কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) ছন্দে নেই বলে খানিক কি স্বস্তিতে অজি শিবির? বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) শুরু হওয়ার আগে ক্রিকেট মহলে এ নিয়েই আলোচনা চলছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে শেষ টেস্ট সিরিজে বিরাট ও রোহিত দু’জনই ১০০-র বেশি রানের গণ্ডি পেরোতে পারেননি। কোহলি কিউয়িদের বিরুদ্ধে করেছেন ৯৩ রান, রোহিতের ব্যাটে এসেছে ৯১ রান। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভর ব্যাটে রানের খরার পরও দেশের এক প্রাক্তন ক্রিকেটার বলে দিচ্ছেন অস্ট্রেলিয়াকে তৈরি হতে। তিনি আশাবাদী অজি-ভূমে ভারতের রো-কো জুটি জ্বলে উঠতে পারেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ টেস্টের সিরিজে জ্বলে উঠবে বিরাট-রোহিতের ব্যাট। আশাবাদী দেশের প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন জাতীয় নির্বাচক প্রধান চেতন শর্মা। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোহিত ও বিরাট দেশের জন্য যা করেছে, তাতে ওদের শ্রদ্ধা করা উচিত। সম্মান দেওয়া উচিত। বিরাট, রোহিতের মতো প্লেয়াররা কখনও ফর্মের বাইরে থাকে না। ওরা কখনও খারাপ সময়ের মধ্যে যায় না। ওই শব্দগুলো ওদের জন্য ব্যবহার করা উচিত নয়। আমরা ওধের প্রতি কৃতজ্ঞ। আমরা সব সময় ওদের নিয়ে কথা বলি। ওদের উপর ফোকাস করি। ওরা যেহেতু সুপারস্টার, তাই আমরা সব সময় চাই দারুণ পারফর্ম করুক। বিরাট ও রোহিত অস্ট্রেলিয়ায় কী করে তা দেখার জন্য শুধু অপেক্ষা করুন। ওদের ব্যাট জ্বলে উঠবেই।’
চেতন মনে করেন বিরাট-রোহিত ভারতীয় ক্রিকেটকে যা দিয়েছেন, তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যশস্বী-শুভমনরা। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘যশস্বী, শুভমন বা ঋতুরাজের মতো নতুন প্রতিভারা উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্যে চেষ্টা করছে। শুভমন ও যশস্বী আমাকে ভীষণ মুগ্ধ করেছে। মাঠে এবং ড্রেসিংরুমে শুভমন ও যশস্বী বিরাট ও রোহিতের থেকে অনেক কিছু শিখেছে।’
অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি চলাকালীন বাড়তি নজর যে রোহিত শর্মা ও বিরাট কোহলির দিকে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজের পর অনেকেই তাঁদের অবসর নেওয়ার কথা বলেছিলেন। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁরা ব্যর্থ হলে, ফের একবার তাঁদের অবসরের দাবি জোরাল হবে।