KKR vs RCB Highlights, IPL 2023: ইডেনে নাইটদের বড় জয়, ৮১ রানে আরসিবিকে হারাল কেকেআর
Kolkata Knight Riders vs Royal Challengers Bangalore, IPL Live Score in Bengali: দেখুন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

কলকাতা: হইহই করে এগিয়ে চলেছে আইপিএল-১৬। আজ বৃহস্পতিবার আইপিএলের ১৬তম সংস্করণে নাইটদের ঘরের মাঠে ছিল প্রথম ম্যাচ। ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) ইডেনে ৮১ রানের বড় ব্যবধানে হারাল নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান তোলে কেকেআর। ব্যাট হাতে দাপট দেখান শার্দূল ঠাকুর, রহমানুল্লা গুরবাজ ও রিঙ্কু সিং। এরপর বল হাতে দাপট দেখান বরুণ চক্রবর্তী-সূয়াশ শর্মারা। পুরো ২০ ওভার খেলতে পারেনি আরসিবি। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১২৩ রানে আটকে যায় আরসিবি। তিন মিস্ট্রি স্পিনারের দাপটে ৮১ রানে হেরে গেল আরসিবি। TV9Bangla-র এই লাইভব্লগে দেখুন কেকেআর-আরসিবি ম্যাচের খুঁটিনাটি তথ্য।
LIVE Cricket Score & Updates
-
৮১ রানে বড় জয় কেকেআরের
১৬তম আইপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে কেকেআরের জয়। আরসিবিকে ৮১ রানে হারাল নাইটরা।
-
করণ আউট
আইপিএলের অভিষেক ম্যাচে খেলতে নেমে তৃতীয় উইকেট নিলেন সূয়াশ শর্মা। মাত্র ১ রান করে ফিরলেন করণ।
-
-
ডিকে আউট
৮ বলে ৯ রান করে মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক। অনুজ রাওয়াতের পর সূয়াশ শর্মা তুলে নিলেন ডিকের উইকেট।
-
সূয়াশ শর্মা ফেরালেন অনুজকে
সূয়াশ শর্মা তুলে নিলেন অনুজ রাওয়াতে উইকেট। সপ্তম উইকেট হারিয়ে ফেলল আরসিবি।
-
সাবস্টিটিউট হিসেবে নামলেন অনুজ
মহম্মদ সিরাজের সাবস্টিটিউট হিসেবে নামলেন অনুজ রাওয়াত।
-
-
ব্রেসওয়েলকে ফেরালেন শার্দূল
চাপ বেড়ে চলেছে আরসিবির। মাইকেল ব্রেসওয়েলকে ফেরালেন শার্দূল ঠাকুর। ১৮ বলে ১৯ রান করে মাঠ ছাড়লেন ব্রেসওয়েল।
-
বোলিংয়ে কেকেআরের মিস্ট্রি স্পিনার সূয়াশ শর্মা
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয়েছে সূয়াশ শর্মাকে।
-
শাহবাজ আউট
শাহবাজ আহমেজের উইকেট তুলে নিলেন সুনীল নারিন। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন শাহবাজ।
-
মাইলফলকের ম্যাচে নারিনের গিফ্ট!
ফিল্ডিংয়ে যতই এনার্জি দেখান, বিরাটকে ব্যাটিংয়ে দেখতেই বেশি আনন্দ। আরসিবি সমর্থকদের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেননি সুনীল নারিন।
পড়ুন বিস্তারিত – KKR vs RCB : স্পিনের ফাঁদে বিরাট কোহলি, মাইলফলকের ম্যাচে নারিনের গিফ্ট!
