KKR: শঙ্খধ্বনি বাজল, উড়ল পতাকা; নাইট প্রেমীদের জোড়া উপহার দিয়ে ইডেন সফর শেষ KKR-এর
IPL 2024: ইডেন সফর এ বারের মতো শেষ হল কলকাতা নাইট রাইডার্সের। ১৭তম আইপিএলে কেকেআর তাদের প্রথম হোম ম্যাচ জিতেছিল। এ বার শেষ হোম ম্যাচও নাইটরা জিতল। মুম্বইকে শনিবারের আইপিএল ম্যাচে কেকেআর ১৮ রানে হারিয়েছে।
কলকাতা: কেকেআরের অনুরাগীরা বেজায় খুশি। দীর্ঘদিন পর প্রিয় টিম আইপিএলের প্লে-অফে উঠেছে। এ বার বেশি করে নাইট প্রেমীরা চাইতে শুরু করেছে ওই সোনালি ট্রফিটা। অনেকেই মনে করছেন গৌতম গম্ভীরের জমানায় তৃতীয় আইপিএল (IPL) ট্রফি কেকেআর (KKR) শিবিরে আসা এখন যেন সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে চলতি মরসুমে কেকেআরের ইডেন সফর শেষ। ভক্তদের জোড়া উপহার দিল কেকেআর।
শনিবার ক্রিকেটের নন্দনকাননে হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। মরসুমের শুরুটা ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে করেছিল কেকেআর। এ বার শ্রেয়সরা তাঁদের মরসুমের শেষ হোম ম্যাচেও জিতল। মুম্বইকে হারানোর পর কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মাঠ প্রদক্ষিণ করেন। সেই সময় চারিদিক থেকে ভেসে আসছিল শঙ্খধ্বনি। কেকেআরের ক্রিকেটাররা সমর্থকদের ধন্যবাদ জানাতে বিশেষ ব্যানার নিয়ে সারা মাঠ ঘোরেন। সমর্থকদের জন্য টেনিস বলে অটোগ্রাফ দেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। ফিল সল্ট, রহমানউল্লাহ গুরবাজদের দেখা যায় সেগুলি দর্শকদের দিকে ছুঁড়ে দেন।
Knights “Riding” Ahead 🏏 Qualifying Lap….Thank You Eden 🤩@KKRiders @GautamGambhir pic.twitter.com/CabMwOYo4P
— Gaurav Arora (@gauravbir786) May 11, 2024
করব লড়ব জিতব রে, করব লড়ব রে, জিতব রে… জিতব রে… এতদিন এই স্লোগানই শোনা যেত কেকেআরের অনুরাগীদের মুখে। আইপিএলের ১৭তম মরসুমে কেকেআরে বিশেষ ট্যাগলাইন রুকেঙ্গে নেহি, ঝুকেঙ্গে নেহি, আমি কেকেআর। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় থামব না, ঝুঁকব না, আমি কেকেআর। এ বারের আইপিএলে কেকেআর সত্যিই যেন না থামার সিদ্ধান্ত নিয়েছে। টানা ৪ ম্যাচ জিতেছে কেকেআর। ১২ ম্যাচে ৯টি জয়ে নাইটদের পয়েন্ট ১৮। কেকেআরের আর ২টি ম্যাচ বাকি। একটি আগামিকাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। অপরটি ১৯ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
For every cheer, every chant, every celebration – 𝒕𝒉𝒂𝒏𝒌 𝒚𝒐𝒖, 𝑬𝒅𝒆𝒏! 💜
Until we meet again! pic.twitter.com/GSXJkaamsO
— KolkataKnightRiders (@KKRiders) May 12, 2024