Hardik Pandya: ‘আমরাই বিশ্বকে শাসন করি…’ ফর্মে ফিরেই আগুন ঝরালেন হার্দিক পান্ডিয়া

Jun 05, 2024 | 11:48 PM

T20 World Cup 2024: দেশের মাটিতে হওয়া ১৭তম আইপিএলে হার্দিক পান্ডিয়া মোটেও ছন্দে ছিলেন না। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এই হার্দিক আইপিএলের হার্দিকের থেকে অনেক আলাদা। তারই প্রমাণ পাওয়া গেল ভারত-আয়ারল্যান্ড টি-২০ বিশ্বকাপের ম্যাচে। আইরিশদের বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছেন হার্দিক। ফর্মে ফিরে কী বললেন তিনি?

Hardik Pandya: আমরাই বিশ্বকে শাসন করি... ফর্মে ফিরেই আগুন ঝরালেন হার্দিক পান্ডিয়া
Hardik Pandya: 'আমরাই বিশ্বকে শাসন করি...' ফর্মে ফিরেই আগুন ঝরালেন হার্দিক পান্ডিয়া
Image Credit source: Hardik Pandya X

Follow Us

কলকাতা: বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কেমন পারফর্ম করবেন? ভারতীয় টিম কি তাঁকে রোহিতের ডেপুটি করে ঠিক করেছে? ফের আইপিএলের মতো অফ ফর্মে দেখা যাবে না তো হার্দিককে? সব প্রশ্নের উত্তর নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে দেখিয়ে দিলেন ভারতীয় তারকা অলরাউন্ডার। আইপিএলে হার্দিক মোটেও ছন্দে ছিলেন না। কিন্তু বিশ্বকাপে এই হার্দিক আইপিএলের হার্দিকের থেকে অনেক আলাদা। তারই প্রমাণ পাওয়া গেল ভারত-আয়ারল্যান্ড বিশ্বকাপের ম্যাচে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফর্ম করেছিলেন জসপ্রীত বুমরা। বিশ্বকাপের (T20 World Cup 2024) স্কোয়াডে বাকি পেসাররা ভরসা দিতে পারেননি। বোলিং আক্রমণ নিয়ে চিন্তা ছিলই। বুমরার চাপ কিছুটা হলেও কমালেন হার্দিক। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেট হার্দিকের। বুমরা নিলেন ২ উইকেট। রবিবার ভারত-পাক ম্যাচের আগে স্বস্তির বোলিং মেন ইন ব্লুর। বল হাতে সফল হয়ে কী বলছেন হার্দিক?

টিম ইন্ডিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে জয় দিয়ে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ম্যাচের ইনিংস বিরতিতে হার্দিক পান্ডিয়া বলেন, ‘দেশের হয়ে খেলা সব সময় স্পেশাল। বিশ্বকাপে নিজের অবদান পেরেছি। আমার সত্যিই প্রথম উইকেটটা পছন্দ হয়েছে। সাধারণত প্রায়ই স্টাম্পে আঘাত করি না, আমার এক লেন্থে বল করার প্রবণতা রয়েছে। শর্ট বল করেন, বল উড়ে যেতে পারে।’

এরপর হার্দিককে প্রশ্ন করা হয়, এখানকার নিরাপত্তারক্ষীরাও আপনাদের খেলা উপভোগ করছে, এ বিষয়ে কী বলবেন? উত্তরে হার্দিক বলেন, ‘আমরাই বিশ্বকে শাসন করি। ভারতীয়রা সব জায়গাতেই। এখানেও আমাদের প্রচুর সমর্থক রয়েছেন। আমাদের পাশে থাকার জন্য তাঁদের অনেক অনেক ধন্যবাদ।’

ভারতীয় ক্রিকেট প্রেমীরা ফের হার্দিক বন্দনায় মেতেছেন। মাস খানেক আগেও যে হার্দিককে তুলোধনা করছিলেন একাধিক রোহিত ভক্ত, মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকরা, তাঁরাও হয়তো হার্দিকের ভালো পারফরম্যান্স দেখে খুশিতে মতে উঠছেন।

Next Article