Shubman Gill: ২৪ বছর বয়সে কত কোটির সম্পত্তি বানিয়েছেন শুভমন গিল?

Shubman Gill's net Worth: টিম ইন্ডিয়ার তারকা ওপেনার শুভমন গিলের খুঁটিনাটি জানার আগ্রহ রয়েছে একাধিক ক্রিকেট প্রেমীর। 'ভারতীয় ক্রিকেটের প্রিন্স' শুভমন গিলের মোট সম্পত্তির পরিমাণ জানেন? বছর ২৪। আর এই অল্প বয়সেই কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন শুভমন গিল। এ বার চব্বিশের আইপিএলে টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলকে নতুন ভূমিকায় দেখা যাবে। কারণ, গুজরাট টাইটান্সের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছেন তিনি।

| Edited By: | Updated on: Dec 02, 2023 | 7:30 AM
 ভারতের তরুণ ওপেনার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে তাঁর অনুরাগীদের জানার অন্ত নেই। তাঁর ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব নিয়েই ক্রিকেট প্রেমীরা আলোচনা করে থাকেন। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

ভারতের তরুণ ওপেনার শুভমন গিলকে (Shubman Gill) নিয়ে তাঁর অনুরাগীদের জানার অন্ত নেই। তাঁর ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন সব নিয়েই ক্রিকেট প্রেমীরা আলোচনা করে থাকেন। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

1 / 8
এই হ্যান্ডসাম হাঙ্কের বয়স ২৪। আর চব্বিশে বছরেই তিনি কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

এই হ্যান্ডসাম হাঙ্কের বয়স ২৪। আর চব্বিশে বছরেই তিনি কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ কত জানেন? (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

2 / 8
StockGro-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকা। ক্রিকেট থেকে তাঁর প্রাপ্তি ১১ কোটি ২৪ লক্ষ টাকা। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

StockGro-র রিপোর্ট অনুযায়ী ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিলের মোট সম্পত্তির পরিমাণ ৩২ কোটি টাকা। ক্রিকেট থেকে তাঁর প্রাপ্তি ১১ কোটি ২৪ লক্ষ টাকা। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

3 / 8
শুভমন গিল বিসিসিআইয়ের 'বি' গ্রেড স্যালারি (৩ কোটি টাকা) পান। আইপিএল থেকে পান ৮ কোটি টাকা। টি-টোয়েন্টি থেকে ৩ লক্ষ এবং টেস্ট ও ওডিআই থেকে যথাক্রমে শুভমন পান ১৫ লক্ষ ও ৬ লক্ষ টাকা। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

শুভমন গিল বিসিসিআইয়ের 'বি' গ্রেড স্যালারি (৩ কোটি টাকা) পান। আইপিএল থেকে পান ৮ কোটি টাকা। টি-টোয়েন্টি থেকে ৩ লক্ষ এবং টেস্ট ও ওডিআই থেকে যথাক্রমে শুভমন পান ১৫ লক্ষ ও ৬ লক্ষ টাকা। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

4 / 8
টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলের দুটি লাক্সারি গাড়ি (রেঞ্জ রোভার এসইউভি ও মাহিন্দ্রা থার) রয়েছে। যার দাম ১-১.৫ কোটি টাকা। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলের দুটি লাক্সারি গাড়ি (রেঞ্জ রোভার এসইউভি ও মাহিন্দ্রা থার) রয়েছে। যার দাম ১-১.৫ কোটি টাকা। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

5 / 8
পঞ্জাবের ফিরোজপুরে একটি বাড়ি রয়েছে টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিলের। এবং পঞ্জাবে বেশ কয়েকটি প্রপার্টিও রয়েছে তাঁর। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

পঞ্জাবের ফিরোজপুরে একটি বাড়ি রয়েছে টিম ইন্ডিয়ার ওপেনার শুভমন গিলের। এবং পঞ্জাবে বেশ কয়েকটি প্রপার্টিও রয়েছে তাঁর। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

6 / 8
বিভিন্ন নামকরা ব্র্যান্ডের মুখ হিসেবেও দেখা গিয়েছে শুভমন গিলকে। তাঁর ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের তালিকায় রয়েছে - ক্যাসিও, বাজাজ আলিয়াঞ্জ, টাটা ক্যাপিটাল, সিয়েট, জিলেট, মাই ১১ সার্কেল, এনগেজ, মাসলব্লেজ, বিটএক্সপি, ভারতপে, ফিয়ামা মেন, অ্যাক্টো, দ্য স্লিপ কোম্পানি। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

বিভিন্ন নামকরা ব্র্যান্ডের মুখ হিসেবেও দেখা গিয়েছে শুভমন গিলকে। তাঁর ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের তালিকায় রয়েছে - ক্যাসিও, বাজাজ আলিয়াঞ্জ, টাটা ক্যাপিটাল, সিয়েট, জিলেট, মাই ১১ সার্কেল, এনগেজ, মাসলব্লেজ, বিটএক্সপি, ভারতপে, ফিয়ামা মেন, অ্যাক্টো, দ্য স্লিপ কোম্পানি। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

7 / 8
মাত্র ২৪ বছর বয়সেই ৩২ কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছেন গিল। এই সম্পত্তির পরিমাণ যত দিন এগোবে, তত বাড়তে থাকবে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

মাত্র ২৪ বছর বয়সেই ৩২ কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছেন গিল। এই সম্পত্তির পরিমাণ যত দিন এগোবে, তত বাড়তে থাকবে। তা নিয়ে কোনও সন্দেহ নেই। (ছবি- শুভমন গিলের সোশ্যাল মিডিয়া সাইট X)

8 / 8
Follow Us: