RCB vs DC IPL 2024 Match Prediction: ছন্দে থাকা আরসিবি-দিল্লির আরও একটা ‘নকআউট’
Royal Challengers Bengaluru vs Delhi Capitals Preview: নিজেদের ম্যাচের আগে আরসিবি ও দিল্লির নজর থাকবে দিনের প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিংস জিতলে চাপ বাড়বে দু-দলেরই। রাজস্থান রয়্যালসের জয়ই চাইবে দিল্লি ও আরসিবি। চেন্নাই জিতলে এবং দিল্লির কাছে হারলে আজই আরিসিবির বিদায় হয়ে যাবে। শুধু জয় নয়, বরং নেট রান রেটেও নজর রাখতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসকে।
প্লে-অফের দৌড় থেকে সবার প্রথমে ছিটকে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে বিদায় নেয় পঞ্জাব কিংসও। এরপর কে! আজ হয়তো কারও বিদায় হতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন শেষ ল্যাপ। একটা হার মানেই বিদায়ের রাস্তা তৈরি হয়ে যেতে পারে। সুপার সান ডে-তে আজ ডাবল হেডার। দিনের দ্বিতীয় ম্যাচে চিন্নাস্বামীতে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।
নিজেদের ম্যাচের আগে আরসিবি ও দিল্লির নজর থাকবে দিনের প্রথম ম্যাচে। চেন্নাই সুপার কিংস জিতলে চাপ বাড়বে দু-দলেরই। রাজস্থান রয়্যালসের জয়ই চাইবে দিল্লি ও আরসিবি। চেন্নাই জিতলে এবং দিল্লির কাছে হারলে আজই আরিসিবির বিদায় হয়ে যাবে। শুধু জয় নয়, বরং নেট রান রেটেও নজর রাখতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসকে।
দু-দলই ছন্দে রয়েছে। দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে ঘরের মাঠে শক্তিশালী রাজস্থান রয়্যালসকে হারিয়েছে। আরসিবির বিরুদ্ধে নামার আগে দিল্লির কাছে বেশ কিছুটা হলেও অস্বস্তি। শৃঙ্খলাজনিত কারণে এক ম্যাচের জন্য নির্বাসিত ক্যাপ্টেন ঋষভ পন্থ। তাঁর অনুপস্থিতিতে দিল্লিকে নেতৃত্ব দেবেন অক্ষর প্যাটেল। ব্যাটিংয়ের দিক থেকে অনবদ্য ছন্দে দিল্লির দুই তরুণ জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক ও অভিষেক পোড়েল। এই জুটিই গত ম্যাচে বড় ভিত গড়ে দিয়েছিল। লোয়ার অর্ডারে ত্রিস্তান স্টাবসের মতো ব্যাটার রয়েছেন।
দিল্লি বোলিং এ মরসুমে নজর কেড়েছে। বিশেষ করে তাদের স্লগ ওভার বোলিংয়ের কথা বলা যায়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও অনবদ্য ছন্দে। তাদের ব্যাটিং নিয়ে তেমন সমস্যা ছিল না। তবে বোলিং ছিল চিন্তার বিষয়। বোলিং বিভাগ ছন্দে ফেরায় কিছুটা হলেও স্বস্তিতে আরসিবি। অতীত যাই হোক, আজ কঠিন পরিস্থিতিতে খেলতে নামছে আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস