্লেন ফিলিপস। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিলেন বুমরা।

  • 15 Nov 2023 09:45 PM (IST)

    ICC World Cup: উইকেটের খোঁজে ভারত

    ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জুটি জমাট হচ্ছে। ৪১তম ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৮৬।

  • 15 Nov 2023 09:19 PM (IST)

    ICC World Cup: ৮৪ বলে আর কিউয়িদের চাই ১৬৭ রান

    • কিউয়িদের ইনিংসের ৩৬ ওভারের খেলা শেষ
    • এর মধ্যে ৪ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ২৩১ রান
    • ড্যারেল মিচেল রয়েছেন ১০৫ রান আর গ্লেন ফিলিপস রয়েছেন ৬ রানে
    • জিততে হলে এখনও কিউয়িদের তুলতে হবে ৮৪ বলে ১৬৭ রান
  • 15 Nov 2023 08:58 PM (IST)

    ICC World Cup: ফের উইকেট সামির

    বিশ্বকাপে মহম্মদ সামির উইকেটের হাফসেঞ্চুরি। এক ওভারে কিউয়িদের জোড়া ধাক্কা দিলেন সামি।

  • 15 Nov 2023 08:53 PM (IST)

    ICC World Cup: কেনকে ফেরালেন সামিই

    নতুন স্পেলের শুরুতেই উইকেট সামির। উইলিয়ামসনের ক্যাচ ফেলেছিলেন। অবশেষে তিনিই ফেরালেন কিউয়ি নেতাকে। ফ্লিক করেছিলেন উইলিয়ামসন। ডিপ স্কোয়ার লেগে ক্যাচ নেন সূর্যকুমার যাদব। ৬৮ রান করে আউট কেন।

  • 15 Nov 2023 08:52 PM (IST)

    ICC World Cup: মিচেলের সেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে সেঞ্চুরি ড্যারেল মিচেলের। ৮৫ বলে শতরান পূর্ণ করলেন মিচেল।

  • 15 Nov 2023 08:34 PM (IST)

    ICC World Cup: কেনের ক্যাচ মিস সামির

    কেন উইলিয়ামসনের ক্যাচ মিস করলেন মহম্মদ সামি। এই সময় ৫১ রানে ছিলেন কিউয়ি নেতা। ভারত উইকেট পেলে ম্যাচের মোড় ঘুরত। কিন্তু আপাতত অপেক্ষা বাড়ল।

  • 15 Nov 2023 08:20 PM (IST)

    ICC World Cup: ক্যাপ্টেন কেনের হাফসেঞ্চুরি

    নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 15 Nov 2023 08:10 PM (IST)

    ICC World Cup: মিচেলের হাফসেঞ্চুরি

    ৪৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ড্যারেল মিচেল। ধীরে ধীরে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে কিউয়িরা।

  • 15 Nov 2023 08:04 PM (IST)

    ICC World Cup: কিউয়িদের ২১ ওভারের খেলা শেষ

    ২১ ওভার শেষে নিউজিল্যান্ড পৌঁছেছে ২ উইকেট হারিয়ে ১৩৩ রানে। ক্রিজে কেন উইলিয়ামসন (৩৪*) ও ড্যারেল মিচেল (৪৮*)। ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছেন কিউয়িরা।
  • 15 Nov 2023 07:46 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ১৭ ওভার শেষে

    কেন উইলিয়ামসন ও ড্যারল মিচেলের কাঁধে ভর দিয়ে এগোচ্ছে নিউজিল্যান্ড। ১৭ ওভার শেষে কিউয়িদের ঝুলিতে ১০৪ রান। উইকেট হারিয়েছে ২ টি।

  • 15 Nov 2023 07:30 PM (IST)

    ICC World Cup: মিচেল-কেন জুটিতে এগোচ্ছে কিউয়িরা

    জোড়া উইকেট হারানোর পর ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামস জুটিতে এগিয়ে চলেছে নিউজিল্যান্ড। লক্ষ্য থেকে এখনও অনেকটাই দূরে কিউয়িরা।

  • 15 Nov 2023 07:16 PM (IST)

