কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুম শুরু হতে দেরি রয়েছে। তার আগেই ব্যাট হাতে নেটে নেমে পড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। সারা বছর মাহিকে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে আর দেখা যায় না। তিনি শুধু খেলেন আইপিএলে (IPL)। ফলে তাঁর অনুরাগীরা সেই সময় মন প্রাণ ভরে উপভোগ করেন ধোনির খেলা। এ বারের আইপিএল শুরু হবে ২১ মার্চ থেকে। সেই দিক থেকে দেখতে হলে আইপিএলের প্রায় ৬০ দিন আগে অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি।
সোশ্যাল মিডিয়ায় মহেন্দ্র সিং ধোনির নেটে ব্যাটিংয়ের ছবি ছড়িয়ে পড়েছে। প্রিয় থালাকে ব্যাট হাতে দেখে তাঁর অনুরাগীরা খুব খুশি। মাহিভক্তদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘুরছে সেই ছবি। ৪৩ বছরের ধোনি আজও যখন মাঠে নামেন তাঁর থেকে বিনোদনের অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমীরা। এই প্রথম বার আইপিএলে আনক্যাপড প্লেয়ার হিসেবে আইপিএলে খেলবেন ধোনি।
THALA DHONI FOR IPL 2025 💛
– Dhoni has started the practice ahead of the IPL 2025. pic.twitter.com/IJeq4EyIA9
— Johns. (@CricCrazyJohns) January 20, 2025
গত বছরের শেষে রিয়াধে হয়েছিল আইপিএলের মেগা নিলাম। তার আগে চেন্নাই সুপার কিংস ৪ কোটি টাকা দিয়ে রিটেন করে রেখেছিল মহেন্দ্র সিং ধোনিকে। প্রতিবার আইপিএলের মরসুম শেষ হওয়ার সময় রব ওঠে আগামী আইপিএলে হয়তো খেলবেন না মাহি। চব্বিশের আইপিএল শেষ হওয়ার পরও এ নিয়ে আলোচনা হচ্ছিল ক্রিকেট মহলে। এরপর ধোনি পরিষ্কার জানিয়ে দেন, যতদিন তিনি ক্রিকেট খেলতে পারবেন, খেলাটা উপভোগ করতে চান। আরও কয়েকটা বছর তিনি ক্রিকেট খেলা চালিয়ে যেতে চানও বলেছেন।