GT vs CSK Highlights, IPL 2023: উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের
Gujarat Titans vs Chennai Super Kings Live Score in Bengali: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠদশ সংস্করণ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই লাইভব্লগে।
আমেদাবাদ : ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হল আজ। উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হয়েছিল গত বারের চ্য়াম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। হার্দিক পান্ডিয়ার দলের সামনে ছিল টুর্নামেন্টের অন্য়তম সফল দল চেন্নাই সুপার কিংস। ম্য়াচের আগে গ্র্য়ান্ড ওপেনিং শো হল। দেশের অন্য়তম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের পাশাপাশি পারফর্ম করেন দুই নায়িকা তামান্না ভাটিয়া ও রশ্মিকা মান্ধানা। আইপিএলের (IPL) জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে রুদ্ধশ্বাস একটা ম্যাচ। টসে হেরে প্রথমে ব্য়াট করে চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য় ইনিংস সত্ত্বেও মাত্র ১৭৯ রানই লক্ষ্য় দিতে সক্ষম হয় চেন্নাই। শুভমন গিলের ৩৬ বলে ৬৩ রান। বাকিদের অবদান। ৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। ম্যাচের হাইলাইটসের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
LIVE Cricket Score & Updates
-
চ্য়াম্পিয়নের মতোই শুরু
- টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
- ঋতুরাজ গায়কোয়াড়ের ৫০ বলে ৯২ রানের অনবদ্য ইনিংস।
- শেষ অবধি ট্র্য়াজিক নায়ক ঋতুরাজ।
- শুভমন গিলের অনবদ্য় ইনিংস। ৩৬ বলে ৬৩ রান করেন শুভমন।
- গুজরাটের ইমপ্যাক্ট প্লেয়ার সাই সুদর্শন ১৭ বলে ২২, ঋদ্ধিমান, রশিদ খানদের ছোট ছোট অবদান।
- ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় গুজরাট টাইটান্স।
-
ফের চোট ধোনির!
অনবদ্য এফোর্ট। মহেন্দ্র সিং ধোনি। রাহুল তেওয়াটিয়া ব্য়াটিংয়ে। রাউন্ড দ্য উইকেট বল করছিলেন দীপক চাহার। লেগ সাইডে অনেক অনেক বাইরের বল আটকানোর মরিয়া চেষ্টা ধোনির। হাঁটুতে চোট লাগলেও মরিয়া ছিলেন ধোনি।
-
-
ফের শুভমন রাজ
অর্ধশতরান করলেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেটে অনবদ্য ছন্দে শুভমন। আইপিএলেও সেভাবেই শুরু করলেন। মাত্র ৩৬ বলে ৬৩ রানে ফিরলেন শুভমন গিল।
-
ইমপ্য়াক্ট প্লেয়ারের উইকেট
গুজরাট টাইটান্সের ইমপ্য়াক্ট প্লেয়ার সাই সুদর্শনকে ফেরালেন রাজবর্ধন হাঙ্গারকেকর। ১৭ বলে ২২ রান করেন কেন উইলিয়ামসনের পরিবর্তে নামা সাই। গুজরাটের ২ উইকেটই রাজবর্ধনের নামে। ক্রিজে ক্য়াপ্টেন হার্দিক পান্ডিয়া।
-
ঋদ্ধির ক্যামিও ইনিংস
ঋদ্ধিমান সাহা আউট। ১৬ বলে ২৫ রানের ইনিংস ঋদ্ধির। ৩৭ রানে ১ উইকেট হারাল গুজরাট টাইটান্স। তাদের ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে নামছেন সাই সুদর্শন। কেন উইলিয়ামসন ফিল্ডিংয়ে চোট পেয়েছিলেন। তারই পরিবর্তে ব্য়াটারকে নামাতে বাধ্য় হল গুজরাট। নয়তো কোনও বোলারের পরিবর্তে তাঁকে নামাতে পারতেন সাইকে।
-
-
প্রথম ইমপ্য়াক্ট প্লেয়ার
চেন্নাই সুপার কিংসের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামলেন তুষার দেশপান্ডে।
-
এক নজরে
- টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স।
- ঋতুরাজ গায়কোয়াড় বিধ্বংসী ইনিংস খেলেন। মাত্র ৮ রানের জন্য় শতরান হাতছাড়া।
- শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে চেন্নাই সুপার কিংস।
- মহেন্দ্র সিং ধোনি ৭ বলে ১৪ রানে অপরাজিত থাকেন।
- মহম্মদ সামি, রশিদ খান ও আলজারি জোসেফ দুটি করে উইকেট নেন।
- ঘরের মাঠে ১৭৯ রানের লক্ষ্য গুজরাট টাইটান্সের।
