Rohit Sharma: লোকেশ রাহুল না সরফরাজ? রোহিত শর্মার পরিষ্কার ইঙ্গিত

Sep 17, 2024 | 3:24 PM

India vs Bangladesh 1st Test: ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। শ্রেয়সও চোট পেয়েছিলেন। একঝাঁক নতুন মুখ দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম সরফরাজ খান। লোকেশ রাহুল ফেরায় সরফরাজের সুযোগ পাওয়া কঠিন, এমনটাই মনে করা হচ্ছিল। রোহিত শর্মার মন্তব্যেও যেন তেমনই ইঙ্গিত।

Rohit Sharma: লোকেশ রাহুল না সরফরাজ? রোহিত শর্মার পরিষ্কার ইঙ্গিত
Image Credit source: PTI

Follow Us

বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। আপাতত প্রথম টেস্টেরই স্কোয়াড ঘোষণা হয়েছে। প্রথম টেস্টের একাদশে মিডল অর্ডার নিয়ে সামান্য ধোঁয়াশা ছিলই। ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে। চোটের কারণে মাঝ পথেই ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। শ্রেয়সও চোট পেয়েছিলেন। একঝাঁক নতুন মুখ দেখা গিয়েছিল। তাঁদের মধ্যে অন্যতম সরফরাজ খান। লোকেশ রাহুল ফেরায় সরফরাজের সুযোগ পাওয়া কঠিন, এমনটাই মনে করা হচ্ছিল। রোহিত শর্মার মন্তব্যেও যেন তেমনই ইঙ্গিত।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের মিডল অর্ডার, সরফরাজ খান এবং লোকেশ রাহুলকে নিয়ে নানা কথাই বললেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলে একটি অলিখিত নিয়ম রয়েছে, কেউ চোট থেকে ফিরলে সরাসরি একাদশে জায়গা পান। রাহুলের ক্ষেত্রেও কি এমনই হতে চলেছে? একাদশ বাছাই প্রক্রিয়া নিয়ে রোহিত বলেন, ‘এখানে বেশি কিছু ভাবার নেই। যদিও একাদশ বাছতে অনেক কিছু ভাবতে হয়। কে কত রান করেছে, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা, ম্যাচ উইনার কে হতে পারে, ইমপ্যাক্ট কে ফেলতে পারে। ব্যক্তিগত ভাবে কোনও প্লেয়ারকে বাছতে হলে এই ক্রাইটেরিয়া গুলো নিয়ে ভাবতে হয়। লাস্ট সিরিজে অনেকেই ছিল না। চোট এবং নানা কারণে। এখনও অনেকেই চোটের কারণে নেই। তবে বেশির ভাগই পাচ্ছি। আমরা কী ভাবে খেলতে চাই, সেই অনুযায়ী একাদশ বাছবো।’

যদিও তাঁর পরের প্রশ্ন এবং উত্তরেই যেন পরিষ্কার, লোকেশ রাহুলই একাদশে থাকছেন। রাহুলের ফর্ম এবং সম্ভাবনা নিয়ে রোহিত বলছেন, ‘বিশ্বে এমন কোনও ক্রিকেটার নেই, যার কেরিয়ার খুব মসৃণ কেটেছে। প্রত্যেকেরই ওঠা-নামা থাকে। লোকেশের দক্ষতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। ওর সেরাটা বের করে নিতে চাই। ওর থেকে কী প্রত্যাশা, সেই বার্তাটা পরিষ্কার করে দিয়েছি। দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধেও একটা সেঞ্চুরির কাছাকাছি ইনিংস খেলেছে, দলীপে ভালো খেলেছে। আশা করছি, ও এখানেও দুর্দান্ত খেলবে। লোকেশ স্পিন-পেস দুটোই ভালো খেলে। ও কেন সাফল্য পাবে না, বরং এটাই প্রশ্ন হতে পারে। ওর উপর টিমের ভরসা রয়েছে।’

এই খবরটিও পড়ুন

সরফরাজের মতো জায়গা ছাড়তে হবে আর এক তরুণকেও। ফিরেছেন ঋষভ পন্থ। ফলে একাদশে সম্ভাবনা নেই ধ্রুব জুরেলের। ওদের পারফরম্যান্স নিয়ে অবশ্য প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত। বলছেন, ‘সরফরাজ, যশস্বী, জুরেলরা নতুন। তবে ওরা প্রচুর খেলেছে। ওদের গড়ে তুলতে হবে। ওরা কী চায়, আমরা ওদের থেকে কী চাই, সবটাই পরিষ্কার। জয়সওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ পারফর্ম করেছে। ধ্রুব জুরেল কিপিংয়েও দুর্দান্ত পারফর্ম করেছে, চাপের মুহূর্তে ভালো ইনিংস খেলেছে। সরফরাজ ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। সুতরাং, এটা আমাদের কাছে পজিটিভ দিক।’

Next Article