CSK, IPL: নিলামের আগেই ওপেনার খুঁজে নিলেন ধোনি, ১৭ বছরের আয়ুষের ডাক পড়ল CSK-তে
MS Dhoni: মেগা নিলামের আগে এ বার জানা গিয়েছে, এক তরুণ তুর্কি নজর কেড়েছেন চেন্নাইকে ৫ বার ট্রফি জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। যে কারণে ক্রিকেট মহলে এমনটাও বলা হচ্ছে চেন্নাই সুপার কিংসের জন্য নিলামের আগেই ওপেনার খুঁজে নিলেন ধোনি।
কলকাতা: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নজর একবার যে তরুণ ক্রিকেটারের উপর পড়ে, তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল হয়। চেন্নাই সুপার কিংসের অন্যতম অবিচ্ছেদ্য অংশ মাহি। দলের ভালো-মন্দ সব সময় পাশে থাকেন তিনি। ধোনি সিএসকের ক্যাপ্টেন থাকুন আর নাই থাকুন ভক্তদের কাছে সব সময়ই তিনি প্রিয় থালা। পঁচিশের আইপিএল নিলামের (IPL Auction) আগে আনক্যাপড প্লেয়ার হিসেবে ধোনিকে রিটেন করেছে সিএসকে (CSK)। মেগা নিলামের আগে এ বার জানা গিয়েছে, এক তরুণ তুর্কি নজর কেড়েছেন চেন্নাইকে ৫ বার ট্রফি জেতানো অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। যে কারণে ক্রিকেট মহলে এমনটাও বলা হচ্ছে চেন্নাই সুপার কিংসের জন্য নিলামের আগেই ওপেনার খুঁজে নিলেন ধোনি।
বিষয়টা পরিষ্কার করা যাক। কথা হচ্ছে বছর ১৭র আয়ুষ মাহত্রেকে নিয়ে। গত অক্টোবরে ইরানি কাপে মুম্বইয়ের জার্সিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডান হাতি ব্যাটার আয়ুষের। মোট ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩২১ রান করেছেন আয়ুষ। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ১টি হাফসেঞ্চুরি রয়েছে। মহারাষ্ট্রের বিরুদ্ধে চলতি রঞ্জি ট্রফিতে আয়ুষের ব্যাটে এসেছিল ১৭৬ রানের এক দুরন্ত ইনিংসও। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, আয়ুষের পারফরম্যান্স দেখে ভালো লেগেছে ধোনির। এবং সিএসকের স্কাউটদের। যে কারণে রঞ্জি ট্রফির পঞ্চম রাউন্ড এবং সৈয়দ মুস্তার আলি ট্রফি শুরু হওয়ার মাঝে যে ৬ দিনের বিরতি রয়েছে তাতে সিএসের ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আয়ুষকে ডেকেছে সিএসকে শিবির।
এই খবরটিও পড়ুন
জানা গিয়েছে, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আয়ুষকে চেন্নাইয়ের ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি চেয়েছেন। সিএসকে রিটেন করেছে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে ও মাতিসা পাথিরানা। সেই দিক থেকে দেখতে হলে নিলামে ওপেনিং স্লট ভরানোর জন্য প্লেয়ারে টার্গেট করবে সিএসকে। তার আগে আয়ুষকে যদি ট্রায়ালে আরও কাছ থেকে সিএসকে পর্যবেক্ষণ করতে পারে, তা হলে ঋতুর পার্টনার হিসেবে মুম্বইয়ের ছেলেকে দেখা যেতে পারে।