LSG vs RCB, IPL 2022, Match Result: ক্যাপ্টেন ফাফের ব্যাটে পঞ্চম জয় রয়্যালসদের

| Edited By: | Updated on: Apr 19, 2022 | 11:37 PM

Lucknow Super Giants vs Royal Challengers Bangalore Live Score in Bangla: দেখুন লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giant) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট

LSG vs RCB, IPL 2022, Match Result: ক্যাপ্টেন ফাফের ব্যাটে পঞ্চম জয় রয়্যালসদের
লিগ টেবিলের তিন ও চারের লড়াই।

নভি মুম্বই: এ বারের আইপিএলের (IPL 2022) প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি আমরা। কিন্তু কুড়ি কুড়ির লড়াই এতটাই জমজমাট যে কোন চারটি দল প্লে-অফে যেতে পারে তাঁর কোনও আঁচ পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আজকের লখনউ সুপার জায়েন্টস (LSG) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ম্যাচের আগে, নবাগত দল ছিল ওপরে। কিন্তু ম্যাচ শেষে ফাফ ডু প্লেসির দল চলে এল ২ নম্বরে। নীচে নামতে হল রাহুলের লখনউকে। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে সুপার জায়েন্টসদের রানে হারিয়ে টুর্নামেন্টের পঞ্চম জয় তুলে নিল রয়্যালসরা। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ১০ পয়েন্টে পৌঁছে দিলেন ফাফ (Faf du Plessis)। ৯৬ রানের ইনিংসে সেঞ্চুরি মিস হল। কিন্তু জয়টা মিস হয়নি। তবে দ্বিতীয় স্থানে উঠে এলেও ফাফের একটা বড় চিন্তা রয়ে গেল। সেটা বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম। প্রাক্তন অধিনায়ক আজ প্রথম বলে ০ রানে আউট হলেন। প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখতে হল বিরাটের রানে ফেরা যে কতটা জরুরি তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই।

Key Events

১৮ রানে জয়

১৮ রানে রয়্যালসদের হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

সেকেন্ড বয় আরসিবি

৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 19 Apr 2022 11:32 PM (IST)

    লখনউ সুপার জায়েন্টস – ১৬৩/৮ (২০)

    ১৮ রানে ম্যাচ জিতে ১০ পয়েন্টে পৌঁছে গেল ফাফ ডু প্লেসির দল

  • 19 Apr 2022 11:02 PM (IST)

    লখনউ সুপার জায়েন্টস – ১১৭/৫ (১৫)

    শেষ ৩০ বলে লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ জিততে চাই ৬৫ রান

  • 19 Apr 2022 10:30 PM (IST)

    লখনউ সুপার জায়েন্টস – ৮৩/৩ (১০)

    শেষ ৬০ বলে লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ জিততে চাই ৯৯ রান

  • 19 Apr 2022 10:07 PM (IST)

    লখনউ সুপার জায়েন্টস – ৪৪/২ (৬)

    পাওয়াপ প্লে শেষে ডি কক ও পান্ডের উইকেট হারিয়ে চাপে লখনউ সুপার জায়েন্টস।

  • 19 Apr 2022 09:47 PM (IST)

    লখনউ সুপার জায়েন্টস – ১৪/০ (২)

    শুরু থেকেই দুরন্ত মেজাজে কেএল রাহুল

  • 19 Apr 2022 09:22 PM (IST)

    রয়্যাল চ্যালঞ্জার্স ব্য়াঙ্গালোর – ১৮১/৬ (২০)

    ৯৬ রানের ইনিংস খেললেন ফাফ ডু প্লেসি। ম্যাচ জিততে রাহুলেদর চাই ১৮১ রান।

  • 19 Apr 2022 08:48 PM (IST)

    রয়্যাল চ্যালঞ্জার্স ব্য়াঙ্গালোর – ১৩০/৪ (১৫)

    ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান আরসিবির। ৬১ রানে ক্রিজে ফাফ ডু প্লেসি

  • 19 Apr 2022 08:26 PM (IST)

    রয়্যাল চ্যালঞ্জার্স ব্য়াঙ্গালোর – ৮৭/৪ (১০)

    অধিনায়ক ফাফের ব্যাটে ভর করে এগোচ্ছে আরসিবি।

  • 19 Apr 2022 08:01 PM (IST)

    রয়্যাল চ্যালঞ্জার্স ব্য়াঙ্গালোর – ৪৭/৩ (৬)

    পাওয়ার প্লে শেষ, ক্রমশ চাপ বাড়ছে আরসিবির ওপর। অনুজ বিরাটের পর আউট ম্যাক্সওয়েলও। ৬ ওভারে ৪৭ রান আরসিবির।

  • 19 Apr 2022 07:38 PM (IST)

    রয়্যাল চ্যালঞ্জার্স ব্য়াঙ্গালোর – ৭ /২ (১)

    প্রথম ওভারেই জোড়া ধাক্কা ব্যাঙ্গালোর শিবিরে। আউট অনুজ ও বিরাট।

  • 19 Apr 2022 07:01 PM (IST)

    টস জিতলেন রাহুল

    টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত কেএল রাহুলের।

  • 19 Apr 2022 06:37 PM (IST)

    লড়াই জমজমাট

Published On - Apr 19,2022 6:30 PM

Follow Us: