Mohammed Shami: সামি দু-ঘণ্টা নেটে! বোলিং কোচের সঙ্গে দীর্ঘ আলোচনা বাংলার পেসারের

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jan 19, 2025 | 9:08 PM

India vs England T20I Series: ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারতীয় দল। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মহম্মদ সামি। এরপরই অবশ্য ছিটকে যান চোটের কারণে। অবশেষে বুধবার ফের নীল জার্সিতে নামতে চলেছেন। যার প্রস্তুতি শুরু করে দিলেন ইডেন গার্ডেন্সে।

Mohammed Shami: সামি দু-ঘণ্টা নেটে! বোলিং কোচের সঙ্গে দীর্ঘ আলোচনা বাংলার পেসারের
Image Credit source: PTI

Follow Us

জাতীয় দলে প্রত্য়াবর্তন। সেই ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন। ফেরার অপেক্ষায় ছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি। তাঁর আন্তর্জাতিক প্রত্যাবর্তন হতে চলেছে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। টিমে সুযোগ পাওয়ার পর উচ্ছ্বাসের একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন বাংলার এই পেসার। এমন হওয়াই স্বাভাবিক। অপেক্ষা সেই কবে থেকেই। ফেরার কথা ছিল অনেক আগেই। অবশেষে বুধবার ফের নীল জার্সিতে নামতে চলেছেন। যার প্রস্তুতি শুরু করে দিলেন ইডেন গার্ডেন্সে।

ওয়ান ডে বিশ্বকাপে রানার্স হয়েছিল ভারতীয় দল। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠলেও ট্রফি অধরাই ছিল। তবে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারতীয় দল। গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মহম্মদ সামি। এরপরই অবশ্য ছিটকে যান চোটের কারণে। শুধু তাই নয়, অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে। বেঙ্গালুরুতে রিহ্যাব পর্ব চলছিল। ফিট হয়ে বোলিং-ব্যাটিংও শুরু করেছিলেন। এর মাঝেই হাঁটুতে নতুন করে সমস্য়া দেখা দেয়। আবারও রিহ্যাব শুরু করতে হয়। অবশেষে রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল। বাংলার জার্সিতে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি এবং বিজয় হাজারের মতো সীমিত ওভারের প্রতিযোগিতাতেও খেলেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও শুরু করে দিতে চান মহম্মদ সামি। ইডেনের প্র্যাক্টিসে সেই তাগিদটাও ধরা পড়ল। ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের সঙ্গে তাঁর প্রথম সেশন। দীর্ঘ সময় আলোচনা করতে দেখা যায় সামি-মর্কেলকে। হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও কথা বলেন। নেট এবং সেন্টার উইকেটের পাশের পিচ মিলিয়ে প্রায় দু-ঘণ্টা বোলিং করেন মহম্মদ সামি।

এই খবরটিও পড়ুন

সামিকে ঘিরে ইডেনে ব্যাপক উন্মাদনা। দীর্ঘ দিন পর নীল জার্সিতে তাঁকে প্র্যাক্টিসে দেখার সুযোগ। নামতে চলেছেন ঘরের মাঠে। সমর্থকদের অটোগ্রাফ, ছবির নানা আবদারও মেটালেন তারকা পেসার মহম্মদ সামি।

Next Article