Sourav Ganguly on Gautam Gambhir: গম্ভীরকে নিয়ে সমালোচনার জল গড়িয়েছে বহুদূর, আসরে নেমে সৌরভ বললেন, ‘ওকে তো…’

Nov 17, 2024 | 2:38 PM

ক্রিকেট মহলে গম্ভীরকে নিয়ে দু'রকম মন্তব্য ঘুরছে। একদল যেখানে গম্ভীরের রিপোর্ট কার্ড খুঁটিয়ে দেখছে, সেখানে অপর একদলের দাবি, এত তাড়াতাড়ি গম্ভীরের বিচার করা ঠিক হবে না। যে যাই বলুক, গুরু গম্ভীরকে নিয়ে সমালোচনার জল বহুদূর গড়িয়েছে।

Sourav Ganguly on Gautam Gambhir: গম্ভীরকে নিয়ে সমালোচনার জল গড়িয়েছে বহুদূর, আসরে নেমে সৌরভ বললেন, ওকে তো...
গম্ভীরকে নিয়ে সমালোচনার পাহাড়, আসরে নেমে সৌরভ বললেন, 'ওকে তো...'
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: অত্যন্ত অল্প সময়ই হয়েছে ভারতের নতুন হেড কোচ হয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দেশের মাটিতে কিউয়ি সিরিজে টিম ইন্ডিয়া ৩-০ হারার পর থেকে তাঁকে নিয়ে বিরাট সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিতও বলতে শুরু করেছেন। ক্রিকেট মহলে গম্ভীরকে নিয়ে দু’রকম মন্তব্য ঘুরছে। একদল যেখানে গম্ভীরের রিপোর্ট কার্ড খুঁটিয়ে দেখছে, সেখানে অপর একদলের দাবি, এত তাড়াতাড়ি গম্ভীরের বিচার করা ঠিক হবে না। যে যাই বলুক, গুরু গম্ভীরকে নিয়ে সমালোচনার জল বহুদূর গড়িয়েছে। এ বার আসরে নেমেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

গৌতমকে সমর্থনই করছেন মহারাজ। তিনি RevSportz-কে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি শুধু বলব ওকে ওর মতো থাকতে দেওয়া দরকার। সাংবাদিক সম্মেলনে ও যা বলেছে, তা নিয়ে কিছুটা সমালোচনা দেখলাম। ও কিন্তু এমনই। ওকে ওর মতো থাকতে দিন। যখন ও আইপিএল জিতেছিল, একইরকম ছিল। ওকে এ বিষয়ে খুঁচিয়ে লাভ নেই। ওর কোচিংয়ে শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ ও তিনটি টেস্ট ম্যাচ হেরে যাওয়ায়, যে ভাবে আলোচনা হচ্ছে, সেটা কিন্তু ঠিক নয়।’

এর আগে অজি কিংবদন্তি রিকি পন্টিং ভারতের তারকা বিরাট কোহলির টেস্টে সেঞ্চুরি নিয়ে মন্তব্য করেছিলেন। এরপর গম্ভীর পাল্টা দিয়ে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট নিয়ে না ভেবে অজি ক্রিকেট নিয়ে ভাবা উচিত পন্টিংয়ের। সৌরভের মতে, গম্ভীর কিছু ভুল বলেননি। ভারতের শেষ ২টো অজি সফরে অস্ট্রেলিয়া টিম বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পারেনি। তারপরও এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে অজিদের সিরিজের ফেভারিট ধরা হচ্ছে। কারণ, দেশের মাটিতে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ক্লিনসুইপ হয়ে ডনের দেশে গিয়েছে। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ। তিনি জানান, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা সব সময় ভারতীয়দের প্রতি কঠোর মন্তব্যই করেছেন। তাঁর মতে তাই গম্ভীর কিছু ভুল করছেন না।

এই খবরটিও পড়ুন

মহারাজের কথায়, ‘যখন থেকে আমি ক্রিকেট দেখছি, তখন থেকে ওরা ভারতীয়দের জন্য কঠোরই ছিল। ওরা ওদের ক্রিকেট সেভাবেই খেলেছে। সেটা (স্টিভ) ওয়া, (রিকি) পন্টিং বা (ম্যাথিউ) হেডেনই হোক না কেন। তাই, গম্ভীর যা বলেছে তাতে ভুল নেই। ও এভাবেই প্রতিক্রিয়া দেয়। লড়াইয়ে নামে। এভাবেই ও প্রতিদ্বন্দ্বিতা করে। ওকে একটা সুযোগ দেওয়া দরকার। মাত্র দুই-তিন মাস হয়েছে গম্ভীর দায়িত্ব নিয়েছে। তাতেই ওকে নিয়ে মন্তব্য করা হচ্ছে।’

 

Next Article