    ICC World Cup: কিউয়িদের প্রথম পাওয়ার প্লে শেষ

    নিউজিল্যান্ডের প্রথম পাওয়ার প্লে শেষ। প্রথম ১০ ওভারে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে তুলেছে ৪৬ রান। কেন উইলিয়ামসন রয়েছেন ৪ রানে। ড্যারেল মিচেল ব্যাট করছেন ১ রানে। জিততে হলে এখনও ৩৫২ রান তুলতে হবে নিউজিল্যান্ডকে।

  • 15 Nov 2023 07:02 PM (IST)

    ICC World Cup: রাচিন আউট

    চলতি বিশ্বকাপে ভালো ছন্দে রয়েছেন কিউয়ি তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র। সেমিফাইনালে অবশ্য তাঁর ব্যাট চলল না। ১৩ রান করে মাঠ ছাড়লেন রাচিন।

  • 15 Nov 2023 06:48 PM (IST)

    ICC World Cup: কনওয়েকে ফেরালেন সামি

    মহম্মদ সামি বল হাতে নিয়েই সফল। ফেরালেন ডেভন কনওয়েকে। ষষ্ঠ ওভারের প্রথম বলেই সামি তুলে নিলেন কিউয়ি ওপেনারের উইকেট। ১৩ রানে মাঠ ছাড়লেন কনওয়ে।

  • 15 Nov 2023 06:47 PM (IST)

    ICC World Cup: ৫ ওভারে কিউয়িরা ৩০/০

    নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছে কিউয়িরা।

  • 15 Nov 2023 06:36 PM (IST)

    ICC World Cup: উইকেটের খোঁজে ভারত

    এগিয়ে চলেছে কিউয়িদের ওপেনিং জুটি। উইকেটের খোঁজে ভারত। ৩ ওভারে ১৯ রান তুলেছে কিউয়িরা। জিততে হলে এখনও নিউজিল্যান্ডকে তুলতে হবে ৩৭৯ রান। কনওয়ে রয়েছেন ১২ রানে। রাচিন রয়েছেন ৪ রানে।

  • 15 Nov 2023 06:21 PM (IST)

    ICC World Cup: রান তাড়া করতে নামল কিউয়িরা

    ফাইনালের টিকিট পেতে হলে কিউয়িদের তুলতে হবে ৩৯৮ রান। ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। বোলিংয়ে সূচনায় জসপ্রীত বুমরা।

  • 15 Nov 2023 06:07 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: নিউজিল্যান্ডকে কীভাবে বড় রানের লক্ষ্য দিল ভারত?

    বিস্তারিত পড়ুন: বিরাট-শ্রেয়সের জোড়া সেঞ্চুরিতে কিউয়িদের ৩৯৮ টার্গেট দিল ভারত

  • 15 Nov 2023 05:53 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: কিউয়িদের বড় রানের টার্গেট দিল ভারত

    নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্য দিয়ে শেষ হল ভারতের ইনিংস।

  • 15 Nov 2023 05:45 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ফিরলেন শ্রেয়স

    ৭০ বলে ১০৫ রান করে ফিরলেন শ্রেয়স। তাঁকে ফেরালেন ট্রেন্ট বোল্ট।

  • 15 Nov 2023 05:36 PM (IST)

    ICC World Cup: শ্রেয়সের শতরান

    কিউয়িদের বিরুদ্ধে দুরন্ত শতরান করলেন শ্রেয়স আইয়ার। ৬৭ বলে শতরান পূর্ণ হল শ্রেয়সের।

  • 15 Nov 2023 05:33 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ‘বিরাটময়’ গ্যালারিতে শুধুই উচ্ছ্বাস!

    পড়ুন বিস্তারিত : ঈশ্বরের সামনেই তাঁকে ছাপিয়ে ইতিহাসের পাতায় বিরাট কোহলি

  • 15 Nov 2023 05:21 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: আউট কোহলি

    লক্ষ্য পূরণ করে ফিরলেন কোহলি। ১১৭ রান করে প্যাভিলিয়নের দিকে এগিয়ে গেলেন কিং।

  • 15 Nov 2023 05:08 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: শতরান কোহলির!

