কলকাতা: ছন্দে ছন্দে কত রং বদলায়…! আইপিএলের দুনিয়া যাঁরা বোঝেন, তাঁরা জানেন, যে কোনও মুহূর্তে একটা ছয়, গুটিকতক চারে পাল্টে যেতে পারে খেলা। বাইশ গজের মতো মাঠের বাইরের খেলাও লহমায় পাল্টে যাবে? তেমনই আভাস মিলছে। রিটেনশনের সময় থেকে চর্চায় রয়েছে শ্রেয়স আইয়ার। গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করলেও তাঁকে রাখা হয়নি। মুম্বইয়ের ছেলের এ নিয়ে নাকি অভিমানও রয়েছে। আর তাই শ্রেয়স পা বাড়িয়েছেন তাঁর পুরনো টিম দিল্লির দিকে। শোনা যাচ্ছে, দিল্লির সঙ্গে নাকি পাকা কথাও হয়ে গিয়েছে শ্রেয়সের। এর মধ্যে আবার এন্ট্রি নিয়েছে কেকেআর! খেলা কি তবে বদলাতে চলেছে? আবার বেগুনি জার্সিতেই খেলতে দেখা যাবে শ্রেয়সকে?
ঋষভ পন্থকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। তাঁর সঙ্গেও নাকি বনিবনা হয়নি টিম ফ্র্যাঞ্চাইজি মালিকদের। ফলে নতুন টিমের খোঁজে রয়েছেন পন্থ। তাঁরই মতো নতুন ক্যাপ্টেনের খোঁজে দিল্লিও। ক্রিকবাজ়ের খবর অনুযায়ী, সেই কাজটা প্রায় সেরে ফেলেছে দিল্লি। শ্রেয়সের সঙ্গে নাকি পাকা কথাও হয়েছে গিয়েছে মালিকপক্ষের। কথা যতই দেওয়া হোক, কথা যতই নেওয়া হোক, নিলামের মঞ্চেই ঠিক হবে সব কিছু। দিল্লির কিন্তু শ্রেয়সকে পাওয়ার কাজটা সহজ হবে না। এই চাওয়া-পাওয়ার মাঝে দাঁড়িয়ে পড়তে পারে কেকেআর। এমনও শোনা যাচ্ছে, কেকেআর ছেড়ে দিলেও শ্রেয়সের প্রতি আস্থা হারায়নি। শাহরুখ খানের টিম নাকি আবার ফেরাতে পারে শ্রেয়সকে। সে ক্ষেত্রে দিল্লি-কলকাতার দড়ি টানাটানি যে প্রবল হবে, সন্দেহ নেই।
আগামী রবি ও সোমবার আইপিএলের মেগা নিলাম। লোকেশ রাহুল, পন্থের মতো শ্রেয়সও এখানে বড় নাম। দিল্লি আর কলকাতা নয়, পঞ্জাব কিংসও শ্রেয়সকে পেতে আগ্রহী, এমনও শোনা যাচ্ছে। রিকি পন্টিংকে কোচ করে নতুন দল খাড়া করতে চাইছে প্রীতি জিন্টার টিম। দিল্লিকে সাফল্য দিতে পারেননি পন্টিং। কিন্তু পূর্ণ স্বাধীনতা নিয়ে পঞ্জাবে কাজ করতে চান অস্ট্রেলিয়ান কিংবদন্তি। সেই মতোই দল সাজাতে চাইছেন পন্টিং। দিল্লি-পঞ্জাবকে পিছনে ফেলে কি বাজিমাত করবে কেকেআর?