LSG vs GT Highlights, IPL 2023 : শেষ ওভারে চার উইকেট! গুজরাটের দুরন্ত কামব্যাক, অবাক হার লখনউয়ের
Lucknow super Giants vs Gujarat Titans Live Score in bengali: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য় নজর রাখুন এই পেজে।

লখনউ: শেষ ওভারে মোহিত-ম্যাজিক। লখনউ সুপার জায়ান্টসের ডেরায় গিয়ে ম্যাচ ছিনিয়ে আনল গুজরাট টাইটান্স। ৭ রানে ম্যাচ জিতে নিয়েছে গুজরাট। প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে গুজরাট। ৫০ বলে ৬৬ রান হার্দিক পান্ডিয়ার। ৪৭ রান ঋদ্ধিমান সাহা। এই দুইয়ের ব্যাটে গুজরাটের স্কোরবোর্ডে ওঠে ১৩৫ রান। রান তাড়া করতে নেমে ঝোড়ো গতিতে এগোচ্ছিল লখনউ সুপার জায়ান্টসের ইনিংস। পাওয়ার প্লে ওভারে ওঠে ৫৩ রান। কাইল মেয়ার্সের পর ক্রুণাল পান্ডিয়া আউট হতেই খেই হারিয়ে ফেলে লখনউ। শেষ ওভারে ১২ রানের প্রয়োজন ছিল। মোহিত শর্মার শেষ ওভারে মোট চারটি উইকেট খুইয়ে ম্যাচটি ৭ রানে হেরে গিয়েছে লখনউ।
LIVE Cricket Score & Updates
-
৭ রানে জিতল গুজরাট
দুরন্ত কামব্যাক গুজরাট টাইটান্সের। চাপের মধ্যে শেষ ওভারে অবিশ্বাস্য মোহিত শর্মা। লখনউ সুপার জায়ান্টসকে ৭ রানে হারিয়ে জিতল গুজরাট।
-
আরও একটা উইকেট
পরপর চার বলে চার উইকেট খোয়াল লখনউ। রান আউট হয়ে ফিরলেন দীপক হুডা।
-
-
রান আউট বাদোনি
রান আউট হয়ে ফিরলেন আয়ুষ বাদোনি।
-
আউট স্টইনিস
তৃতীয় বলে আউট স্টইনিস। পরপর দু বলে দুটি উইকেট মোহিত শর্মার। ৩ বলে ১০ রান প্রয়োজন।
-
আউট রাহুল
টানটান মুহূর্ত। শেষ ওভারের দ্বিতীয় বলে লোকেশ রাহুলকে ফেরালেন মোহিত। নতুন ব্যাটার মার্কাস স্টইনিস। শেষ চার বলে ১০ রানের প্রয়োজন লখনউয়ের।
-
-
শেষ ওভারে প্রয়োজন ১২ রান
লখনউ-গুজরাট ম্যাচের নিষ্পত্তিও হবে শেষ ওভারে। শেষ ৬ বলে ১২ রান প্রয়োজন লখনউয়ের। শেষ ওভারে বল হাতে মোহিত শর্মা।
-
২ ওভারে চাই ১৭ রান
জয়ের জন্য শেষ ২ ওভারে লখনউয়ের চাই ১৭ রান। ক্রিজে লোকেশ রাহুল এবং আয়ুষ বাদানি।
-
আউট নিকোলাস পুরান
নূর আহমেদের বল আকাশে তুলে দেন নিকোলাস পুরান। ক্যাচ নিলেন হার্দিক। তৃতীয় উইকেট হারাল লখনউ।
-
লোকেশ রাহুলের অর্ধশতরান
৩৮ বলে ৫০ রানে পৌঁছলেন লোকেশ রাহুল।
-
১০ ওভারে ৮০ রান
১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান লখনউয়ের।
-
প্রথম সাফল্য দিলেন রশিদ
গুজরাটকে প্রথম সাফল্য দিলেন রশিদ খান। ১৯ বলে ২৪ রান করে ফিরলেন কাইল মায়ার্স। ৬.৩ ওভারে ৫৫/১ লখনউ।
-
৬ ওভারে ৫৩ রান
৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৫৩ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। ঝোড়ো ব্যাটিং রাহুল, মায়ার্সের।
-
রেকর্ড অ্যালার্ট
বাউন্ডারির হ্যাটট্রিক হাঁকিয়ে টি-২০ কেরিয়ারে ৭ হাজার রান পূর্ণ করলেন লোকেশ রাহুল।
-
রাহুলের পরপর বাউন্ডারি
তৃতীয় ওভারে মহম্মদ সামির বলে লোকেশ রাহুলের তিনটে বাউন্ডারি।
-
রান তাড়া শুরু লখনউয়ের
রান তাড়া শুরু করল লখনউ সুপার জায়ান্টস। ওপেনিংয়ে লোকেশ রাহুল ও কাইল মায়ার্স। বল হাতে মহম্মদ সামি।