-
ধোনির সিক্স
ধোনি মাঠে নামার পর থেকেই আমেদাবাদের গ্যালারিতে বাড়তি উচ্ছ্বাস। তিনি ছয় মারতেই গ্যালারির গর্জন বাড়ল। সিএসকে-র হয়ে ২০০তম ছয়। ৭ বলে ১৪ রানে অপরাজিত এমএসডি।
-
শতরান হাতছাড়া
শতরান হাতছাড়া ঋতুরাজ গায়কোয়াড়ের। ৫০ বলে ৯২ রানে ফিরলেন ঋতুরাজ গায়কোয়াড়। আলজারি জোসেফের ফুলটস। আম্পায়ার নো-বল চেক করেন। রিভিউতে দেখা যায়, বল ডিপ করছিল। লিগাল ডেলিভারি।
-
লিটল-উইকেট
আইপিএল অভিষেক ম্যাচে উইকেট পেলেন আয়ার্ল্যান্ডের পেসার জশ লিটল। অম্বতি রায়ডুকে বোল্ড করলেন জশ।
-
কেনের চোট
বাউন্ডারি লাইনে ক্য়াচ নিতে গিয়ে বেকায়দায় পড়লেন কেন উইলিয়ামসন। চোট গুরুতর বলেই মনে হচ্ছে। বাউন্ডারি হওয়ার চেয়ে টাইটান্সের চিন্তা কেনের চোট।
-
ঋতুর অর্ধশতরান
মাত্র ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ঋতুরাজ গায়কোয়াড়। গত মরসুমে ৩৬০ রান করেছিলেন ঋতুরাজ। এ বার অর্ধশতরানে শুরু।
-
রশিদ-ঋদ্ধি
ফের রশিদ-ঋদ্ধি জুটিতে ফের উইকেট। এ বার বেন স্টোকস। রশিদের বলে উইকেটের পিছনে দারুণ ক্যাচ ঋদ্ধির।
-
স্পাই ক্যাম ইস্যু
ফের স্পাই ক্যাম ইস্য়ু। এর আগেও বহুবার এই সমস্যা হয়েছে। ছয় নয় ডেড বল! রিপ্লে দেখে ছয় দেওয়া হল। রান আউটের সুযোগও মিস করলেন শুভমন গিল। আর একটু সময় নিয়ে উইকেটের কাছে গিয়ে বল থ্রো করতে পারতেন।
-
কট বিহাইন্ড
ঋদ্ধিমান সাহার শার্প ক্যাচ। রশিদের বোলিংয়েই ফিরলেই মইন আলি। পাওয়ার প্লে-তে চেন্নাই সুপার কিংস ৫১-২।
-
রশিদের ক্লোজ ডেলিভারি
মইন আলিকে আউট দেন মাঠের আম্পায়ার অনিল চৌধুরি। ক্লোজ কল। রিভিউ নিয়েছে চেন্নাই। যদিও বল লেগ স্টাম্পের বাইরে পিচ করছে, ক্লোজ কল। বাঁচলেন মইন আলি। পরের বলেই বাউন্ডারি।
-
ক্লিন বোল্ড
সুপার্ব ডেলিভারি…। ডেভন কনওয়ের উইকেট ভেঙে দিলেন মহম্মদ সামি। রাউন্ড দ্য উইকেট, ব্য়াট-প্য়াডের ফাঁক দিয়ে ক্লিন বোল্ড।
-
স্ট্যাট
গত মরসুমে ৩৬০ রান করেছিলেন চেন্নাই সুপার কিংসের তরুণ ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এ দিনও দারুণ শুরু ঋতুরাজের।
-
অনবদ্য শুরু টাইটান্সের
প্রথম ওভারে মাত্র ২ রান দেন মহম্মদ সামি। দ্বিতীয় ওভারে বোলিংয়ে টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
-
প্রথম একাদশ আপডেট
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, অম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারকেকর।
গুজরাট টাইটান্স : শুভমন গিল, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ সামি, জশ লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ
দু-দলই প্রথম একাদশে চার বিদেশি। ফলে ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে ভারতীয় কাউকেই ব্যবহার করতে হবে।
-
টস আপডেট
আইপিএলের নতুন মরসুমের প্রথম টস জিতলেন হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্স অধিনায়কের। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়ে দিলেন, চার বিদেশিতেই প্রথম একাদশ সাজিয়েছেন তিনি। সিএসকের চার বিদেশি- মইন আলি, বেন স্টোকস, মিচেল স্য়ান্টনার, ডেভন কনওয়ে।
-
খেলছেন মাহি
ম্যাচের আগের অনুশীলনে অস্বস্তিতে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। একটা ধোঁয়াশা ছিল, আদৌ তিনি প্রথম ম্যাচে খেলতে পারবেন তো! ধোনি টসের জন্য় মাঠে প্রস্তুত।
-
নতুন নিয়ম
এক নজরে দেখে নিন এ বার কোন কোন নতুন নিয়ম অন্তর্ভূক্ত হয়েছে আইপিএলে : বছর পনেরো পার…এ বারের আইপিএল নানা কারণে নতুন
-
নজরে এ বার ক্রিকেট
নতুন রূপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বেশ কিছু নতুন নিয়ম। কিছুক্ষণের মধ্যে হবে টস। ম্যাচের লাইভ আপডেটের জন্য় নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
