IPL: আইপিএলে টপার কোহলি, সঙ্গী কারা? এক সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনও অক্ষত…
কিং কোহলি। চেজমাস্টার। বিশেষণগুলো একদিন হঠাৎ করেই জুড়ে যায়নি। বছরের পর বছর নিজেকে প্রমাণ করতে হয়েছে। তারপরও অবশ্য প্রশ্ন ওঠে বিরাট কোহলিকে নিয়ে। শুধু তিনিই কেন, ব্যর্থ হলে যে কোনও প্লেয়ারকে নিয়েই সমালোচনা হয়।

কিং কোহলি। চেজমাস্টার। বিশেষণগুলো একদিন হঠাৎ করেই জুড়ে যায়নি। বছরের পর বছর নিজেকে প্রমাণ করতে হয়েছে। তারপরও অবশ্য প্রশ্ন ওঠে বিরাট কোহলিকে নিয়ে। শুধু তিনিই কেন, ব্যর্থ হলে যে কোনও প্লেয়ারকে নিয়েই সমালোচনা হয়। তিনি যত বড় কিংবদন্তিই হোক না কেন। এ বারের আইপিএলের কথাই ধরা যাক। শুরুর দিকে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন। রান করছেন, সমালোচনাও বন্ধ। বিরাটও রান পাচ্ছেন, তবে সমালোচনা তাঁর স্ট্রাইকরেট নিয়ে। অথচ আইপিএলের (IPL) ইতিহাসে এক সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ড এই বিরাট কোহলির দখলেই। অনেকে আশা জাগিয়েও সেই রেকর্ড ভাঙতে পারেননি। আর কারা রয়েছেন এই তালিকায়?
আইপিএলে এক সংস্করণে সবচেয়ে বেশি রানের রেকর্ড কিং কোহলির। এই তথ্য একটু আগেই শুনলেন। তিনি ২০১৬ সালের আইপিএলে করেছিলেন ৯৭৩ রান! সেই মরসুমে ১৬ ম্যাচে এই রান আরসিবি তারকার। এর মধ্যে চারটি সেঞ্চুরি ইনিংস ছিল। ব্যাটিং গড় ৮১-এর উপর। সেই মরসুমটা আরসিবি সমর্থকদের কাছে স্বপ্নের ছিল। যদিও বড় আক্ষেপ, কোহলির ব্যাটে বিরাট রান এলেও ট্রফি কিন্তু জেতা হয়নি।
এক মরসুমে সবচেয়ে বেশি রানের নিরিখে বিরাট কোহলির পরই রয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স শুভমন গিল। ২০২৩ সালের আইপিএলে দুরন্ত ছন্দে ছিলেন শুভমন। যে গতিতে এগোচ্ছিলেন, মনে হয়েছিল বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে পারেন। শেষ অবধি তা আর হয়নি। ২০২৩ সালে রানার্স হয়েছিল গুজরাট টাইটান্স। ১৭ ম্যাচে শুভমন গিল করেছিলেন ৯৭০ রান। ব্যাটিং গড় প্রায় ৬০-এর মতো ছিল। তিনটি সেঞ্চুরি করেছিলেন শুভমন।
দুই ভারতীয় ব্যাটারের পর রয়েছেন জস বাটলার। আইপিএল কেরিয়ারের বেশির ভাগ সময় কেটেছে রাজস্থান রয়্যালস। এ মরসুমে খেলছেন গুজরাট টাইটান্সে। ২০২২ সালে রাজস্থান রয়্যালস জার্সিতেই বিধ্বংসী ব্যাটিং করেছিলেন বাটলার। ইংল্যান্ডের এই ব্যাটার সেই সংস্করণে ৪টি সেঞ্চুরি সহ করেছিলেন ৮৬৩ রান।
তালিকায় রয়েছেন এ মরসুমে দল না পাওয়া অজি তারকা ডেভিড ওয়ার্নার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ভারতীয়দের মধ্যে অন্যতম জনপ্রিয় ওয়ার্নার। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসে খেলেছেন। সেরা পারফরম্যান্স এসেছিল সানরাইজার্স জার্সিতেই। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। আর সেই মরসুমে ১৭ ম্যাচে ৮৪৮ রান করেছিলেন ডেভিড ওয়ার্নার। ব্যাটিং গড় ৬০-এর উপর হলেও ওয়ার্নারের ব্যাটে কোনও সেঞ্চুরি আসেনি।