    লক্ষ্য পূরণ। শতরান করলেন বিরাট। সচিন তেন্ডুলকরকে সাক্ষী রেখে তাঁকে ছাপিয়ে গেলেন কোহলি। বিরাটের মুকুটে জুড়ল নয়া পালক। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক শতরানের রেকর্ড এখন কোহলির।

  • 15 Nov 2023 04:45 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ৩৬ ওভার শেষে

    ৩৬ ওভার শেষে ভারতের ঝুলিতে ২৬৮ রান।

  • 15 Nov 2023 04:02 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: হাফ সেঞ্চুরি বিরাটের

    লক্ষ্যের দিকে এগোচ্ছেন বিরাট। ৫৯ বলে হাফ সেঞ্চুরি এল কোহলির ব্যাটে।

  • 15 Nov 2023 03:47 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: মাঠ ছাড়লেন গিল

    ম্যাচ চলাকালীন ক্র্যাম্পের সমস্যার সম্মুখীন হলেন গিল। তাঁর পরিবর্তে মাঠে নামলেন শ্রেয়স আইয়ার।

  • 15 Nov 2023 03:32 PM (IST)

    ICC World Cup: ২০ ওভারে ভারত ১৫০/১

    • ভারতের ইনিংসের ২০ ওভারের খেলা শেষ
    • শুরুর ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫০ রান তুলেছে টিম ইন্ডিয়া
    • বিরাট-শুভমন জুটি টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে
  • 15 Nov 2023 03:09 PM (IST)

    ICC World Cup: ভারতের ইনিংসের ১৫ ওভার শেষ

    • ভারতের ইনিংসের ১৫ ওভারের খেলা শেষ
    • শুরুর ১৫ ওভারের মধ্যে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত
    • ১৫ ওভারে টিম ইন্ডিয়া তুলেছে ১১৮ রান
    • ক্রিজে শুভমন গিল ৫২* বিরাট কোহলি ১৬*
  • 15 Nov 2023 03:04 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: হাফ সেঞ্চুরি গিলের

    ৪১ বলে হাফ সেঞ্চুরি এল শুভমন গিলের ব্য়াটে।

  • 15 Nov 2023 02:42 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: প্রথম উইকেট হারাল ভারত

    হাফ সেঞ্চুরি থেকে মাত্র ৩ রানের দূরত্বে ছিলেন। ছক্কা হাঁকাতে গিয়ে সাউদির বলে, কেন উইলিয়ামসনের হাতে ধরা দিলেন রোহিত।

  • 15 Nov 2023 02:26 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ওয়াংখেড়েতে চাঁদের হাট

    ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথে হাজির ডেভিড বেকহাম। সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির সঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল তাঁকে।

  • 15 Nov 2023 02:02 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে চেনা রোহিত-গিল জুটি।

  • 15 Nov 2023 01:52 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: দুই দলের একাদশ

    বিস্তারিত পড়ুন: বিশ্বকাপের মহারণে টস জিতলেন রোহিত, কিউয়িদের বড় টার্গেট দেওয়াই লক্ষ্য

  • 15 Nov 2023 01:33 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: টস আপডেট

    টস জিতে কিউয়িদের ফিল্ডিংয়ে পাঠালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

  • 15 Nov 2023 01:24 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: উৎসবের মেজাজে ওয়াংখেড়ে

    উৎসবের মেজাজে ওয়াংখেড়ে। ভারতের হয়ে গলা ফাটাতে হাজির ভক্তরা।

  • 15 Nov 2023 01:18 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: ওয়াংখেড়েতে হাজির ডেভিড বেকহাম

    ভারত-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে ওয়াংখেড়েতে ডেভিড বেকহাম। সচিন তেন্ডুলকরের সঙ্গে ঘুরে দেখলেন মাঠ।

  • 15 Nov 2023 01:13 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: কী কী রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাটরা?

    বিস্তারিত পড়ুন: ওয়াংখেড়েতে মেন ইন ব্লু ও কিউয়িদের দ্বৈরথে হতে পারে যে রেকর্ডগুলি…

  • 15 Nov 2023 01:09 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: সেমিফাইনালের আগে কতটা চাপে রোহিত?

    বিস্তারিত পড়ুন: ‘আন্ডারডগ’ প্রতিপক্ষ, প্রত্যাশার চাপ, পরিসংখ্যান; কতটা প্রস্তুত রোহিত?

  • 15 Nov 2023 01:01 PM (IST)

    ICC ODI World Cup Semi Final 2023: কিউয়িদের বিরুদ্ধে কেমন হবে ভারতের লড়াই?

    বিস্তারিত পড়ুন: ভয়ডরহীন ক্রিকেটই ভারতের ভরসা, ভয়ও!

Published On - Nov 15,2023 12:54 PM