Cricket Record: এক ম্যাচ, দু-বার হ্যাটট্রিক! কিশোর কুমারের অবিশ্বাস্য কারনামা
One Match Two Hattrick: বর্তমানে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রয়েছে। শুভমন গিলের নেতৃত্বাধীন পুরুষ দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যস্ত। অন্য দিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মহিলা দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে এবং ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে।

রেকর্ডের পর রেকর্ড। তবে একজনের নয়। সদ্য আয়ার্ল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন। এ বার ইংল্যান্ড ক্রিকেটে রেকর্ড। ক্রিকেটারের নাম নাম কিশোর কুমার সাধক। তবে এই কিশোর কুমার গায়ক নন। ‘গান’ যেন তাঁর বোলিংয়ে। এই গান মানে কী হতে পারে? না হলে এক ম্যাচে দুটো হ্যাটট্রিক সম্ভব হয়! তাও আবার নিজের পরপর দু-ওভারে! আরও সহজ করে বললে, ৮ বলে ৬ উইকেট। ইংল্যান্ডের মাটিতেই হল এই রেকর্ড। ক্রিকেট বিশ্বে সাড়া ফেলে দিয়েছে এই নতুন কীর্তি।
বর্তমানে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল ইংল্যান্ড সফরে রয়েছে। শুভমন গিলের নেতৃত্বাধীন পুরুষ দল ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যস্ত। অন্য দিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মহিলা দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে এবং ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। সদ্য ইংল্যান্ডে সিরিজ জিতেছে ভারতের যুব দল। এর মাঝেই আলোচনায় কিশোর কুমারের কারনামা।
ইংল্যান্ডের কাউন্টি ক্লাব ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে এই কীর্তি কিশোর কুমার সাধকের। স্পিনার কিশোর কুমার কাসগ্রেভের বিরুদ্ধে সব মিলিয়ে ২১ রান দিয়ে ৬ উইকেট নেন। দু-ক্ষেত্রেই হ্যাটট্রিকের মাধ্যমে এসেছে ৬ উইকেট। অর্থাৎ ম্য়াচে দু-বার হ্যাটট্রিক করেছেন। যে কোনও ধরনের ক্রিকেটেই যা বিরল। এই ছয় উইকেটের মধ্যে পাঁচটিই বোল্ড, বাকি একটি ক্যাচে।
দীর্ঘ ১১৩ বছর আগে এমন বিরল ঘটনা দেখা গিয়েছিল। ১৯১২ সালে জিমি ম্যাথিউজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক ম্যাচে দুটো হ্যাটট্রিক করেছিলেন।
