IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে আবার প্রথম পাঁচে ঢুকে পড়লেন নাইট নেতা শ্রেয়স

আইপিএল-২০২২ এর ৪৭টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন...

IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে আবার প্রথম পাঁচে ঢুকে পড়লেন নাইট নেতা শ্রেয়স
IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে আবার প্রথম পাঁচে ঢুকে পড়লেন নাইট নেতা শ্রেয়সImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 9:36 AM

কলকাতা: আজ, মঙ্গলবার চলতি আইপিএলের (IPL 2022) ৪৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। সোমবার ওয়াংখেড়েতে জয়ে ফিরেছে নাইটরা। সঞ্জু স্যামসনের রাজস্থানকে হারিয়েছেন রিঙ্কু-রানারা। এবং দল জয়ে ফেরার পাশাপাশি অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ ঢুকে পড়েছেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে নাইটদের বিরুদ্ধে গতকাল রাতের ম্যাচে রাজস্থানের ওপেনার বাটলার মাত্র ২২ রান করলেও অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক তিনিই রইলেন। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মোট ৪৭টি ম্যাচ হয়েছে।

আইপিএল-২০২২ এর ৪৭টি ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন…

১) আইপিএল-২০২২ এর ৪৭টি ম্যাচের পরও অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ১০টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ৫৮৮ রান। বাটলারের সর্বোচ্চ ১১৬ রান।

২) কমলা টুপি দখলের লড়াইয়ে দুই নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ১০টি ম্যাচে খেলে লোকেশ রাহুল করেছেন ৪৫১ রান। সর্বোচ্চ ১০৩* রান।

৩) অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma)। চলতি আইপিএলে তিনি মোট ৯টি ম্যাচে খেলে ৩২৪ রান করেছেন। সর্বোচ্চ ৭৫ রান।

৪) কমলা টুপির লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চলতি আইপিএলে এখনও অবধি ১০টি ম্যাচে খেলে মোট ৩২৪ রান করেছেন শ্রেয়স। সর্বোচ্চ ৮৫ রান।

৫) কমলা টুপির দৌড়ে আপাতত ৫ নম্বরে নেমে গিয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে আজই হার্দিকের সামনে সুযোগ রয়েছে অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে যাওয়ার। এখনও অবধি চলতি আইপিএলের ৮টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ৩০৮ রান। সর্বোচ্চ ৮৭* রান।

আরও পড়ুন: IPL 2022 Points Table: হার্দিক-মায়াঙ্ক দ্বৈরথের আগে জেনে নিন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: GT vs PBKS IPL 2022 Match Prediction: জয়ে ফেরার চ্যালেঞ্জ পঞ্জাবের, পরীক্ষার রাস্তায় গুজরাতের

আরও পড়ুন: IPL 2022 GT vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