Virat Kohli: সবচেয়ে বেশি রান, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের সেরা পাঁচটি ইনিংস…

ICC MEN’S T20 WC 2024: রেকর্ডের এখানেই শেষ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি, সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার, টুর্নামেন্টের সেরার পুরস্কারও। কেরিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে চ্যাম্পিয়নের ট্রফিও জিতেছেন। বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছেন বিরাট। ৩৩ ইনিংসে করেছেন ১২৯২ রান! ব্যাটিং গড় ৫৮.৭২। স্ট্রাইকরেট ১২৮.৮১।

Virat Kohli: সবচেয়ে বেশি রান, টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটের সেরা পাঁচটি ইনিংস...
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Jul 01, 2024 | 11:18 PM

সদ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। এ বারের বিশ্বকাপে শুরু থেকে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না কিং কোহলি। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠল তাঁর ব্যাট। ফাইনালের মঞ্চে ম্যাচ জেতানো ইনিংস। জিতে নিয়েছেন সেরার পুরস্কারও। বিশ্বকাপ জিতেই এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানিয়েছেন। রেখে দিয়েছেন এমন নানা কীর্তি, যা হয়তো দীর্ঘ সময় অক্ষত থাকবে। টি-টোয়েন্টি বিশ্বরাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান বিরাট কোহলির।

রেকর্ডের এখানেই শেষ নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি, সবচেয়ে বেশি ম্যাচের সেরার পুরস্কার, টুর্নামেন্টের সেরার পুরস্কারও। কেরিয়ারের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে চ্যাম্পিয়নের ট্রফিও জিতেছেন। বিশ্বকাপে ৩৫টি ম্যাচ খেলেছেন বিরাট। ৩৩ ইনিংসে করেছেন ১২৯২ রান! ব্যাটিং গড় ৫৮.৭২। স্ট্রাইকরেট ১২৮.৮১।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে বিরাট কোহলির সেরা ইনিংস কোনগুলি? এক নজরে দেখে নেওয়া যাক…

  1. ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ: কলম্বোয় সুপার এইটের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৭৮ রান করেছিলেন বিরাট কোহলি। যুবরাজের সঙ্গে জুটিতে ম্যাচ জেতান। সে সময় নিয়মিত বোলিংও করতেন। সেই ম্যাচে উইকেটও নিয়েছিলেন। সেরার পুরস্কারও জেতেন বিরাট।
  2. ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফের একবার ফাইনালে উঠেছিল ভারত। সৌজন্যে বিরাট কোহলির ইনিংস। সেমিফাইনালে ১৭৩ রান তাড়ায় ৪৩ বলে ৭২ করেছিলেন বিরাট। ফাইনালে অবশ্য শ্রীলঙ্কার কাছে হার। টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছিলেন বিরাট।
  3. ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ: সে বার ভারতের মাটিতে হয়েছিল বিশ্বকাপ। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬১ রান তাড়ায় ভারত মাত্র ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে ছিল। অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছিলেন। শেষ তিন ওভারে ৩৯ রান প্রয়োজন ছিল টিমের। এর মধ্যে কোহলি ১১ বলে ৩২ তুলেছিলেন!
  4. ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ: মেলবোর্নের সেই ইনিংস টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম সেরা। ১৬০ রান তাড়ায় ৩১ রানে চার উইকেট হারায় ভারত। হার্দিককে নিয়ে জুটি গড়েন। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের মহাকাব্য়িক ইনিংস।
  5. ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ: পুরো টুর্নামেন্টে হতাশ করেছেন। ফাইনালে রোহিত, পন্থ, স্কাইয়ের উইকেট হারিয়ে প্রবল চাপে ভারত। সেখান থেকে অক্ষর প্যাটেলকে নিয়ে দুর্দান্ত জুটি। শেষ অবধি ৭৬ রানের ইনিংস খেলেন। টিম চ্যাম্পিয়ন হয়, ম্যাচের সেরার পুরস্কার জেতেন বিরাট কোহলি।

দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
দেশে একসঙ্গে চালু হবে ৩ সেমিকন্ডাক্টর কারখানা
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
বিচ্ছেদের জল্পনা উষ্কে দিল মালাইকার এই পোস্ট, কী এমন লিখলেন...
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
আপনার ই-মেলের পাসওয়ার্ড হ্যাকাররা পেয়ে গেলে কী হবে ভাবুন তো
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
সোশ্যাল মিডিয়ায় তাঁর স্তন ক্যানসারের খবর জানিয়েছিলেন অভিনেত্রী হিনা
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
ব্যাঙ্কিংয়ে মহাবিপদ, অ্যাকাউন্টে ‘আশঙ্কা’
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
রাত বিরেতে হাতে লাঠি নিয়ে অভিনেতা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়,
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
বেহাল জনপদ, জবরদখল শহর! দায় কার? কী হবে হকারদের ভবিষ্যৎ?
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
লাদাখে দুর্ঘটনার কবলে 'অজেয়', মৃত্যু ৫ সেনা জওয়ানের
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
চিকিৎসকের অকাল মৃত্যু, ময়নাতদন্ত না করেই তড়িঘড়ি দাহ করা হল কেন?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?
কারা কারা এলেন রুক্মিনীর জন্মদিনের বিশেষ পার্টিতে?