-
বাগি কারে করে মাঠে এলেন ধোনি-হার্দিক
আইপিএল-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর বাগি কারে করে মাঠে এলেন মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়া।
-
আইপিএলের মঞ্চে অস্কার ফেরালেন রশ্মিকা
আইপিএলের মঞ্চে অস্কার জয়ী নাট্টু নাট্টু গানের স্মৃতি ফেরালেন রশ্মিকা মান্ধানা।
-
সামি সামির তালে কোমর দোলালেন রশ্মিকা
সামি সামি গানের তালে আইপিএলের ওপেনিং সেরেমনিতে কোমর দোলাচ্ছেন রশ্মিকা মান্ধানা।
-
রশ্মিকার ধামাকাদার এন্ট্রি
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হাজির রশ্মিকা মান্ধানা। কেম ছো গুজরাট বলে মঞ্চে উঠে এলেন রশ্মিকা।
-
চলছে তামান্নার পারফরম্যান্স
টম টম গানে মুখরিত আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। টম টম গান দিয়ে নাচের পর সামান্থা রুথ প্রভুর জনপ্রিয় গানের তালেও কোমর দোলালেন তামান্না।
-
দুই নায়িকা এ বার এলেন মঞ্চে
অরিজিৎ সিংয়ের অসাধারণ পারফরম্যান্সের পর মঞ্চে এলেন রশ্মিকা মান্ধানা ও তামান্না ভাটিয়া।
-
গান করতে করতে মাঠে ‘ভিকট্রি ল্যাপ’ অরিজিতের
গান করতে করতে মাঠ প্রদক্ষিণে নেমে পড়লেন অরিজিৎ সিং।
-
ঝুমে জো পাঠানের তালে মেতে আমেদাবাদ
একের পর এক সুপারহিট গান গেয়ে চলেছেন অরিজিৎ সিং। নিজের পুরনো ও নতুন গানের পসরা মেলে ধরছেন অরিজিৎ।
-
অরিজিতের সুরেলা কণ্ঠে মাতোয়ারা আমেদাবাদ
‘চন্না মেরেয়া’, ‘লে ফকিরা’, ‘আপনা বনা লে পিয়া’, ‘তুঝে কিতনা চাহনে লাগে হাম’- এর মতো একের পর এক গান গেয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়াম মাতিয়ে দিচ্ছেন অরিজিৎ সিং।
-
ওপেনিং সেরেমনির মঞ্চ মাতাচ্ছেন অরিজিৎ
অরিজিৎ সিংয়ের গান দিয়ে শুরু হল আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনি।
-
আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনি শুরু
আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনিতে সঞ্চালনা শুরু করলেন মন্দিরা বেদী। এ বছর হওয়া উইমেন্স প্রিমিয়ার লিগেও তিনিই সঞ্চালনা করেছিলেন।
-
আইপিএলের বিউগল বাজার দিন শুরু
আইপিএল বিউগল বাজার দিন শুরু। হার্দিক-ধোনি দ্বৈরথের জন্য সেজে উঠেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
??? ?????? ??? ???? ??????? ???!
The #TATAIPL 2023 is here ? pic.twitter.com/hXK7jf48qQ
— IndianPremierLeague (@IPL) March 31, 2023
-
থাকছে জমজমাট ড্রোন শো
এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে বিশেষ ড্রোন শো।
Drone show glimpses – tonight’s gonna be fascinating! pic.twitter.com/d88GQC5kPA
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 31, 2023
-
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে থিকথিকে ভিড়
আর কিছুক্ষণ পর শুরু হবে আইপিএলের ১৬-তম সংস্করণের প্রথম ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে থিকথিকে ভিড়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানকার ছবি-ভিডিয়ো।
Unreal craze bhai ?#IPL2023OpeningCeremony #IPL2023pic.twitter.com/9N7yBwvjli
— Bhains Ki Aankh (@Nik_Pratik) March 31, 2023
-
সন্ধ্যা ৬টায় হবে ওপেনিং সেরেমনি
আজ সন্ধ্যা ৬টা নাগাদ শুরু হবে আইপিএল-২০২৩ এর ওপেনিং সেরেমনি। ৪ বছর পর হতে চলেছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।
-
আজ আইপিএল-১৬র বোধন
আজ, শুক্রবার শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত আইপিএল-২০২৩। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
Published On - Mar 31,2023 5:00 PM