IPL 2022 Points Table: শনিবারের ডাবল হেডারের আগে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আজ, শনিবার আইপিএল-১৫-র ডাবল হেডার রয়েছে। সেই দুটি ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ২৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...

IPL 2022 Points Table: শনিবারের ডাবল হেডারের আগে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
IPL 2022 Points Table: শনিবারের ডাবল হেডারের আগে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়Image Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 9:05 AM

কলকাতা: আজ, শনিবার আইপিএলের (IPL 2022) ডাবল হেডার রয়েছে। আজকের প্রথম ম্যাচে ম্যাচে বিকেলে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও লোকেশ রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। এরপর রাতে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) লড়াই। শুক্রবার ছিল নববর্ষ। শুক্রবার রাতে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ ৭ উইকেটে হারিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সকে। নাইটদের হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করল হায়দরাবাদ। এবং এই ম্যাচে হারের ফলে লিগ টেবলের ৪ নম্বরে নেমে গেল কিং খানের দল। অন্যদিকে পয়েন্ট টেবলে উন্নতি করল নিজামের শহরের দল। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ২৫টি ম্যাচ হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, শনিবার আইপিএল-১৫-র ডাবল হেডার রয়েছে। সেই দুটি ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত হওয়া ২৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. এখনও পর্যন্ত হওয়া ২৫টি ম্যাচের পর পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.৪৫০। গুজরাতও এখনও অবধি ৫টি ম্যাচে খেলেছে। তার ৪টিতে জয় ও ১টিতে হার জুটেছে টাইটান্সদের ভাগ্যে। মোট ৮ পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।

২. নাইটরা শুক্রবারের ম্যাচে হারায় লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এ বারের আইপিএলে রাজস্থান ৫টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছে, ২টিতে হেরেছে। রাজস্থানের নেট রান রেট +০.৩৮৯।

৩. লিগ টেবলের তিন নম্বরে উঠেছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৫টি ম্যাচে খেলে ৩টিতে জিতেছেন ও ২টিতে হেরেছেন ধাওয়ানর। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.২৩৯।

৪. হায়দরাবাদের কাছে হেরে পয়েন্ট টেবলের চার নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৬টি ম্যাচের ৩টিতে জয় ও ৩টি হার জুটেছে নাইটদের কপালে। ফলে ৬ পয়েন্ট রয়েছে রাহানেদের। এবং কেকেআরের নেট রান রেট +০.২২৩।

৫. লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট +০.১৭৪। এখনও অবধি লখনউ ৫টি ম্যাচে খেলেছে। তাতে ৩টিতে জিতেছেন ক্রুণালরা। এবং ২টি ম্যাচে হেরেছে লখনউ। ফলে ডি’ককদের ঝুলিতে এখন ৬ পয়েন্ট রয়েছে।

৬. আজ আরসিবির ম্যাচ রয়েছে দিল্লির বিরুদ্ধে। লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট +০.০০৬। এখনও অবধি আইপিএলের ৫টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ৩টি ম্যাচে জয় ও ২টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে।

৭. কেকেআরকে শুক্রবার ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবলের সাত নম্বরে উঠে এসেছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। এখনও অবধি ৫ ম্যাচে খেলে ৩টিতে জয় ও ২টিতে হার জুটেছে অরেঞ্জ আর্মির কপালে। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬। হায়দরাবাদের নেট রান রেট -০.১৯৬।

৮. আজ আরসিবির মুখে নামবে দিল্লি। হায়দরাবাদ জয়ের হ্যাটট্রিক করায় লিগ টেবলে আট নম্বরে নেমে গিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৪৭৬। দিল্লিও এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে, তার ২টিতে জিতেছে। এবং ২টিতে হেরেছে।

৯. লিগ টেবলের নয় নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৭৪৫। এখনও অবধি ৫টি ম্যাচে খেলে মাত্র ১টিতে জিতেছে সিএসকে।

১০. আজ রোহিতদের ম্যাচ রয়েছে লোকেশ রাহুলদের বিরুদ্ধে। পয়েন্ট টেবলের ১০ নম্বরে আছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -১.০৭২। এখনও পর্যন্ত এ বারের আইপিএলে ৫টি ম্যাচে খেলেছেন রোহিতরা। তার ৫টিতেই হারতে হয়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন: LSG vs MI IPL 2022 Match Prediction: রাহুলের বিরুদ্ধে জয় পাবেন রোহিত?