IPL 2022: বয়স ভোলানো ফর্মের জন্য ভারতীয় টিমে ফিরতে পারেন এই সিনিয়র ক্রিকেটার
বয়সকেও টেক্কা দিতে পারে ফর্ম। তেমনই হতে পারে এই সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে। আইপিএলে দুরন্ত ফর্মে আছেন তিনি। প্রতি ম্যাচেই রান করছেন। টিমকেও জেতাচ্ছেন। এই সিনিয়রের প্রত্যাবর্তন হতে পারে ভারতীয় টিমে।
মুম্বই: বয়স নয়, ফর্মই আসল। ক্রিকেটের বহু ক্লিশে শব্দটাই যেন উপযুক্ত তাঁর জন্য। এখনও পর্যন্ত আইপিএলের (IPL 2022) ৬টা ম্যাচ খেলেছেন। পাঁচটা ইনিংসে নট আউট। মাত্র একবারই আউট করা গিয়েছে তাঁকে। সর্বোচ্চ নট আউট ৬৬। দিল্লির বিরুদ্ধে তিনদিন আগে খেলেছেন ম্যাচটা। যিনি এমন ফর্মে, তাঁকে নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে যাবে, তাতে আর আশ্চর্য কী! কিন্তু সেই ক্রিকেটারের বয়স যদি ৩৬ হয়? তাতেও কিছু যায় আসে না। সুনীল গাভাসকরের মতো বিশ্লেষক মুগ্ধ। এবি ডে ভিলিয়ার্সের মতো সদ্য প্রাক্তন বিস্মিত। শুধু এঁরাই নন, আইপিএলের দুনিয়া তাঁকে আরও একবার ‘ফিনিশার’এর ভূমিকায় বসিয়ে ফেলেছেন। এই তিনি কে? দীনেশ কার্তিক (Dinesh Karthik)। আইপিএল ১৫য় তিনিই সেরা প্যাকেজ। প্রাক্তন ক্যাপ্টেনকে বাদ দিয়েই এ বার টিম করেছে কেকেআর। আরসিবিতে (RCB) জায়গা পেয়েছিলেন কার্তিক। বিরাট কোহলিদের টিম ম্যানেজমেন্ট যে ভুল করেনি, তা প্রমাণ করে দিচ্ছেন। সেই কার্তিককে ভারতীয় টিমে ফেরানোর দাবিও উঠে গেল। ঘটনা হল, নির্বাচক মণ্ডলীর কেউ কেউ কিন্তু বয়স নয়, কার্তিকের ফর্মকেই গুরুত্ব দিচ্ছেন।
সব ঠিকঠাক থাকলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে টিমে ফেরানো হতে পারে কার্তিককে। হয়তো বিশ্বকাপের টিমেও ঢুকে পড়তে পারেন তিনি। নাম প্রকাশ অনিচ্ছুক এক নির্বাচক বলছেন, ‘আইপিএলে যারা ধারাবাহিক ভাবে পারফর্ম করছে, তাদের সবার জন্য জাতীয় টিমের দরজা খোলা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের হাতে কয়েকটা সিরিজ আছে। আইপিএলে যদি এ ভাবেই কেউ নিয়মিত পারফর্ম করে যায়, তা হলে তাকে সুযোগ দেওয়াই হতে পারে।’
এখনও পর্যন্ত ৬ ইনিংসে ১৯৭ রান করেছেন কার্তিক। খেলেছেন মাত্র ৬৬টা বল। গড় ১৯৭। স্ট্রাইক রেট ২০৯.৫৭। কার্তিক ভারতের হয়ে শেষ খেলেছিলেন ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে। নিউজিল্যান্ডের কাছে ওই ম্যাচে হেরে ছিটকে গিয়েছিল ভারত। আর কার্তিককে ফেরানো হয়নি টিমে। সানি বলছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে কার্তিক থাকতে চায়, সেটা ও নিজেই বলেছে। আমি বলব, ওর বয়স দেখার দরকার নেই। ও কী দিতে পারে, সেটাই দেখা হোক। নিজের পারফরম্যান্স দিয়ে ও কিন্তু ম্যাচের রং পাল্টে দিচ্ছে। টিমের জন্য প্রতিটা ম্যাচে খেলছে। ৬ কিংবা ৭ নম্বরে নেমে যে ভাবে খেলা উচিত, ঠিক সেটাই করছে।’
গাভাসকরের প্রশংসা নিশ্চিত ভাবেই কার্তিককে তাতিয়ে দেবে। সেই সঙ্গে কিন্তু এবিডিও বিস্মিত হয়ে যাচ্ছেন ‘ডি-কে’কে দেখে। বলছেনও, ‘যে ফর্মে ও খেলছে, তাতে কিন্তু আরসিবিকে ২-৩টে ম্যাচ ইতিমধ্যে জিতিয়ে দিয়েছে। কার্তিক যেন জীবনের সেরা ফর্মে রয়েছে। জানি না কী ভাবে ও এমন পারফর্ম করছে। কার্তিক কিন্তু সম্প্রতি খুব একটা ক্রিকেট খেলেনি। ওকে দেখতে দেখতে মনে হচ্ছে, আমিও আবার মাঠে নেমে পড়ি।’
আরও পড়ুন : IPL 2022: টিমের মনোভাবেই কি নিজের উপর নিয়ন্ত্রণ হারালেন শ্রেয়স আইয়ার?