-
হর্ষল আউট
ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়লেন হর্ষল প্যাটেল। এটি বরুণ চক্রবর্তীর তৃতীয় উইকেট।
-
ম্যাক্সিকে ফেরালেন বরুণ
গ্লেন ম্যাক্সিওয়েলের উইকেট তুলে নিলেন বরুণ চক্রবর্তী। তৃতীয় উইকেট হারাল আরসিবি। ৫ রান করে ক্লিন বোল্ড হয়ে মাঠ ছাড়লেন ম্যাক্সি।
-
পাওয়ার প্লে শেষ
আরসিবির প্রথম ৬ ওভারের শেষে রান ২ উইকেটে ৫০।
-
ডু’প্লেসি আউট
১২ বলে ২৩ রান করে মাঠ ছাড়লেন আরসিবির ক্যাপ্টেন ফাফ ডু’প্লেসি। কোহলির স্টাম্প ছিটকে দিয়েছিলেন নারিন। এ বার ডু’প্লেসির স্টাম্প ছিটকে দিলেন বরুণ চক্রবর্তী।
-
আরসিবির ৫ ওভার শেষ
৫ ওভার শেষে কোহলির উইকেট হারিয়ে আরসিবি তুলেছে ৪৫ রান। ক্রিজে ফাফ ডু’প্লেসি ও মাইকেল ব্রেসওয়েল।
-
উড়ে গেল বিরাটের স্টাম্প
১৮ বলে ২১ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। ভিকের স্টাম্প উড়িয়ে দিলেন সুনীল নারিন।
-
আরসিবির ৩ ওভার শেষ
টার্গেট ২০৫। আরসিবি ইনিংসের ৩ ওভার পর কোনও উইকেট না হারিয়ে তুলেছে ১৯ রান
-
এ বার কি বিরাট শো?
বোর্ডে ২০৫ রানের বিশাল লক্ষ্য। ক্রিজে বিরাট-ফাফ জুটি। বোলিং ওপেন করছেন উমেশ যাদব। বাউন্ডারি মেরে ইনিংস শুরু বিরাট কোহলির।
-
রাসেল বোলিং করবেন!
প্রথম ম্যাচে বোলিং করেননি রাসেল। এই ম্য়াচে গোল্ডেন ডাক। তবে বিরতিতে ওয়ার্ম আপে বোলিং করলেন। ম্য়াচেও হয়তো এই চিত্র দেখা যেতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হল লেগ স্পিনার সূয়াশ শর্মাকে।
-
ইনিংস বিরতি
ইডেনে ইনিংস বিরতিতে স্পেশাল শো। কলকাতা নাইট রাইডার্স ব্যাটিংয়ের পরই বিশেষ শো।
-
নাইটদের ইনিংস শেষ
- নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান তুলল কেকেআর।
- টসে হেরে প্রথমে ব্যাটিং করেছে কেকেআর।
- নাইটদের হয়ে সর্বাধিক রান করেছেন শার্দূল ঠাকুর।
- আরসিবির হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ডেভিড উইলি ও করণ শর্মা।
- আরসিবির টার্গেট ২০৫।
-
শার্দূল আউট
শেষ ওভারে উইকেট দিয়ে বসলেন শার্দূল ঠাকুর। ৬৮ রান করে মাঠ ছাড়লেন লর্ড শার্দূল।
-
হাফসেঞ্চুরি হাতছাড়া রিঙ্কুর
৩৩ বলে ৪৬ রান করে মাঠ ছাড়লেন রিঙ্কু। হাফসেঞ্চুরি হাতছাড়া হল নাইট তারকার।
-
নাইটদের ইনিংস বাকি ২ ওভার
১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে কেকেআর। বাকি থাকা ২ ওভারে কত রান তুলতে পারবে নাইটরা?
-
হাফসেঞ্চুরি শার্দূলের
২০ বলে অর্ধশতরানে শার্দূল ঠাকুর। হর্ষল প্যাটেলের বলে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ শার্দূলের।
-
নাইটদের খেলা বাকি ৫ ওভারের
১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ৫ উইকেটে ১৪০। ক্রিজে শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিং।
-
জোড়া ছক্কা লর্ড শার্দূলের
১৫তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে পর পর দু’টি ছক্কা হাঁকালেন শার্দূল ঠাকুর।
-
শততম ম্যাচে গোল্ডেন ডাক রাসেল
শততম আইপিএল ম্যাচে গোল্ডেন ডাক আন্দ্রে রাসেল। প্রথম বলেই আউট। লং অফে ক্যাচ বিরাট কোহলির।
-
মাইলস্টোন ম্যাচে মাঠে রাসেল
