IND vs SL Preview: ব্যাটারদের জন্য স্বস্তির খবর, কড়া সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীর!

Aug 07, 2024 | 1:00 AM

India vs Sri Lanka 3rd ODI: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে শ্রীলঙ্কা। তাদের ইতিহাস গড়ার সুযোগ। ১৯৯৭ সালের পর ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হারাতে পারেনি শ্রীলঙ্কা। আজ জিতলেই সিরিজ শ্রীলঙ্কার। ২৭ বছর পর ভাঙাচোরা শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার সামনে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ হার বাঁচাতে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারেন কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিত শর্মা।

IND vs SL Preview: ব্যাটারদের জন্য স্বস্তির খবর, কড়া সিদ্ধান্ত নেবেন গৌতম গম্ভীর!
Image Credit source: BCCI

Follow Us

ব্যাটারদের জন্য কিছুটা স্বস্তির খবর। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামেই তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে। যদিও একই পিচে নয়। প্রথম দুটি ওয়ান ডে হয়েছে একই পিচে। কিছুদিন আগে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের খেলাও ছিল। পরপর দু-ম্যাচ হওয়ায়, দ্বিতীয় ম্যাচের পিচে স্পিনাররা বেশি সুবিধা পেয়েছেন। শ্রীলঙ্কা মাত্র এক পেসার খেলিয়েছিল দ্বিতীয় ওডিআইতে। তৃতীয় ওয়ান ডে অন্য একটি পিচে হবে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচ হলেও এই সিরিজে অব্যবহৃত পিচ। ফলে পুরোপুরি র‌্যাঙ্ক টার্নার হবে না বলেই প্রত্যাশা। ভারতীয় ব্যাটারদের কাছে কিছুটা হলেও স্বস্তির। তেমনই লজ্জার সিরিজ হার বাঁচাতে আজ কিছু কড়া সিদ্ধান্তও নিতে পারেন কোচ গৌতম গম্ভীর।

প্রথম ওয়ান ডে ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। বোর্ডে ২৩১ রানের টার্গেট, প্রথম দশ ওভারেই ৭১ রান, সেখান থেকে ম্যাচ টাই। মিডল ও লোয়ার অর্ডার চাপ নিতে ব্যর্থ। স্পিনের ফাঁদে খাবি খেয়েছে ভারত। টাই হয়েছে ম্যাচ। দ্বিতীয় ওয়ান ডে-তে ভারতের স্লগ ওভার বোলিং হতাশার হয়েছে। শেষ ১০ ওভারে ৭৯ রান তুলেছে শ্রীলঙ্কা। ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৪১। রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে আবারও দুর্দান্ত শুরু ভারতের। কিন্তু মিডল ও লোয়ার অর্ডারে একই ঘটনার পুনরাবৃত্তি এবং ম্যাচ হার।

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। তাদের কাছে ইতিহাস গড়ার সুযোগ। ১৯৯৭ সালের পর ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হারাতে পারেনি শ্রীলঙ্কা। এ বার সেই সুযোগ। আজ জিতলেই সিরিজ শ্রীলঙ্কার। ২৭ বছর পর ভাঙাচোরা শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার সামনে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ হার বাঁচাতে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারেন কোচ গৌতম গম্ভীর ও ক্যাপ্টেন রোহিত শর্মা।

প্রথম দু-ম্যাচেই ফ্লপ শিবম দুবে। তাঁকে বোলিংয়েও যে খুব একটা কাজে লাগছে তা নয়। একই পিচে ম্যাচ না হলেও চরিত্র যে অনেকটা এক থাকবে বলাই যায়। শিবম দুবের জায়গায় রিয়ান পরাগকে এনে একটা সারপ্রাইজ দিতে পারেন গম্ভীররা। মিডল অর্ডার ব্যর্থতা থেকে আরও একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বাঁ হাতি কিপার ব্যাটার ঋষভ পন্থ। প্র্যাক্টিসে বাড়তি নজরে দেখা গিয়েছে তাঁকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। শিবম বাদ পড়লে মিডল অর্ডারে এক বাঁ হাতি প্রয়োজন। সে কারণেই লোকেশ রাহুলের জায়গায় ঋষভকে খেলানোর সম্ভাবনা প্রবল। তাঁর পাওয়ার হিটিংয়ে যদি একটা ক্যামিও ইনিংসও খেলতে পারেন, সেটাই গুরুত্বপূর্ণ হতে দাঁড়াবে।

ভারতের বড় চিন্তা স্লগ ওভার বোলিং নিয়েও। মহম্মদ সিরাজ কিংবা অর্শদীপ, কেউ ছাপ ফেলতে পারছেন না। নতুন বলেও যে খুব একটা কার্যকরী ভূমিকা নিতে পেরেছেন তাও নয়। আর সে কারণেই অর্শদীপ কিংবা সিরাজকে বিশ্রাম দিয়ে হর্ষিত রানাকে খেলানো হতে পারে। এই তরুণ পেসারের স্লগ ওভার বোলিং নজর কাড়া। স্নায়ুর চাপ ধরে রাখার ক্ষেত্রেও দক্ষতা প্রমাণ করেছেন। অর্শদীপ কিংবা সিরাজের ব্যাটের হাত ভালো নয়। প্রথম ম্যাচে ভারত যে পরিস্থিতিতে ছিল ১৫ বল ১ রান ২ উইকেট। সেখান থেকে টাই হয়েছে ম্যাচ। এই দুই পেসারের তুলনায় ব্যাটের হাতও ভালো হর্ষিতের। এই অঙ্ক থেকেই মনে করা হচ্ছে, তিনটি কড়া সিদ্ধান্ত নিতে পারেন গুরু-গম্ভীর। আর স্পিন সহায়তা করলে ব্যাক আপ হিসেবে স্লগ ওভারে থাকছেন রিয়ানও!

শ্রীলঙ্কা বনাম ভারত, দুপুর ২.৩০, সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভ অ্যাপে স্ট্রিমিং

Next Article