KKR: ওই রাতে মাত্র ৩-৪ জন খাবার খেয়েছিল… নীতীশ রানার মুখে KKR-এর করুণ অবস্থার কথা

IPL 2024: ১৭তম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সাফল্য নিয়ে সবাই আলোচনা করছেন। কী ভাবে বদলে গেল কেকেআর? মুম্বই ইন্ডিয়ান্সকে ইডেন গার্ডেন্সে হারানোর পর কেকেআরের সহ-অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) জানিয়েছেন কোন মন্ত্রে নাইটরা এ বার এতটা সফল হয়েছে।

KKR: ওই রাতে মাত্র ৩-৪ জন খাবার খেয়েছিল... নীতীশ রানার মুখে KKR-এর করুণ অবস্থার কথা
KKR: ওই রাতে মাত্র ৩-৪ জন খাবার খেয়েছিল... নীতীশ রানার মুখে KKR-এর করুণ অবস্থার কথাImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 12, 2024 | 3:06 PM

কলকাতা: একটা Q চিহ্ন কতটা খুশি দেয়? তা এই সময় জিজ্ঞাসা করা দরকার কেকেআর শিবিরকে। একবাক্যে কেকেআরের ক্রিকেটাররা এবং সমর্থকরা বলবেন, এ খুশি বলে বোঝানোর নয়। চলতি আইপিএলের প্রথম টিম হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করল কলকাতা নাইট রাইডার্স। হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সকে ১৮ রানে হারিয়ে কেকেআর (KKR) প্লে অফের টিকিট পেয়েছে। এ বারের আইপিএলে (IPL 2024) কেকেআরের সাফল্য নিয়ে সবাই আলোচনা করছেন। কী ভাবে বদলে গেল কেকেআর? মুম্বই ম্যাচের শেষে কেকেআরের সহ-অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana) জানিয়েছেন কোন মন্ত্রে নাইটরা এ বার এতটা সফল হয়েছে।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬ এপ্রিল ২৬১ রান করেও ইডেন গার্ডেন্সে কেকেআর হেরেছিল। তার পর টানা ৪টে ম্যাচ জিতেছে কলকাতা। ওই ম্যাচের শেষে স্বাভাবিক ভাবে থমথমে ছিল কেকেআরের ড্রেসিংরুম। মুম্বইকে হারিয়ে প্লে অফের যোগ্যতা অর্জনের পর প্রেস কনফারেন্সে কেকেআরের ভাইস ক্যাপ্টেন নীতীশ রানা জানান, পঞ্জাব ম্যাচের শেষে কেমন ছিল দলের অবস্থা। তিনি বলেন, ‘সেদিন আমাদের অবস্থা খুব খারাপ ছিল। সেদিন ড্রেসিংরুমের পরিবেশটা এখনও মনে পড়ে। ম্যাচ শেষে মাত্র ৩-৪ জন ক্রিকেটার রাতের খাবার খেয়েছিল।’ যা শুনেই বোঝা যাচ্ছে কেকেআরের ক্রিকেটাররা কতটা কষ্ট পেয়েছিলেন সেদিন।

কেকেআর ঘুরে দাঁড়াতে জানে। নীতীশ রানার কথায়, ‘আমরা একসঙ্গে জিতি। আমরা একসঙ্গে হারি। আমাদের ড্রেসিংরুমের পরিবেশটা এমনই। ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন, আমরা একে অপরের কাঁধে সব সময় হাত রাখি। আমার মনে হয় গত এক, দুই বছর এই জিনিসটাই মিস করেছি।’ কেকেআরের ভাইস ক্যাপ্টেনের মতে, গৌতম গম্ভীর ও চন্দ্রকান্ত পন্ডিত এ বারের আইপিএলে কেকেআরকে উজ্জ্বীবিত করেছেন। একজোট হতে ভরসা দিয়েছেন। আর তাতেই নাইট টিমে সাফল্য ধরা দিয়েছে।