শততম আইপিএল ম্যাচে ব্য়াটিংয়ে নামলেন আন্দ্রে রাসেল।
-
আউট রহমানুল্লা
রিভার্স সুইপ মেরে আউট হলেন রহমানুল্লা গুরবাজ। শর্ট থার্ডম্যানে আকাশদীপের ক্য়াচ। ৫৭ রান করে মাঠ ছাড়লেন গুরবাজ।
-
ইনিংসের মাঝপথে কেকেআর
১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান তুলেছে কেকেআর। ক্রিজে রহমানুল্লা গুরবাজ ও রিঙ্কু সিং।
-
গুরবাজের হাফসেঞ্চুরি
৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রহমানুল্লা গুরবাজ। করণ শর্মার ওভারে ৬ মেরে অর্ধ শতরানে গুরবাজ।
-
হাফসেঞ্চুরির পথে গুরবাজ
৮.২ ওভারে দারুণ ছক্কা হাঁকালেন রহমানুল্লা গুরবাজ। ধীরে ধীরে হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন আফগান তারকা।
-
রানা আউট
কেকেআরে তৃতীয় ধাক্কা। রিভিউ নিয়ে উইকেট। মাইকেল ব্রেসওয়েলের বলে রিভার্স সুইপ খেলে ফিরলেন ক্যাপ্টেন নীতীশ রানা।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৪৭ রান কেকেআরের, এর মধ্যে ১৬ রান এসেছে এক্সট্রা থেকে।
-
নাইটদের ৫ ওভারের খেলা শেষ
নাইটদের ইনিংসের ৫ ওভারের খেলা শেষ। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে কেকেআর তুলেছে ৪১ রান।
-
ঘরের মাঠে আকাশদীপের প্রথম আইপিএল ম্যাচ
‘ঘরের মাঠে’ প্রথম আইপিএল ম্যাচে বোলিং আক্রমণে আকাশদীপ
-
মনদীপ আউট
মনদীপ সিংয়ের উইকেট তুলে নিলেন ডেভিড উইলি। পর পর দু’বলে দু’টি উইকেট তুলে নিয়ে নাইটদের চাপে ফেলে দিলেন উইলি।
-
ভেঙ্কি আউট
৩.২ ওভারে ডেভিড উইলি তুলে নিলেন ভেঙ্কটেশ আইয়ারের উইকেট। প্রথম ধাক্কা খেল কেকেআর। ৩ রান করে ফিরলেন ভেঙ্কি।
-
গুরবাজ-ভেঙ্কটেশ ওপেনিং জুটির ভালো শুরু
নাইটদের হয়ে ভালো শুরু গুরবাজ-ভেঙ্কটেশ ওপেনিং জুটির। নাইটদের ইনিংসের প্রথম ৩ ওভারে উঠেছে ২৬ রান।
-
নাইটদের ইনিংস শুরু
কেকেআরের হয়ে ওপেনিংয়ে নামলেন রহমানুল্লা গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ার। নতুন বল হাতে ইনিংস শুরু করলেন মহম্মদ সিরাজ।
-
ইডেনে চলে এসেছেন শাহরুখ
ইডেনে কেকেআরের ম্যাচ দেখতে চলে এসেছেন শাহরুখ খান। সঙ্গে রয়েছে মেয়ে সুহানা খানও।
The King Khan of World Cinema in Eden Gardens. pic.twitter.com/SRKoZH4nRc
— Johns. (@CricCrazyJohns) April 6, 2023
-
ম্যাচের আগে নাইট শিবিরে হাজির জুহি
আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে নাইটদের ক্রিকেটারদের সঙ্গে দেখা করলেন এবং কথা বললেন কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা।
Yes, you are the ???? ?#KKRvRCB | #AmiKKR | @iam_juhi pic.twitter.com/RvazVTy5vQ
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2023
-
নাইটদের একাদশ
কেকেআরের একাদশে এক পরিবর্তন। অনুকূল রায়ের জায়গায় আজ নাইটদের সাবস্টিটিউে রয়েছেন সূয়শ শর্মা।
কেকেআরের একাদশ – মনদীপ সিং, রহমানুল্লা গুরবাজ, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, টিম সাউদি, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
সাবস্টিটিউট – সূয়শ শর্মা, অনুকূল রায়, বৈভব আরোরা, নায়ারণ জগদীশন ও ডেভিড উইজে।
-
আরসিবির একাদশ
