Virat Kohli: বিরল রেকর্ডের সামনে বিরাট কোহলি, আইপিএলের ইতিহাসে প্রথম বার…

RCB, IPL 2024: বছরের পর বছর ধরে একটা আইপিএল টিমের হয়ে খেলে চলেছেন বিরাট কোহলি। আরসিবির হয়ে অনেক ভালোবাসা পেয়েছেন কিং কোহলি। তিনিও এই টিমটাকে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিয়েছেন। শুধু আইপিএল ট্রফিটাই বিরাট কোহলি আরসিবিকে দিতে পারেননি।

Virat Kohli: বিরল রেকর্ডের সামনে বিরাট কোহলি, আইপিএলের ইতিহাসে প্রথম বার...
Virat Kohli: বিরল রেকর্ডের সামনে বিরাট কোহলি, আইপিএলের ইতিহাসে প্রথম বার...Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 12, 2024 | 4:07 PM

কলকাতা: বিরাট কোহলির (Virat Kohli) রানের খিদে কখনও কম থাকে না। কিং কোহলির ঝুলি উপচে পড়ছে রেকর্ডে। তারপরও একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। এ বার এক বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলি। চিন্নাস্বামীতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রবি-রাতে রয়েছে আইপিএলে (IPL) আরসিবির (RCB) ম্যাচ। এই ম্যাচে বিরাট নামলেই ইতিহাস গড়বেন।

রবিবাসরীয় আইপিএল ম্যাচে কোন মাইলস্টোনের সামনে বিরাট কোহলি?

বছরের পর বছর ধরে চলছে আইপিএল। অনেক কিছু বদলেছে। কিন্তু একটা জিনিস বদলায়নি। তা হল বিরাট কোহলি আর আরসিবির বন্ধন। আজ, বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচ। আইপিএলের ইতিহাসে প্রথম প্লেয়ার হিসেবে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ২৫০তম আইপিএল ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। এক ফ্র্যাঞ্চাইজির হয়ে এত ম্যাচ খেলার রেকর্ড কোনও ক্রিকেটারের নেই। বিরাটের মাইলস্টোন ম্যাচে আরসিবির অনুরাগীরা তাঁর ব্যাটে তিন অঙ্কের রান দেখতে চান। এ বারের আইপিএলে কোহলির ব্যাটে এখনও অবধি এসেছে ১টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি।

২০০৮ সাল থেকে টানা আরসিবির জার্সি গায়ে চাপিয়ে ১৭টা আইপিএল খেলছেন বিরাট কোহলি। এখনও অবধি আরসিবির হয়ে আইপিএলে ২৪৯টি ম্যাচে ৭৮৯৭ রান করেছেন। তাতে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ৫৫টি হাফসেঞ্চুরি। আইপিএলে বিরাটের ব্যাটে সর্বাধিক রান ১১৩*। আরসিবির হয়ে বিরাট ভুড়ি ভুড়ি রান করেছেন। একটাই তাঁর না পাওয়া থেকে গিয়েছে। তা হল আইপিএল ট্রফি।

চিন্নাস্বামীতে আজ দিল্লিকে কি হারাতে পারবে আরসিবি? এই ভেনুতে আইপিএলে দুই টিম মুখোমুখি হয়েছে মোট ১১ বার। তার মধ্যে আরসিবি জিতেছে ৬ বার। আর দিল্লি জিতেছিল ৪ বার। একটি ম্যাচ অমীমাংসিত।