IND vs IRE, Rohit Sharma: চোটে মাঠ ছেড়েছিলেন, পাকিস্তান ম্যাচে খেলবেন? রোহিত যা বলছেন…

Jun 06, 2024 | 12:22 AM

India vs Ireland, ICC MEN’S T20 WC 2024: বিরাট কোহলি ও রোহিত শর্মা জুটি ওপেন করায় মনে হয়েছিল, ১০ উইকেটেও জিততে পারে ভারত। বিরাট কোহলির ইনিংস অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। ৫ বলে মাত্র ১ রানেই ফেরেন। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েন ঋষভ পন্থ। নাসাউ স্টেডিয়ামের অসমান বাউন্স ও গতিতে অস্বস্তিতে পড়েছিলেন ব্যাটাররা। রোহিত একটি পুল শট খেলার চেষ্টায় টাইমিং মিস করেন। বল লাগে তাঁর হাতে।

IND vs IRE, Rohit Sharma: চোটে মাঠ ছেড়েছিলেন, পাকিস্তান ম্যাচে খেলবেন? রোহিত যা বলছেন...
Image Credit source: X

Follow Us

উদ্বোধনী সংস্করণ থেকে খেলে চলেছেন। এই নিয়ে নবম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা। টানা দ্বিতীয় বার নেতৃত্বও দিচ্ছেন। গত বার সেমিফাইনালেই বিদায় নিয়েছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয়ে চব্বিশের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। রান তাড়ায় হাফসেঞ্চুরি অধিনায়ক রোহিত শর্মার। শুরুতেই স্লিপে জীবন পেয়েছিলেন। সেই সুযোগ পুরোপুরি কাজে লাগান। তবে ভারতীয় শিবিরে কিছুক্ষণের জন্য হলেও চিন্তার মেঘ। বাইসেপে বলের আঘাত লেগেছিল রোহিতের। ব্যাটিং অবশ্য চালিয়ে যান। হাফসেঞ্চুরির পর রিটায়ার্ড হয়ে মাঠ ছাড়েন। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯৭ রানের টার্গেট ছিল ভারতের। বিরাট কোহলি ও রোহিত শর্মা জুটি ওপেন করায় মনে হয়েছিল, ১০ উইকেটেও জিততে পারে ভারত। বিরাট কোহলির ইনিংস অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি। ৫ বলে মাত্র ১ রানেই ফেরেন। ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়েন ঋষভ পন্থ। নাসাউ স্টেডিয়ামের অসমান বাউন্স ও গতিতে অস্বস্তিতে পড়েছিলেন ব্যাটাররা। রোহিত একটি পুল শট খেলার চেষ্টায় টাইমিং মিস করেন। বল লাগে তাঁর হাতে। ঝুঁকি এড়াতেই মাঠ ছাড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ। স্বাভাবিক ভাবেই ভারতীয় ক্রিকেট প্রেমীরা রোহিতের চোট নিয়ে চিন্তায় ছিলেন। ম্যাচ শেষে চোট প্রসঙ্গে রোহিত বলেন, ‘সামান্য চোট। চিন্তার কিছু নেই।’ বিশ্বকাপের শুরু প্রসঙ্গে রোহিত বলছেন, ‘নতুন মাঠ, নতুন ভেনু, সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে চেয়েছিলাম। আমার মনে হয় না, পিচ এখনও পুরোপুরি প্রস্তুত। বোলারদের জন্য দারুণ সুবিধা ছিল। আমরা ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছি, এটাই স্বস্তির।’

প্রত্যাশিত ভাবেই রবিবারের পাকিস্তান ম্যাচ প্রসঙ্গ ওঠে। রোহিত বলেন, ‘পিচ থেকে কী প্রত্যাশা করা উচিত জানি না। তবে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে আমাদের যা করার, সব চেষ্টাই করব। পাকিস্তান ম্যাচটা এমনই যেখানে, একাদশের সকলকেই অবদান রাখতে হবে। আজকের ম্যাচে পিচটা বুঝতে একটু সময় লেগেছে। তবে অনেকটা সময় কাটাতে পেরেছি। আশা করি পাকিস্তান ম্যাচেও একই ভাবে পারব।’

Next Article