আরসিবি একাদশে একটি পরিবর্তন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন রিস টপলি। তাঁর পরিবর্তে আজ আরসিবির একাদশে দেখা যাবে ডেভিড উইলিকে।
আরসিবির একাদশ – ফাফ ডু’প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মাইকেল ব্রেসওয়েল, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ডেভিড উইলি, মহম্মদ সিরাজ, করণ শর্মা ও আকাশদীপ।
সাবস্টিটিউট – ফিন অ্যালেন, সোনু যাদব, মহিপাল লোমরোর, সূয়শ প্রভুদেশাই ও অনুজ রাওয়াত।
-
সূয়শ শর্মার ডেবিউ
নাইটদের জার্সিতে ডেবিউ সূয়শ শর্মার।
-
টস আপডেট
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
-
ওয়ার্ম আপ করছেন কেকেআর-আরিসিবির প্লেয়াররা
ইডেনে আজ মুখোমুখি কেকেআর-আরসিবি। ম্যাচের আগে ওয়ার্ম আপ করছেন কেকেআর-আরিসিবির প্লেয়াররা।
ম্যাচের আগে ওয়ার্ম আপ করছেন কেকেআর-আরিসিবির প্লেয়াররা। (ছবি-দীপঙ্কর ঘোষাল)
-
এই ছবি মন ভেঙে দিতে পারে নাইটদের
ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে মহমেডান ক্লাবের বাইরে, চারিদিকে শুধুই শুধুই আরসিবি জার্সির সমর্থক। কলকাতা নাইট রাইডার্সের হোম ম্য়াচ, ইডেনের বাইরে বোঝার উপায় নেই। মূলত আরসিবি জার্সি এবং অবশ্য়ই বিরাটের নাম লেখা তাতে।
পড়ুন বিস্তারিত – KKR vs RCB : কেকেআরের হোম ম্যাচ! ইডেনে শুধুই বিরাটের দাপট…
-
ময়দান চত্ত্বরে দুপুর থেকেই ম্য়াচের রেশ
ভিড় উপচে পড়েছে ক্রিকেটের নন্দনকাননে।
হু হু করে ভিড় জমছে ইডেনে। (ছবি-দীপঙ্কর ঘোষাল)
-
ক্রিকেটের নন্দনকাননে আজ দেখা যাবে ‘KGF’ শো
ক্রিকেটের নন্দনকাননে আজ রাতে দেখা যাবে ‘KGF’ শো।
পড়ুন বিস্তারিত – IPL 2023: ইডেনে আজ ‘KGF’ শো, দক্ষিণী সিনেমার অ্যাকশন আইপিএলে!
-
বিরাট-ডু’প্লেসিদের বিরুদ্ধে কেকেআরকে রক্ষা করতে পারেন যাঁরা
আরসিবির বিরুদ্ধে এই ম্যাচে নাইটদের জেতাতে পারেন যে তারকারা…
পড়ুন বিস্তারিত – KKR, IPL 2023: ইডেনে বিরাট দ্বৈরথে ছাপ ফেলতে পারেন কেকেআরের যে তারকারা
-
ইডেনে আজ থাকবেন জুহি
ইডেনে আজ উপস্থিত থাকবেন কেকেআরের অন্যতম মালিক জুহি চাওলা।
View this post on Instagram -
কলকাতাকে চাপে রাখতে পারে আরসিবির কোন জুটি?
ইডেন গার্ডেন্সে কলকাতাকে চাপে রাখতে পারে আরসিবির এক জুটি।
পড়ুন বিস্তারিত – RCB, IPL 2023 : কেকেআরকে সমস্যায় ফেলতে পারে আরসিবির যে জুটি
-
বিরাট… বিরাট… ধ্বনি
বিরাট… বিরাট.. ধ্বনি শুরু হয়ে গিয়েছে ইডেনে ঢোকার প্রবেশ পথেই।
ইডেনে ঢোকার প্রবেশ পথেই শুরু হয়ে গিয়েছে বিরাট বিরাট চিৎকার। (ছবি-কৌস্তভ গঙ্গোপাধ্যায়)
-
আজ কেকেআরের হোম ম্যাচ না আরসিবির?
আজ সন্ধা ৭.৩০ মিনিটে শুরু হবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। ইডেনে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শকরা। তবে আজ কেকেআরের হোম ম্যাচ না আরসিবির? তা ইডেনের ছবি দেখে বোঝা দায়।
ইডেনে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন দর্শকরা। (ছবি-কৌস্তভ গঙ্গোপাধ্যায়)
-
আজ কেকেআরের হোম ম্যাচ
আর ১ ঘণ্টা ৩০ মিনিট পর শুরু হবে কেকেআর-আরসিবি ম্যাচ।
Published On - Apr 06,2023 6:00 PM





