IPL 2022: আজ পুনেতে রাজস্থান-হায়দরাবাদ দ্বৈরথ
পুনের উইকেট বরাবরই বোলারদের জন্য আদর্শ। বল যত গড়াতে থাকে উইকেট আরও স্লো হতে থাকে। তবে পরের দিকে শিশিরের প্রভাব থাকায় ব্যাটাররা কিছুটা হলেও সুবিধে পাবে। রাজস্থান গত আইপিএলে ব্যর্থ হলেও সঞ্জু স্যামসন দুরন্ত পারফর্ম করেছিলেন।
পুনে: গত আইপিএলটা (IPL) ভালো যায়নি। সানরাইজার্স হায়দরাবাদ আর রাজস্থান। এ বারে ভালো শুরুর অপেক্ষায় দুই দলই। মঙ্গলবার পুনেতে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ২০১৬ আইপিএলে চ্যাম্পরিয়ন হয় হায়দরাবাদ। তারপর অবশ্য কেউই সে ভাবে সাফল্য পায়নি। দুটো দলেরই খোলনলচে অনেকটা বদলে গিয়েছে। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, দেবদত্ত পাড়িক্কল, প্রসিধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিনদের নিয়েছে রাজস্থান। অন্যদিকে নিকোলাস পুরান, ওয়াশিংটন সুন্দর, রাহুল ত্রিপাঠীদের এ বারে নিয়েছে হায়দরাবাদ। এ বারের আইপিএলে দলসংখ্যা বেড়েছে। ফলে চ্যালেঞ্জটাও অনেক বেশি। যদিও গ্রুপ পর্বে ১৪টা করে ম্যাচই খেলবে প্রতিটা দল। গত বছর ৭ নম্বরে শেষ করেছিল রাজস্থান। আর হায়দরাবাদ শেষ করেছিল সবার শেষে। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দুই দলের কাছেই।
পুনের উইকেট বরাবরই বোলারদের জন্য আদর্শ। বল যত গড়াতে থাকে উইকেট আরও স্লো হতে থাকে। তবে পরের দিকে শিশিরের প্রভাব থাকায় ব্যাটাররা কিছুটা হলেও সুবিধে পাবে। রাজস্থান গত আইপিএলে ব্যর্থ হলেও সঞ্জু স্যামসন দুরন্ত পারফর্ম করেছিলেন। ১৪ ম্যাচে ৪৮৪ রান করেছিলেন। দেবদত্ত পাড়িক্কলকে দলে নেওয়ায় দলের ওপেনিং স্লট আরও মজবুত হয়েছে। জস বাটলারই ওপেন করতে পারেন দেবদত্তের সঙ্গে। এছাড়া যশস্বী জসওয়ালও রয়েছেন দলে। বিগ হিটার শিমরন হেটমেয়ারকেও এ বারে দলে নিয়েছে রাজস্থান। অলরাউন্ডার জিমি নিশাম আছেন দলে। বোলিং বিভাগে রবিচন্দ্রন অশ্বিন আর যুজবেন্দ্র চাহাল জোড়া স্পিনারকে দিয়েই শুরু করতে পারে রাজস্থান রয়্যালস। পেস অ্যাটাকে থাকবেন ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন। আইপিএলে নিজেকে প্রমাণ করতে মরিয়া কিউয়ি অধিনায়ক। উইলিয়ামসন ছাড়া রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরানকে এ বারে দলে নিয়েছে হায়দরাবাদ। এইডেন মার্করাম আছেন সানরাইজার্সে। বোলিং বিভাগে জম্মু-কাশ্মীরের ছেলে উমরান মালিক গত বারই প্রথম নজরে আসেন। পেস অ্যাটাকে তিনি অন্যতম ভরসা। তাঁর সঙ্গে ভুবনেশ্বর কুমার, টি নটরাজনও আছেন।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজল হক ফারুকী।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।
আরও পড়ুন: IPL 2022: আইপিএলকে কেন বিশ্বের সেরা লিগ বলছেন পাক তারকা?