KKR, IPL 2024: ভিডিয়ো: KKR জিততেই বাঁধনভাঙা উচ্ছ্বাস, দু-হাত তুলে লাফ শাহরুখ কন্যা সুহানার
Watch Video: ইডেন গার্ডেন্সে শনি-রাতে ছিল আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ। বৃষ্টি এই ম্যাচে বাধা সৃষ্টি করেছিল। সঠিক সময়ের পর ম্যাচ শুরু হয়েছিল। শেষ অবধি মুম্বইকে হারিয়ে প্লে অফে উঠেছে কেকেআর। এই ম্যাচ দেখতে এসেছিলেন সুহানা খান, আব্রাম খান, জুহি চাওলা, অনন্যা পান্ডে, শানায়া কাপূররা।
কলকাতা: কেকেআর এই আইপিএল মরসুমে বদলে গিয়েছে। এই কেকেআর (KKR) লড়াকু। এই কেকেআর জিততে জানে। এই কেকেআর প্লে অফে উঠতে জানে। গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পন্ডিত ও শ্রেয়স আইয়ারের সকল পরিকল্পনা প্রতি ম্যাচেই রং দেখাচ্ছে। ১৭তম আইপিএলে (IPL) প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে শনি-রাতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে নাইটরা। এই ম্যাচ দেখতে এসেছিলেন জুহি চাওলা। কেকেআরের সহকারী মালিক। এ বারের আইপিএলে প্রথম বার জুহি নাইটদের ম্যাচ দেখতে এসেছিলেন। তাঁর পাশাপাশি শাহরুখ খানের মেয়ে সুহানা, ছোট ছেলে আব্রামও হাজির ছিল। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে, শানায়া কাপূরও ইডেনে ম্যাচ উপভোগ করেছেন।
বৃষ্টির কারণে অনেকটা পরে ম্যাচ শুরু হয়। ২০ ওভারের জায়গায় ম্যাচ হয় ১৬ ওভার করে। টস হেরে কেকেআর প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে তোলে ১৫৭ রান। জবাবে ৮ উইকেটে ১৩৯ রানে থামে মুম্বই। যে কারণে ১৮ রানে ম্যাচ জিতেছে কেকেআর। ১৫.৩ ওভারে হর্ষিত রানা তিলক ভার্মার উইকেট তুলে নিতেই হসপিটালিটি বক্সে থাকা সুহানা, অনন্যা উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। বোঝা যাচ্ছিল কেকেআর জেতায় তাঁরা তৃপ্ত। বিরাট খুশি। জুহির মুখেও বাঁধনভাঙা খুশি দেখা যায়।
How’s the Josh ? Very High sirr !!!!! #KKRvsMI
We qualify for the playoffs 🥳🥳🥳😍😍😍#AnanyaPanday #JuhiChawla #SuhanaKhan pic.twitter.com/1nnplv3qT3
— ••TAUKIR•• (@iitaukir) May 11, 2024
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ কন্যা সুহানা খানের ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে। টিম জেতায় স্বাভাবিকভাবেই সুহানা ভীষণ খুশি হয়েছিলেন। তাঁর অভিব্যক্তিই সবটা বলে দিচ্ছিল। চলতি মরসুমে এই নিয়ে দ্বিতীয় বার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কলকাতা নাইট রাইডার্স। ১৭তম আইপিএলে মুম্বইয়ের সঙ্গে কেকেআরের প্রথম সাক্ষাৎ হয়েছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বইকে হারিয়েছিল কেকেআর। এ বার ইডেনে মরসুমের দ্বিতীয় সাক্ষাতে রোহিতদের হারাল কেকেআর।
Yay! 🎉💜 #JuhiChawla IG story #SuhanaKhan #AnanyaPanday #KKRvsMI #KKR #AmiKKR pic.twitter.com/MTmYg39InX
— •Just• | viciouslady (@jviciouslady) May 11, 2024