GT vs PBKS IPL 2022 Match Prediction: জয়ে ফেরার চ্যালেঞ্জ পঞ্জাবের, পরীক্ষার রাস্তায় গুজরাতের

Gujarat Titans vs Punjab Kings Preview: রিজার্ভে থাকা ক্রিকেটারদের পরখ করে নেওয়ার ভাবনা রয়েছে গুজরাত শিবিরে। ওপেনিংয়ে নেমে দলকে আশ্বস্ত করেছেন ঋদ্ধিমান সাহা। শুভমন গিল শেষ দুটো ম্যাচে রানের মধ্যে না থাকলেও পঞ্জাবের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। হার্দিক পান্ডিয়াও গত ম্যাচে রান পাননি।

GT vs PBKS IPL 2022 Match Prediction: জয়ে ফেরার চ্যালেঞ্জ পঞ্জাবের, পরীক্ষার রাস্তায় গুজরাতের
গুজরাত টাইটান্স বনাম পঞ্জাব কিংস।
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 8:00 AM

মুম্বই: আজ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সামনে পঞ্জাব কিংস (Punjab Kings)। চলতি আইপিএলে প্রথম বার খেলতে এসেই চমকে দিয়েছে গুজরাত। টেবিল টপার হার্দিক পান্ডিয়ারা ইতিমধ্যেই প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছেন। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গুজরাত। ৯টা ম্যাচের মধ্যে মাত্র একটায় হেরেছেন হার্দিকরা। গুজরাত-পঞ্জাব ম্যাচ বলতেই গত ম্যাচের কথা মনে পড়ে যেতে বাধ্য। শেষ দুই বলে পরপর দুটো ছক্কা হাঁকিয়ে গুজরাতকে মূল্যবান জয় এনে দিয়েছিলেন রাহুল তেওয়াটিয়া। আত্মবিশ্বাসে ভরপুর হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রশিদ খানরা। প্লে অফের টিকিট পাকা হয়ে গেলেও জয়ের ধারা বজায় রাখতে সচেষ্ট গুজরাত টাইটান্স। প্রথম স্থান ধরে রাখার পাশাপাশি আইপিএলে রেকর্ড পয়েন্ট সংগ্রহ করার লক্ষ্যেও আগুয়ান গুজরাত টাইটান্স।

রিজার্ভে থাকা ক্রিকেটারদের পরখ করে নেওয়ার ভাবনা রয়েছে গুজরাত শিবিরে। ওপেনিংয়ে নেমে দলকে আশ্বস্ত করেছেন ঋদ্ধিমান সাহা। শুভমন গিল শেষ দুটো ম্যাচে রানের মধ্যে না থাকলেও পঞ্জাবের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। হার্দিক পান্ডিয়াও গত ম্যাচে রান পাননি। ডেভিড মিলার, অভিনব মনোহর, রাহুল তেওয়াটিয়ার মতো হার্ড হিটার ব্যাটাররা আছেন গুজরাত দলে। বোলিংও বেশ শক্তপোক্ত। মহম্মদ সামি, লকি ফার্গুসন, যশ দয়ালদের পাশাপাশি গত ম্যাচে নজর কেড়েছিলেন প্রদীপ সাঙ্গওয়ান। স্পিনার রশিদ খান দলের সহ অধিনায়ক। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি দলকে ভরসা জোগাচ্ছেন। পরীক্ষা নিরীক্ষার রাস্তায় হাঁটতে পারে গুজরাত টাইটান্স।

পঞ্জাবের ঝুলিতে ৯ ম্যাচে ৮ পয়েন্ট। প্লে অফে পৌঁছতে হলে বাকি ৫ ম্যাচ থেকে নিদেনপক্ষে ৮ পয়েন্ট দরকার ময়াঙ্কদের। অর্থাৎ ৪টে ম্যাচে জিততেই হবে। ডু অর ডাই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া পঞ্জাব। গত ম্যাচেই হারতে হয়েছে। জয়ে ফেরার মরিয়া চেষ্টা চালাতে তৈরি পঞ্জাব শিবির। অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল গত ম্যাচে রানে ফিরেছেন। তবে গত ম্যাচে দলের স্লো ব্যাটিং অনেকটাই ডুবিয়েছে। তাই স্কোরবোর্ডে দ্রুত বড় রান তুলতে সচেষ্ট ধাওয়ান, লিভিংস্টোনরা। জনি বেয়ারস্টো ফর্মে নেই। গুজরাতের বিরুদ্ধে তাঁর কাছেও রানে ফেরার চ্যালেঞ্জ। একই সঙ্গে রাবাদা, আর্শদীপদের কাছেও থাকছে বাড়তি চ্যালেঞ্জ। কারণ গুজরাতের ব্যাটিং গভীরতা এতটাই, যে কোনও সময়ে ম্যাচের রং পাল্টে যেতে পারে।

পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

আরও পড়ুন: IPL 2022: ক্যাপ্টেন ধোনির কামব্যাকে রানে ফিরেই সচিনকে স্পর্শ করলেন ঋতুরাজ