-
শেষ বলে আউট মিলার
মিলারকে শেষ বলে ফেরালেন মার্কাস স্টইনিস। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে গুজরাটের স্কোর ১৩৫।
-
আউট হার্দিক
৫০ বলে ৬৬ রানের ইনিংস। স্টইনিসের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন হার্দিক পান্ডিয়া। ১৯.২ ওভারে ১৩২-৪ গুজরাট। রানের অর্ধেক এল হার্দিকের ব্যাটে।
-
হার্দিকের অর্ধশতরান
১৮তম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে ছয় হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করলেন হার্দিক পান্ডিয়া। ৪৪ বলে ৫০ রান। ওভারে একটি চার ও দুটি ছক্কা হাঁকালেন হার্দিক।
-
১০০ রান পার করল গুজরাট
হার্দিক পান্ডিয়াদের মন্থর ইনিংস। ১৭ ওভার শেষে গুজরাটের স্কোর ১০১/৪।
-
আউট বিজয় শঙ্কর
চতুর্থ উইকেট হারাল গুজরাট। নবীন উল হকের বলে ফিরলেন বিজয় শঙ্কর (১০)। ১৫ ওভারে ৯২-৪ গুজরাট।
-
তৃতীয় উইকেটের পতন
তৃতীয় উইকেট হারাল গুজরাট। অভিনব মনোহরকে ফেরালেন অমিত মিশ্রা। নবীন-উল-হকের ক্যাচ। ১১.৪ ওভারে স্কোর ৭৪/৩।
-
আউট ঋদ্ধি
অর্ধশতরানের দোরগোড়া থেকে ফিরলেন ঋদ্ধিমান সাহা (৩৭ বলে ৪৭ রান)। ক্রুণালের বলে দীপক হুডার হাতে ক্যাচ। দুই ওপেনারকে ফেরালেন ক্রুণাল।
-
১০ ওভারে ৭১/১
১০ ওভারে গুজরাট টাইটান্সের স্কোর ৭১/১।
-
৫০ পার গুজরাটের
গুজরাটের স্কোর ৫০ পার করল। ঝোড়ো ব্যাটিং ঋদ্ধিমান সাহার। হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তিনি।
-
পাওয়ার প্লে ওভার শেষ
৬ ওভারে গুজরাট টাইটান্সের খাতায় ১ উইকেট হারিয়ে ৪০ রান।
-
দাদা বনাম ভাই
ক্রিজে নামলেন হার্দিক। বল হাতে ক্রুণাল। একানা স্টেডিয়ামে ফ্যামিলি অ্যাফেয়ার।
-
শূন্য রানে ফিরলেন গিল
শূন্য রানে শুভমন গিলকে ফেরালেন ক্রুণাল পান্ডিয়া। লং অফে সহজ ক্যাচ রবি বিষ্ণোইয়ের।
-
ম্যাচ শুরু
গুজরাটের ওপেনিংয়ে শুভমন গিল এবং ঋদ্ধিমান সাহা। বল হাতে ডানহাতি পেসার নবীন-উল-হক।
-
লখনউ সুপার জায়ান্টস একাদশ
লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, মার্কাস স্টইনিস, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, রবি বিষ্ণোই, আবেশ খান, অমিত মিশ্র, নবীন উল হক
সাবস্টিটিউট: জয়দেব উনাদকট, কৃষ্ণাপ্পা গৌতম, ড্যানিয়েল সামস, প্রেরক মানকাড, করণ শর্মা
-
গুজরাট টাইটান্স একাদশ
ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, এ মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ সামি, নূর আহমেদ, মোহিত শর্মা
সাবস্টিটিউট: জোশুয়া লিটল, জয়ন্ত যাদব, শিবম মাভি, সাই কিশোর, কেএস ভরত
-
টস আপডেট
১৬তম আইপিএলের ৩০তম ম্যাচে টস জিতল গুজরাট টাইটান্স। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার।
-
পয়েন্ট তালিকায় কে কোথায়?
পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দুই নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। ৮ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স রয়েছে চার নম্বরে।
Published On - Apr 22,2023 2:32 PM
