কলকাতা: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) অনবদ্য ছন্দে টিম ইন্ডিয়া। টানা ৭ ম্যাচ জিতে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয় শিবিরে বিরাট ধাক্কা। আজ, বুধবার আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করেছে। যেখানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন। এ বার বিশ্বকাপের সেমিফাইনালের আগে তিনি শীর্ষস্থান হারালেন অজি তারকা ট্রাভিস হেডের কাছে।
আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় চার ধাপ উঠেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। তাঁর পাশাপাশি ৪ ধাপ উপরে উঠে প্রথম দশে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। ৬ ম্যাচে ১৪৯ রান করেছেন সূর্যকুমার যাদব। যার মধ্যে রয়েছে ২টো হাফসেঞ্চুরি। ভালো ছন্দে থাকার পরও তাঁকে টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার ওপেনার হেড। তিনি বিশ্বকাপে ৭ ম্যাচে ২৫৫ রান করেছেন। এখানে তিনি স্কাইকে পিছনে ফেলে দিয়েছেন। টি-২০ ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০এ সূর্যকুমার যাদবের পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়াল। ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলিরা এই তালিকার প্রথম ২০-তেও নেই। রোহিত ও বিরাট রয়েছেন যথাক্রমে ৩৮ ও ৪৮ নম্বরে।
এক ঝলকে দেখে নিন আইসিসি টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ১০-এ রয়েছেন কারা?
১. ট্রাভিস হেড – অস্ট্রেলিয়া – অর্জিত রেটিং পয়েন্ট – ৮৪৪
২. সূর্যকুমার যাদব – ভারত – অর্জিত রেটিং পয়েন্ট – ৮৪২
৩. ফিল সল্ট – ইংল্যান্ড – অর্জিত রেটিং পয়েন্ট – ৮১৬
৪. বাবর আজম – পাকিস্তান – অর্জিত রেটিং পয়েন্ট – ৭৫৫
৫. মহম্মদ রিজওয়ান – পাকিস্তান – অর্জিত রেটিং পয়েন্ট – ৭৪৬
৬. জস বাটলার – ইংল্যান্ড – অর্জিত রেটিং পয়েন্ট – ৭১৬
৭. যশস্বী জয়সওয়াল – ভারত – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৭২
৮. এইডেন মার্কব়্যাম – দক্ষিণ আফ্রিকা – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৯
৯. ব্রেন্ডন কিং – ওয়েস্ট ইন্ডিজ – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৬
১০. জনসন চার্লস – ওয়েস্ট ইন্ডিজ – অর্জিত রেটিং পয়েন্ট – ৬৫৫