IPL 2024: স্লগ ওভারের নতুন রাজা… ওয়াংখেড়েতে নামার আগে প্রতিপক্ষ বোলারে মুগ্ধ ঈশান
MI vs RR: এ বারের আইপিএলে (IPL) এখনও অবধি ২টি ম্যাচ খেলেছেন রোহিতরা। দুটিতেই হারের মুখ দেখেছে এমআই ব্রিগেড। এ বার ঘরের মাঠে মরসুমের প্রথম ২ পয়েন্ট তুলতে মরিয়া মুম্বইয়ের ক্রিকেটাররা। পিঙ্ক আর্মির বিরুদ্ধে নামার আগে এ বার প্রতিপক্ষ দলের এক বোলারকে প্রশংসায় ভরালেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
কলকাতা: সপ্তাহের প্রথম দিন, এপ্রিল মাসেরও প্রথম দিন। সব যেন আবার নতুন করে শুরু করতে চাইছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আজ, সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার্দিক-রোহিতদের ম্যাচ রয়েছে। এ বারের আইপিএলে (IPL) এখনও অবধি ২টি ম্যাচ খেলেছেন রোহিতরা। দুটিতেই হারের মুখ দেখেছে এমআই ব্রিগেড। এ বার ঘরের মাঠে মরসুমের প্রথম ২ পয়েন্ট তুলতে মরিয়া মুম্বইয়ের ক্রিকেটাররা। পিঙ্ক আর্মির বিরুদ্ধে নামার আগে এ বার প্রতিপক্ষ দলের এক বোলারকে প্রশংসায় ভরালেন ঈশান কিষাণ (Ishan Kishan)।
ম্যাচের আগের দিন অর্থাৎ রবিবার ওয়াংখেড়েতে অনুশীলনের ফাঁকে রাজস্থানের বোলার আবেশ খানকে দেখে ঈশান কিষাণ বলেন, ‘ভাই, ডেথ বোলিংয়ের নতুন রাজা এখানে।’ এরপর হাসতে হাসতে আবেশ ও ঈশান একে অপরকে আলিঙ্গন করেন। দুই দলের অন্য কয়েকজন ক্রিকেটারও তাঁদের পাশে ছিলেন। এরপর রাজস্থানের আবেশকে মুম্বইয়ে ঈশান জিজ্ঞাসা করেন, ‘তুমি প্রতিটি বল কী ভাবে একই জায়গায় দাও।’ এরপর তাঁদের আবার হাসতে দেখা যায়। রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘গার্ডেন মে ঘুমনে ওয়ালে বান্দে।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বাগানে ঘোরা ছেলেরা।
𝘎𝘢𝘳𝘥𝘦𝘯 𝘮𝘦𝘪𝘯 𝘨𝘩𝘰𝘰𝘮𝘯𝘦 𝘸𝘢𝘭𝘦 𝘣𝘢𝘯𝘥𝘦 💗😂 pic.twitter.com/vpRNGVSjIT
— Rajasthan Royals (@rajasthanroyals) March 31, 2024
মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে রাজস্থান রয়্যালস তাদের শেষ ম্যাচে দিল্লিকে হারিয়েছিল। ওই ম্যাচে স্লগ ওভারে বল করেছিলেন আবেশ খান। তাঁর একের পর এক নিখুঁত ইয়র্কারে বেসামাল হয়ে পড়েন দিল্লির ব্যাটাররা। যেখানে শেষ ওভারে জয়ের জন্য দিল্লির প্রয়োজন ছিল ১৭ রান, সেখানে মাত্র ৪ রান দেন আবেশ। ফলে ১২ রানে ম্যাচ জিতে নেয় পিঙ্ক আর্মি। সেই পারফরম্যান্সের কথাই উল্লেখ করে তাঁর প্রশংসা করেছেন ঈশান। এ বার দেখার মুম্বইয়ের বিরুদ্ধে আবেশের হাতে ডেথ ওভারে সঞ্জু বল তুলে দেন কিনা। এবং তিনি গত ম্যাচের পুনরাবৃত্তি করতে পারেন কিনা।