কলকাতা: ইটস শো টাইম… অবশেষে অপেক্ষার অবসান। শুক্রবার যেমন সিনেমা রিলিজ়ের অপেক্ষায় থাকেন সিনেপ্রেমীরা, তেমনই আজকের আইপিএল ম্যাচের অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলের বয়স হয়েছে ১৭ বছর। এই টুর্নামেন্টের বহু ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছে। এ বারের আইপিএলে ৯টা ম্যাচ হয়েছে। দশম ম্যাচ ঘিরে যেন একটু বেশিই আলোচনা হচ্ছে। এমনি এমনি তো আর কোনও বিষয় নিয়ে আলোচনা হয় না। যথেষ্ট কারণ রয়েছে। আরসিবি (RCB) বনাম কেকেআর ম্যাচ এখন আলোচনার কেন্দ্রে। বিরাট কোহলির (Virat Kohli) ঘরের মাঠে কি গৌতম গম্ভীরের কেকেআর পারবে ম্যাচ জিততে? আপতত টস জিতলেন কেকেআর (KKR) অধিনায়ক শ্রেয়স আইয়ার।
আইপিএলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে আজ রাতে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আইয়ার। উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম পর্ব যেহেতু বেঙ্গালুরুতে হয়েছিল, তাই আইপিএলেও বেঙ্গালুরুর পিচ বানানোর দায়িত্বে জচিন্তা কল্যাণই রয়েছেন বলে খবর। টসের সময় শ্রেয়স বলেন, ‘নতুন উইকেট। পিচ কিউরেটরের সঙ্গে কথা হয়েছিল। পিচ নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে। আজকের ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমার দায়িত্ব একদিক আগলে রেখে স্ট্রাইক রোটেট করা।’ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে শ্রেয়সের মুখে গত ম্যাচে বোলারদের পারফরম্যান্সের কথা শোনা গিয়েছে। এরপর যখন টিম বলার সময় আসে, তখনই হোঁচট খান শ্রেয়স। দু’টি টিম শিট নিয়ে শ্রেয়স মাঠে গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই একটি প্রথমে ফিল্ডিং করতে হলে কী টিম হবে। আর অপরটি প্রথমে ব্যাটিং করলে কী টিম হবে। সেখানেই খানিক থমকে যান শ্রেয়স। এরপর জানান, দলে একটাই পরিবর্তন।
কেকেআরের একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ রানা। এবং একাদশে এন্ট্রি হয়েছে অনুকূল রায়ের।
কেকেআর একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিল সল্ট, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, অনুকূল রায়, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট পরিবর্ত- সূয়াশ শর্মা, মণীশ পান্ডে, বৈভব অরোরা, অংক্রিশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ।
আরসিবি একাদশ: ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, আলজারি জোসেফ, যশ দয়াল, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ।
ইমপ্যাক্ট পরিবর্ত-সূয়াশ প্রভুদেশাই, মহিপাল লোমরোর, করন শর্মা, বিজয়কুমার বিশাখ, স্বপ্নিল সিং।